উইলিয়াম রিচি
উইলিয়াম রিচি (ইংরেজি: William Ritchie) (১৮১৭-১৮৬২) ছিলেন একজন ইংরেজ ব্যারিস্টার, যিনি ১৮৫৬ থেকে ১৮৬২ খ্রিস্টাব্দ পর্যন্ত অবিভক্ত বাংলার অ্যাডভোকেট-জেনারেল (১৮৫৬-৬২) ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য ছিলেন তিনি। [১]
উইলিয়াম রিচি | |
---|---|
জন্ম | ১৮১৭ |
মৃত্যু | ২২ মার্চ ১৮৬২ | (বয়স ৪৪–৪৫)
পেশা | ব্যারিস্টার ও শিক্ষাবিদ |
দাম্পত্য সঙ্গী | আগাস্টা ট্রিমার (বি.১৮৪৫) |
সন্তান | ৪ পুত্র ও ৪ কন্যা |
পিতা-মাতা | জন রিচি (পিতা) শার্লট থ্যাকারে (মাতা) |
জীবন
সম্পাদনাউইলিয়াম রিচি ১৯১৭ খ্রিস্টাব্দে লন্ডনের সাউদাম্পটন রো -তে জন্মগ্রহণ করেন। তার পিতা জন রিচি ছিলেন বাল্টিমোরের স্কটিশ বংশোদ্ভূত বণিক ও একটি ব্যাঙ্কের অন্যতম পরিচালক। মাতা শার্লট থ্যাকরে ছিলেন প্রখ্যাত ব্রিটিশ উপন্যাসিক উইলিয়াম মেকপিস থ্যাকারের কাকিমা। মনকেন হ্যাডলি সঙ্গে ভারতের থ্যাকরে পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক। তার ঔপন্যাসিক ভ্রাতষ্পুত্রের জন্ম হয়েছিল কলকাতায়। [২]
উইলিয়াম রিচি ১৮২৯ খ্রিস্টাব্দ হতে ১৮৩৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ইটন কলেজে পড়াশোনা করেন। কেমব্রিজের ট্রিনিটি কলেজ হতে ১৮৩৫ খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন, ১৮৩৯ খ্রিস্টাব্দে বি.এ এবং ১৮৪২ খ্রিস্টাব্দে এম.এ. ডিগ্রি লাভ করেন। কেমব্রিজের পর আইন পড়ার জন্য ইনার টেম্পল -এ ভর্তি হন। [৩] আইন পড়ার সময় তিনি পরিবারের সাথে লন্ডনের আলবানি স্ট্রিটে বসবাস করতেন। ১৮৪১ খ্রিস্টাব্দের নভেম্বরে তার পিতার ব্যাঙ্ক দেউলিয়া হলে, গ্রাহকদের হাত থেকে নিস্তার পেতে জনের পরিবার ভারতীয় উপমহাদেশের উদ্দেশ্যে দেশত্যাগ করেন।
উইলিয়াম রিচিকে ১৮৪২ খ্রিস্টাব্দে আদালতে বারে ডাকা হয়। যাতে তিনি লন্ডনে পড়াশোনার পরিবর্তে তিনি কলকাতার আদালতে প্র্যাকটিসে ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি ও প্রদেশসমূহের আইন ব্যবস্থা দেখাশোনা করতে পারেন এবং তাৎক্ষণিক আয়ের সংস্থান হয়। তিনি ১৮৫৫ খ্রিস্টাব্দে বাংলার অ্যাডভোকেট-জেনারেল নিযুক্ত হন। ১৮৫৯ খ্রিস্টাব্দের ২৫ জানুয়ারি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসাবে কার্যভার গ্রহণ করেন ১৮৬০ খ্রিস্টাব্দে ভারতের গভর্নর-জেনারেল কাউন্সিলের আইনসভা সদস্য নিযুক্ত হন এবং আমৃত্যু তিনি সমস্ত পদে আসীন ছিলেন।
১৮৮৬ খ্রিস্টাব্দের ২২ মার্চ কলকাতায় পরলোক গমন করেন।
উইলিয়াম রিচির খ্যাতি ও জনপ্রিয়তা ছিল তার নম্র বন্ধুত্বপূর্ণ, অত্যন্ত ভদ্র আচরণ এবং তার সম্মানজনক চরিত্রের জন্য। তিনি কেমব্রিজে "জেন্টলম্যান রিচি" নামে পরিচিত ছিলেন।
পরিবার
সম্পাদনাউইলিয়াম রিচি ১৯৪২ খ্রিস্টাব্দে ভারতের উদ্দেশ্যে যাত্রার পূর্বে ২৮ আগস্ট অগাস্টা ট্রিমারকে বিবাহের প্রস্তাব দেন। কলকাতার আদালতে যোগদানের পর অগাস্টা ট্রিমার ১৮৪৫ খ্রিস্টাব্দে কলকাতায় আসেন। ওই বছরের ৪ ডিসেম্বর কলকাতার সেন্ট জন চার্চে তাদের বিবাহ হয়। তাদের আটটি সন্তানের চার পুত্র ও চার কন্যা ছিল।
- পুত্রেরা ছিলেন-
- উইলিয়াম আরভিন রিচি (১৮৫০-১৯০৩), শিক্ষা দপ্তর
- জন জেরাল্ড রিচি (১৮৫৩ - ১৯২১), ভারতীয় সিভিল সার্ভিস
- রিচমন্ড রিচি (১৮৫৪ - ১৯১২)
- এডওয়ার্ড ডুগুইড রিচি (১৮৫৯ -১৯১২), চিকিৎসক। [৪]
- কন্যারা ছিলেন
- অগাস্টা শার্লট (১৮৪৭ - ১৯১০), সর্ব জ্যেষ্ঠ, ডগলাস উইলিয়াম ফ্রেশফিল্ডকে বিবাহ করেন;[৫]
- এমিলি (১৮৫১ - ১৯৩২), অবিবাহিতা। [৬]
- ব্লাঞ্চ, ফ্রান্সিস ওয়ার-কর্নিশকে বিবাহ করেন । [৬]
- এলিনর, হার্বার্ট পলকে বিবাহ করেন । [৭]
- William Irvine Ritchie (1850–1903) of the Education Office
- John Gerald Ritchie (1853–1921) of the Indian Civil Service
- Richmond Ritchie (1854–1912)
- Edward Duguid Ritchie (1859–1912), physician.[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "List of Vice Chancellors of the University of Calcutta"। কলকাতা বিশ্ববিদ্যালয়। ৬ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৬।
- ↑ {{Cite book | last = Ritchie | first = John Gerald | title = The Ritchies in India; extracts from the correspondence of William Ritchie, 1817–1862; and personal reminiscences of Gerald Ritchie | publisher=J. Murray | year = 1920 | url = https://archive.org/details/ritchiesinindiae00ritc | accessdate = 23 October 2010 }}
- ↑ "Ritchie, William (RTCY835W)"। A Cambridge Alumni Database। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।
- ↑ "Dr. Edward Duguid Ritchie"। The Hospital। 52 (1361): 460। ১৯১২-০৮-১২। পিএমসি 5237883 ।
- ↑ Butlin, Robin A.। "Freshfield, Douglas William"। অক্সফোর্ড ডিকশনারি অব ন্যাশনাল বায়োগ্রাফি (অনলাইন সংস্করণ)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। ডিওআই:10.1093/ref:odnb/33275। (সাবস্ক্রিপশন বা যুক্তরাজ্যের গণগ্রন্থাগারের সদস্যপদ প্রয়োজন।)
- ↑ ক খ Aplin, John (২০১০)। The Inheritance of Genius: A Thackeray Family Biography, 1798-1875। Casemate Publishers। পৃষ্ঠা 298। আইএসবিএন 9780718892241।
- ↑ Old Etonian Association (১৯০৩)। "The Eton register: Eton College Part 4 1871-80"। Internet Archive। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৮।
- ↑ "Dr. Edward Duguid Ritchie"। ১৯১২-০৮-১২: 460। পিএমসি 5237883 ।