উইল ফেরল
জন উইলিয়াম ফেরল (ইংরেজি: John William Ferrell, /ˈfɛrəl/;[১] জন্ম: ১৬ জুলাই ১৯৬৭)[২] হলেন একজন মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, প্রযোজক ও লেখক। তিনি ১৯৯০-এর দশকে এনবিসির স্কেচ হাস্যরসাত্মক শো স্যাটারডে নাইট লাইভ-এ কাজ করে প্রতিষ্ঠা লাভ করেন।[৩] পরবর্তীতে তিনি অ্যাঙ্করম্যান: দ্য লিজেন্ড অব রন বারগুন্ডি (২০০৪), টালেডেগা নাইটস (২০০৬), স্টেপ ব্রাদার্স (২০০৮), দ্য আদার গাইজ (২০১০) এবং অ্যাঙ্করম্যান টু: দ্য লিজেন্ড কন্টিনিউস (২০১৩) চলচ্চিত্রে অভিনয় করেন। একটি চলচ্চিত্র ব্যতীত সবকয়টি চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেন তার রম্য সঙ্গী অ্যাডাম ম্যাকে। তারা দুজনে মিলে ২০০৭ সালে ফানি অর ডাই নামে একটি রম্য ওয়েবসাইট প্রতিষ্ঠা করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল এলফ ও ওল্ড স্কুল (২০০৩), ব্লেডস অব গ্লোরি (২০০৭), মেগামাইন্ড (২০১০), দ্য লেগো মুভি (২০১৪), ও ড্যাডিস হোম (২০১৫)।
উইল ফেরল | |
---|---|
Will Ferrell | |
জন্ম | জন উইলিয়াম ফেরল ১৬ জুলাই ১৯৬৭ আরভিন, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | মার্কিন |
শিক্ষা | স্নাতক |
মাতৃশিক্ষায়তন | সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা, কৌতুকাভিনেতা, প্রযোজক, লেখক |
কর্মজীবন | ১৯৯৫-বর্তমান |
ফেরল ১৯৯০-এর দশকের শেষের দিকে ও ২০০০-এর দশকের হলিউডের রম্য অভিনয়শিল্পীদের প্রজন্ম "ফ্র্যাট প্যাক"-এর একজন হিসেবে বিবেচিত হন। এই প্রজন্মের অন্যান্যরা হলে জ্যাক ব্ল্যাক, বেন স্টিলার, স্টিভ কারেল, ভিন্স ভন, ওয়েন ভ্রাতৃদ্বয় ও লুক উইলসন। তিনি স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানে তার কাজের জন্য একটি এমি পুরস্কারের মনোনয়ন এবং দ্য প্রডিউসার্স (২০০৫) ও স্ট্রেঞ্জার দ্যান ফিকশন (২০০৬) চলচ্চিত্রে অভিনয় করে দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৫ সালে শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী হিসেবে ব্রিটিশ জিকিউ বর্ষসেরা পুরস্কার পুরস্কার লাভ করেন। ২০১৫ সালের ২৪শে মার্চ হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Will Ferrell Answers Internet Questions from Will Ferrell and Jake"। ফানি অর ডাই। ১৭ সেপ্টেম্বর ২০০৮। ২৩ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Will Ferrell - Comedian, Television Actor, Film Actor, Actor"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৮।
- ↑ "Will Ferrell on Saturday Night Live - NBC.com"। এনবিসি। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ফানি অর ডাই ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ আগস্ট ২০১৮ তারিখে
- ইন্টারনেট মুভি ডেটাবেজে উইল ফেরল (ইংরেজি)
- রটেন টম্যাটোসে উইল ফেরল (ইংরেজি)