উইলিয়াম লিপ্স্কম
রসায়নে নোবেল পুরষ্কার বিজয়ী
উইলিয়াম নান লিপ্স্কম একজন মার্কিন রসায়নবিদ। তিনি ১৯৭৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
উইলিয়াম নান লিপ্স্কম | |
---|---|
জন্ম | |
মৃত্যু | এপ্রিল ১৪, ২০১১ | (বয়স ৯১)
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | কেন্টাকি বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৭৬) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | নিউক্লিয়ার ম্যাগণেটিক রেজোন্যান্স তাত্ত্বিক রসায়ন Boron chemistry প্রাণরসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | মিনেসোটা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | লিনাস পাউলিং |
ডক্টরেট শিক্ষার্থী | রোয়াল্ড হোফমান Russell M. Pitzer থমাস এ. স্টিত্জ Donald Voet Don C. Wiley |
অন্যান্য উল্লেখযোগ্য শিক্ষার্থী | Michael Rossmann Raymond C. Stevens |
জীবনী
সম্পাদনালিপ্স্কম ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪১ সালে কেন্টাকি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিজ্ঞানে স্নাতক উপাধি অর্জন করেন। ১৯৪৬ সালে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৪৬ সালে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে রসায়নের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৫০ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৫৪ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৫৯ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপক পদে যোগ দেন এবং ১৯৬২ সালে বিভাগের প্রধান হন। ১৯৯০ সাল পর্যন্ত এখানেই কর্মরত ছিলেন।[১]
সম্মাননা
সম্পাদনা- সম্মানসূচক এমএ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ১৯৫৯
- সম্মানসূচক ডিএসসি কেন্টাকি বিশ্ববিদ্যালয়, ১৯৬৩
- সম্মানসূচক ডক্টরেট, মিউনিখ বিশ্ববিদ্যালয়, ১৯৭৬
- সম্মানসূচক ডিএসসি, লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়, ১৯৭৭
- D. Sc. (hon.) Rutgers University, 1979
- D. Sc. (hon.) Gustavus Adolphus College, 1980
- D. Sc. (honoris causa) Marietta College, 1981
- সম্মানসূচক ডিএসসি, মায়ামি বিশ্ববিদ্যালয়, ১৯৮৩
- সম্মানসূচক ডিএসসি, ডেনভার বিশ্ববিদ্যালয়, ১৯৮৫
- সম্মানসূচক ডিএসসি, ওহাইও স্টেট ইউনিভার্সিটি, 1991
- D. Sc. (honoris causa) Translvania University 1992
- D. Sc. (honoris causa) Mahidol University, Bangkok Thailand, 2003
[১]