উইকিপিডিয়া আলোচনা:বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী

[দশম প্রতিষ্ঠাবার্ষিকী]
২০১৪
মূল কার্যসূচী আলোচনা বৃত্তি বাজেট কমিটি

উদ্যোগ

সম্পাদনা

২৭শে জানুয়ারী আসতে আর বেশি দেরী নেই। কোন ব্যবহারকারী এই বিষয়ে কি কি ভেবেছেন, আলোচনা শুরু করে দিলে ভালো হয়। বোধিসত্ত্ব (আলাপ) ১২:৩৫, ২ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আলোচনা/সিদ্ধান্ত

সম্পাদনা

নিশ্চয়ই সকলে অবগত আছেন যে, আগামী নভেম্বর ২০১৪ থেকে বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তির অনুষ্ঠান শুরু হচে যাচ্ছে। যদিও আক্ষরিকভাবে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী ২০১৪ সালের জানুয়ারীতে অনুষ্ঠিত হওয়া কথা ছিল, কিন্তু সেসময় বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায়, দশ বছর পূর্তির অনুষ্ঠানমালা এবছরের শেষের দিকে আয়োজন করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানের বিভিন্ন পরিকল্পনা, আলোচনা ইতোমধ্যে বেশ কয়েকটি মেইলিং লিস্টের থ্রেডে, উইকিমিটআপে সম্পন্ন হয়েছে। পরিকল্পনা এখনো শেষ হয়নি, চলছে। তবে সেসব আলোচনা মোতাবেক বাংলাদেশে দশ বছর পূর্তির অনুষ্ঠান নভেম্বরে শুরু হওয়ার কথা। যদিও অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল, তবে ঈদুল-আযহা, স্পন্সর যোগার, ফান্ড ম্যানেজ ইত্যাদি কারণে অনুষ্ঠান নভেম্বরে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

দশ বছর পূর্তির আলোচনা/সিদ্ধান্ত এই প্রকল্প পাতাটিতে লিপিবদ্ধ হওয়ার কথা থাকলে তা আসলে হয়নি। আমি তাই ইতোমধ্যে যেসব সিদ্ধান্ত, আলোচনা মেইলিং লিস্টে বা উইকিমিটআপে হয়েছে, সেগুলো এই প্রকল্প পাতায় লিপিবদ্ধ করছি। এগুলোর ব্যাপারে কারো কোন মতামত থাকলেও এখানে যোগ করতে পারেন। কিংবা নতুন কোন বিষয় নিয়ে আলোচনাও এখানে শুরু করতে পারেন।  – তানভির (আলাপ) ১৬:৪০, ৩০ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিটআপ ঢাকা ১৮-র সিদ্ধান্ত ও কার্যসূচীসমূহ

সম্পাদনা

গত ২২ আগস্ট ঢাকার এলিফ্যান্ট রোডের শেলটেক নিরিবিলিতে উইকি মিটআপ ঢাকা ১৮ অনুষ্ঠিত হয়। পুরাতন/নতুন মিলিয়ে ২৫ জন উইকিপিডিয়ান মিটআপে উপস্থিত ছিলেন। মিটআপে বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তির আয়োজনের ব্যাপারে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়ঃ

সাধারণ সিদ্ধান্তসমূহ

১. উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারে সদস্য গ্রহণ চালুর সিদ্ধান্ত নেয়া হয়। সাধারণ সদস্য ও অ্যাসোসিয়েট সদস্য ক্যাটাগরিতে সদস্য গ্রহণ করা হবে। সদস্যদের ১০০ টাকা দিয়ে নাম অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়াও সাধারন সদস্যদের বার্ষিক চাদা ৫০০ টাকা ও অ্যাসোসিয়েট সদস্যদের চাদা ১০০ টাকা গ্রহণ করা হবে।

২. সদস্য নিবন্ধন ফি সংগ্রহের জন্য বিক্যাশ অ্যাকাউন্ট চালুর সিদ্ধান্ত নেয়া হয়। অনলাইন ও ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ সংগ্রহের প্রস্তাব করা হয়।

৩. স্কুল ও কলেজগুলোতে অ্যাক্টিভেশন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

৪. চ্যাপ্টারের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কার্যসূচীসমূহ

১. দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এমন উইকিপিডিয়ানদের সম্মাননা দেয়া।

১.১ উদযাপন নিয়ে বিশেষ প্রকাশনার পরিকল্পনা নেয়া যায় কিনা তা ভাবা হচ্ছে।

১.২ ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা জানান দেয়।

২. কলকাতার উইকিপিডিয়ানদের সমন্বয়ে ১০ বছর উদযাপন অনুষ্ঠানের প্ল্যান করা। বাংলাদেশ ও ভারতে দুটো আলাদা অনুষ্ঠান করে সমাপনী অনুষ্ঠান বাংলাদেশে করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করা।

৩. ফটোওয়াক প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত হয়।

৪. তিনমাস ব্যাপী অনুষ্ঠান পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। জিমি বাংলাদেশে আসতে পারে বলে সে হিসেবে দিনক্ষনের হিসেব করা।

৫. একটি বিশেষ ডকুমেন্টারি করার পরিকল্পনা নেয়া হয়।

৬. ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ১০টি ক্যাম্পেইন করার পরিকল্পনা।

৭. উইকিপিডিয়ার ব্যবহারকারী বাড়ানোর জন্য স্কুলগুলোতে ক্যাম্পেইন করার উদ্যোগ।

৮. নতুন উইকিপিডিয়ানদের জন্য উইকিপিডিয়া কন্ট্রিবিউটর ডে করার পরিকল্পনা।

৯. কন্ট্রিবিউটর ডে, ফটোওয়াক আয়োজনের জন্য কমিটি করা হয়েছে। উইকিপিডিয়া কন্ট্রিবিউটর ডে নিয়ে বেলায়েত ভাই, হাছিব ভাই ও সজীব মিয়াকে নিয়ে একটি প্রাথমিক কমিটি করা হয়েছে। ফটোওয়াকের জন্য তানভীর মোর্শেদ, নাহিদকে কমিটি করা হয়েছে।

১০. উইকিপিডিয়া জিরো নিয়ে অ্যাক্টিভেশন চালানো।

১১. দুদিনের গ্র্যান্ড সেলিব্রেশন নিয়ে বেলায়েত ভাইকে পরিকল্পনা গ্রহণের আহ্ববান জানানো হয়েছে। এই উদযাপনে সব অ্যাডমিনকে নিয়ে কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১২. এছাড়াও অ্যাকটিভেশন কমিটি ও গ্র্যান্ট কমিটি তৈরি করা হয়েছে।

১৩. পরবর্তী মিটিংয়ের দিন ঠিক করা হয়েছে শনিবার, ৬ সেপ্টেম্বর ২০১৪।

সভা সমূহের নিয়মিত তথ্য

সম্পাদনা

পরবর্তী মিটিং সমূহের নিয়োমিত আপডেট এখানে দেয়া প্রত্যাশিত। অন্যথায় তা যেখানে পাওয়া যাবে তার একটি লিংক দেয়া যেতে পারে। Sufidisciple (আলাপ) ২০:৫৫, ৯ অক্টোবর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কিত তথ্য আশা করি এখানেই পাবেন। আর প্রতি ১/২ মাস অন্তর অন্তর যে সভা হয় তার বিস্তারিত আপনি wp:সম্মিলন-এ পাবেন --আফতাব (আলাপ) ২২:৪৩, ৯ অক্টোবর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

সংশোধনের জন্য দৃষ্টি আকর্ষণ

সম্পাদনা
ধন্যবাদ রাফায়েল ভাই, ভুলটি আমি সংশোধন করে দিয়েছি।  – তানভির (আলাপ) ১৯:২২, ২২ অক্টোবর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

বৃত্তি ভিসা পরিবর্তন

সম্পাদনা

বন্ধুরা,

আপনারা নিশ্চই জেনে গেছেন, তাও বলি বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী সন্মেলন কলকাতা দিন পরিবর্তন করা হয়েছে। আমাদের মূল সন্মেলন হবে ০৯ ও ১০ জানুয়ারি ২০১৫ তারিখে। ইতি মধ্যে আপনারা যারা বৃত্তির জন্য আবেদনে সাড়া দিয়েছে, তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা একমাস সন্মেলন পিছিয়ে দিলেও বৃত্তির সময় পিছানো সম্ভব হচ্ছে না। কারন ভিসা সংক্রান্ত কিছু সমস্যা সামনে আসায়, আমরা আবেদনের শেষ দিন ২০শে নভেম্বর ২০১৪ রেখে দেওয়া হল। এমনটা শোনা গেছে যে ভিসার আবেদন জমা দেবার দিন পেতে সময় লাগছে, বা অন লাইনে স্যাটাস জানা যাচ্ছে না ইত্যাদি। আপনারা আপনাদের আবেদন এখানে [১] করবেন। ভিসা সংক্রান্ত আরো বিস্তারিত জানতে পারবেন, যারা ইতিপূর্বে ভারতে বিভিন্ন কাজে এসেছেন।


আপনাদের অনুরোধ ওই তারিখের মধ্যে আপনার আবেদন করুন এখানে [২]। যাতে আয়োজক কমিটি আপনাদের কাছে নিমন্ত্রন পত্র ২৫ নভেম্বরের মধ্যে পাঠিয়ে দিতে পারেন, যা আপনাদের ভিসা পেতে সাহায্য করবে। আপনার যদি ১লা ডিসেম্বর ও ভিসার আবেদন করেন , আপনার ১মাসের বেশি সময় পাবেন ভিসার কাজকে এগিয়ে নিয়ে যেতে। ভারতীয় বাংলা উইকিপিডিয়ানদের জন্যও বৃত্তির ব্যবস্থা করা হয়েছে এখানে। [২] [১] https://indianvisaonline.gov.in/ [২] https://bn.wiki.x.io/wiki/WP:BN10/scholarship


---জয়ন্ত (আলাপ - অবদান) ০৮:৫৪, ১৬ নভেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

আমি দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে চাই

সম্পাদনা

আমি নতুন উইকিপিডিয়া ব্যবহারকারী। কিছুদিন যাবত ব্যবহার করছি। বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী দেখে উৎসাহিত হয়েছি। আমি ব্যক্তিগত ভাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাই। আমার ভারতীয় ভিসা আছে। তাছাড়া কলকাতায় যাওয়া আসা আছে। কিন্তু একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে কিভাবে অনুষ্ঠানে যোগদিব/দেয়ার সুযোগ আছে কিনা ? এই সর্ম্পকিত প্রশ্নের উত্তর চাই। আমার ধারণা উক্ত অনুষ্ঠানে যোগদিলে আমি উইকিপিডিয়া সর্ম্পকে আরো বিশদ আকারে জানতে পারব। তাছাড়া একজন সমাজকর্মী হিসেবে গতবছর আমি ভারতীয় সরকারের আমন্ত্রনে (সরকারী সফরে) ভারত ভ্রমন করেছিলাম। তখন আমাদেরকে ইনফোসিস এর হেড অফিস (ব্যাঙ্গালুরু) ভিজিট ও কনফারেন্স ছিল। তাছাড়া প্রযুক্তিদিকে আমার বরাবরই আগ্রহ ছিল। তাই আমি স্ব-উদ্যেগেই উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাই। তার জন্য আমাকে কি করতে হবে কেউ আমাকে জানালে বাধিত থাকব। — Sporsha (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ব্যবহারকারী:Sporsha, আপনি এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশনের শর্তগুলি পড়ে এই লিঙ্কে রেজিস্টার করুন এবং ০৯ ও ১০ জানুয়ারি ২০১৫, ভারতের অনুষ্ঠানে যোগদানের জন্য ভিসার অ্যাপ্লাই করুন। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৪:৩৭, ২২ নভেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
"বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী" প্রকল্প পাতায় ফিরুন।