উইকিপিডিয়া আলোচনা:এ মাসের নির্বাচিত নিবন্ধ
সাম্প্রতিক মন্তব্য: Bellayet কর্তৃক ১৬ বছর পূর্বে
কোন দ্বিমত থাকলে এখানে আলাপ করুন। -- মুহাম্মদ ০৬:১৭, ২৯ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)
- আমি আগেও এটি স্থগিত করার পক্ষে ছিলাম, এখনও তাই। বেশ কিছু নির্বাচিত নিবন্ধের একটি পুল ছাড়া আমি এ সেকশনটি চালু করার পক্ষপাতি নই। আর এখনও নির্বাচিত নিবন্ধের, এমন কি ভাল নিবন্ধের কোন মানদন্ড বাংলা উইকিপিডিয়ায় নেই। আমার পক্ষ থেকে আমি অনুরোধ করবো বাংলা উইকিপিডিয়ার ভাল নিবন্ধ এবং নির্বাচিত নিবন্ধ সম্পর্কিত নীতি বা পলিসি ঠিক করে তবেই এ ধরনের সেকশন চালুর দিকে নজর দিতে। মুহাম্মদকে এ আলোচনা আমি প্রশাসকদের আলোচনাসভাতে সরিয়ে নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করছি। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১২:৫৭, ২৯ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)
- আমি অবশ্য শুরু করার পক্ষে। শুরু না করলে কখনো তা বিকষিত হবে না। তবে একটা নীতি থাকলে ভাল। ইংরেজীর নীতিমালাটি একজন এখানে প্রস্তাব করে দিন। তারপর আমরা ঠিক করে ফেলতে পারবো। আর সত্যজিৎ রায়তো আছে। ফলে দুই মাস সময় পাবো। এই মাসের মধ্যে আমি নিজে বসুর ব্যাপারটা শেষ করবো। আর মাসজুড়ে প্রত্যেকে একটা করে নিান্ধ আমরা ধরতে পারি। মাস শেষে তাইলে গোটা কতক হাতে থাকবে। Munirhasan