উইকিপিডিয়া আলোচনা:নিবন্ধের শিরোনাম

সাম্প্রতিক মন্তব্য: Sbb1413 কর্তৃক ১ বছর পূর্বে "নিয়মে অসঙ্গতি" অনুচ্ছেদে

নিয়মে অসঙ্গতি

সম্পাদনা

এই নিয়ম পাতার "নানা রকম স্থানীয় বাংলা" অংশে লেখা আছে "বিভিন্ন দেশি-বিদেশি বাংলা শব্দের বানান লেখার সময় পূর্ববাংলা বা বাংলাদেশের জাতীয় প্রমিত বানান রীতি ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার প্রমিত বানান রীতিতে ভিন্নতা থাকতে পারে; উদাহরণস্বরূপ, রং এবং রঙ উভয় বানানই গ্রহণযোগ্য এবং এদের বিভিন্ন নিবন্ধের শিরোনামে ভিন্নভিন্ন বানান রীতিতে পাওয়া যায় (যেমন, রংপুর এবং রঙের অবস্থা)।" কিন্তু এই লেখাটি আমাদের উইকিপিডিয়া:বাংলা বানানের নিয়ম পাতার সঙ্গে সঙ্গত নয়। সেখানে লেখা আছে "শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার (ং) ব্যবহৃত হবে। ...তবে অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ঙ হবে।" --এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৯:১৯, ২১ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

যেহেতু উইকিপিডিয়া:বাংলা বানানের নিয়ম নিবন্ধটি বাংলা একাডেমীর গ্রন্থের উপর রচিত এবং রংপুররঙের অবস্থা (লাল লিঙ্ক) নিবন্ধ দুটির বানান নিয়লের সঙ্গে সঙ্গত, সেহেতু আমি নিজেই লেখাটাকে মুছে দিলাম। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১০:০৩, ২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"নিবন্ধের শিরোনাম" প্রকল্প পাতায় ফিরুন।