উইলিয়াম নোল্স
মার্কিন রসায়নবিদ
উইলিয়াম স্ট্যান্ডিশ নোল্স একজন মার্কিন রসায়নবিদ। তিনি ২০০১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
উইলিয়াম স্ট্যান্ডিশ নোল্স | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১৩ জুন ২০১২ চেস্টারফিল্ড, মিসৌরি, U.S. | (বয়স ৯৫)
মাতৃশিক্ষায়তন | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (B.S.), কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় (Ph.D.) |
পরিচিতির কারণ | Chiral phosphine ligands that proved effective in the enantioselective synthesis of L-DOPA |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার ২০০১ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | Thomas and Hochwalt Laboratories Monsanto Company |
ডক্টরাল উপদেষ্টা | রবার্ট এল্ডারফিল্ড |
জীবনী
সম্পাদনানোল্স ম্যাসাচুসেটসের শেফিল্ডের বার্কশায়ার স্কুল থেকে হাইস্কুল গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৯ সালে রসায়নে ব্যাচেলর্স ডিগ্রি লাভ করেন। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
পুরস্কার এবং সম্মান
সম্পাদনা- ১৯৮৩ সালে আমেরিকান ইনস্টিটিউট অফ কেমিস্ট থেকে কেমিক্যাল পাইওনিয়ার সম্মান[১]
- ২০০১ রসায়নে নোবেল পুরস্কার
- ২০০৮ সালে সেন্ট লুইসের একাডেমি অফ সায়েন্স থেকে পিটার এইচ. রেভেন লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Chemical Pioneer Award"। American Institute of Chemists। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৫।
- ↑ David M. Isserman / Isserman Consulting LLC / www.isserman.com (২০১২-০৪-১৯)। "Academy of Science – St. Louis :: Academy Initiatives :: Outstanding St. Louis Scientists Awards"। Academyofsciencestl.org। ২০১৪-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।