উইন্ডোজ ভয়েজ রিকোগনেশন
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
উইন্ডোজ ভয়েস রিকোগনেশন মাইক্রোসফট কর্তৃক প্রকাশিত এমন এক সফটওয়্যার যার দ্বারা আপনি কম্পিউটারে বিভিন্ন কমান্ড দেয়া সহ কম্পিউটারে কাজ করতে পারবেন ।এছাড়া এটি তাদের জন্য খুব উপকারী যারা দ্রুত টাইপ করতে পারেন না ।এটি গুগলের অ্যান্ড্রয়েড টকব্যাক গেসচার এর মতো ।আপনি শুধু মুখে কথা বলে একে বিভিন্ন কমান্ড প্রদান করবেন। বিভিন্ন মেইল বা নোট খুব সহজেই এর মাধ্যমে অতি স্বল্প সময়ে লেখা যায় ।এটি প্রথম উইন্ডোজ ৭ এ চালু হয়। আর তারপর থেকে এখনো উইন্ডোজ ১০ এর বিভিন্ন আপডেটেও এটি ব্যবহৃত হচ্ছে ।