উইজার্ড
উইজার্ড (বৈজ্ঞানিক নাম: Rhinopalpa polynice(Cramer)) এক প্রজাতির মাঝারি আকারের প্রজাপতি। এরা নিমফ্যালিডি পরিবার এবং লিমেনিটিডিনি উপগোত্র এবং রাইনোপালপা বর্গের অন্তর্ভুক্ত প্রজাতি।[১] এই প্রজাতি ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইন (Wild Life Protection Act, 1972) অনুসারে এই প্রজাতি তফ্সিল ২ এর তালিকার অন্তর্ভুক্ত।
উইজার্ড Wizard | |
---|---|
ডানা বন্ধ অবস্থায় | |
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণীজগৎ |
পর্ব: | সন্ধিপদী |
শ্রেণী: | পতঙ্গ |
বর্গ: | লেপিডোপ্টেরা |
পরিবার: | Nymphalidae |
গণ: | Rhinopalpa C. & R. Felder, 1860 |
প্রজাতি: | R. polynice |
দ্বিপদী নাম | |
Rhinopalpa polynice (Cramer, 1779) |
আকার
সম্পাদনাউইজার্ড এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৭০-৮০মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[২]
উপপ্রজাতি
সম্পাদনাভারতে প্রাপ্ত উইজার্ড এর উপপ্রজাতি হল-[৩]
- Rhinopalpa polynice birmana Fruhstorfer, 1898 – Myanmarese Wizard
বিস্তার
সম্পাদনাভারতএ (আসাম, অরুণাচল প্রদেশ, মনিপুর, মেঘালয়, নাগাল্যান্ড), এছাড়া বাংলাদেশ, মায়ানমার[৪] এর বিভিন্ন অঞ্চলে এদের দেখা যায়।[৫]
বর্ণনা
সম্পাদনাপ্রজাপতির দেহাংশের পরিচয় বিশদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-
পুরুষ
সম্পাদনাপুরুষ প্রকারের ডানার উপরিতল উজ্জ্বল হলদে বাদামী অথবা তামাটে বর্ণের। সামনের ডানায় শীর্ষভাগ অথবা অ্যাপেক্স থেকে টর্নাস পর্যন্ত এবং পিছনের ডানায় অ্যাপেক্স থেকে টার্মেনেরর প্রায় মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত চওড়া কালো পটি বর্তমান। সামনের ডানা টার্মেন মধ্যভাগে গভীরভাবে অবতল (Concave) এবং ২ এবং ৬ নং শিরায় তীক্ষ্ণ ভাবে অভিক্ষিপ্ত। পিছনের ডানা ৫ নং শিরায় ছোট লেজযুক্ত এবং টর্নাস অভিক্ষিপ্ত (Projected)। পিছনের ডানায়, টার্মেনের নিচের অংশে কয়েকটি সাব-টার্মিনাল অথবা সাবমার্জিনাল কালচে ছোট ছোপ শিরামধ্যে অবস্থান করে।
স্ত্রী
সম্পাদনাস্ত্রী প্রকারের ডানার উপরিতলের চওড়া প্বার্শ-প্রান্ত পটি, অবতল টার্মেন, অভিক্ষিপ্ত অংশ, ছোট লেজ ইত্যাদি পুরুষ প্রকারেই অনুরূপ, তবে উপরিতলের বর্ণ কালচে বাদামী এবং উভয় ডানাতেই গোড়ার অংশ অথবা বেস ফ্যাকাশে বর্ণের।
স্ত্রী-পুরুষ উভয় প্রকারের ডানার নিম্নতল উভয় ডানাতেই উজ্জ্বলভাবে কর্বুরিত অর্থাৎ বিভিন্ন বর্ণের ছোপ এবং রেখা দ্বারা চিত্রিত (Variegated),- হলদে বাদামী এবং কালচে বাদামী ছোপ এবং রূপালী- নীল সরু, উজ্জ্বল রেখার দ্বারা ঘনভাবে চিত্রিত উভয় ডানার নিম্নতলে মাঝারী আকারের সাব-মার্জিনাল ওসিলি অথবা চক্ষুবিন্দুর সারি দেখতে পাওয়া যায়। চক্ষুবিন্দুগুলি শিরামধ্যে অবস্থিত। স্ত্রী প্রকারে, উভয় ডানার নিম্নতলে চওড়া হলদেটে অথবা হলদে -বাদামী ডিসকাল বন্ধনি চোখে পড়ে। শুঙ্গ তামাটে; মাথা, বক্ষদেশ এবং উদর উপরতলে হলদে-বাদামী অথবা তামেটে এবং নিম্নতলে কালচে বাদামী বর্ণের।[৫]
আচরণ
সম্পাদনাকম দেখতে পাওয়া এই প্রজাতির উড়ান দ্রুত। ভূমি থেকে বেশ খানিকটা উপরে গাছের পাতায়, পাথর, পাথুরে দেওয়াল এবং কখনো মাটিতে বসে ডানা বন্ধ ও খোলা অবস্থায় এদের রোদ পোহাতে দেখা যায়। এই প্রজাতি ভিজে মাটি, কর্দমাক্ত জমি, পাথরের ভিজে ছোপে বসে অধিকাংশ ক্ষেত্রেই ডানা বন্ধ অবস্থায় মাড-পাডল করে। কখনো কখনো মাংসাশী পশুর বিষ্ঠা, মুত্র, মরা কাঁকড়া, ব্যাঙ এবং অন্যান্য মৃত প্রানীর দেহাবশেষ, পচা ফল ইত্যাদি উৎস থেকে এদের খাদ্যরস সংগ্রহ করতে লক্ষ্য করা যায় এবং এরা ফুলের মধু ও পান করে। নিচু উচ্চতাযুক্ত বনভূমিতে আগস্ট থেকে নভেম্বর মাসে এদের ওড়াওড়ি চোখে পড়ে এবং জঙ্গল পথের দহারে প্রায়শই এদের মাংসাশী পশুর বিষ্ঠায় অবস্থান করতে দেখা যায়।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Rhinopalpa C. & R. Felder, 1860" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
- ↑ Wynter-Blyth, M.A. (1957) Butterflies of the Indian Region, pg ২০৩.
- ↑ "Rhinopalpa polynice (Cramer, [1779]) – Wizard"। ১৩ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২০।
- ↑ Singh, I. J., & Chib, M. S. (2015). Checklist of butterflies of Bhutan. Journal of the Bhutan Ecological Society, 1(2), 22-58.
- ↑ ক খ Evans, W.H. (1927) The Identification of Indian Butterflies, pg 114.
- ↑ Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা 406। আইএসবিএন 978 019569620 2।