উইকিপিডিয়া আলোচনা:উইকিপিডিয়ায় ব্যবহৃত শব্দসমূহ

সাম্প্রতিক মন্তব্য: 37.111.242.146 কর্তৃক ৮ মাস আগে "হুশিয়ার সঠিক বানান" অনুচ্ছেদে

কিছু শব্দ রূপান্তরের প্রস্তাবনা

সম্পাদনা

নিচে আমি কিছু শব্দ যা রূপান্তরের প্রস্তাব রাখছি। কোন শব্দে সমস্যা থাকলে এ পাতাতেই জানান। প্রতিটি লাইনে প্রথম শব্দটি হল ভুল বা বিকল্প বানান এবং দ্বিতীয়টি হল যে শব্দে বা বানানে তা রূপান্তর করা হবে।

  • ভবিষ্যত - ভবিষ্যৎ
  • প্রশিক্ষন - প্রশিক্ষণ
  • লক্ষী - লক্ষ্মী
  • সাক্ষাত - সাক্ষাৎ
  • তাতক্ষণিক - তাৎক্ষণিক
  • সূক্ষ - সূক্ষ্ম
  • সার্বক্ষনিক - সার্বক্ষণিক
  • শিক্ষার্থি - শিক্ষার্থী
  • যক্ষা - যক্ষ্মা
  • আহবান - আহ্বান
  • আহবানে - আহ্বানে
  • জিহবা - জিহ্বা
  • একাউন্ট - অ্যাকাউন্ট
  • এম্বুলেন্স - অ্যাম্বুলেন্স
  • এথলেট - অ্যাথলেট
  • এথলেটিক - অ্যাথলেটিক
  • আইণ - আইন
  • আইনে - আইনে
  • আদমশুমারী - আদমশুমারি
  • আদমসুমারি - আদমশুমারি
  • আমদানী - আমদানি
  • আসামী - আসামি
  • কূপন - কুপন
  • কেরানী - কেরানি
  • কোম্পানী - কোম্পানি
  • কম্পানী - কোম্পানি
  • কোরবানী - কোরবানি
  • গরীব - গরিব
  • গীর্জা - গির্জা
  • টেকনোলজী - টেকনোলজি
  • দফতর - দপ্তর
  • দরুণ - দরুন
  • নথী - নথি
  • পিয়াজ - পিঁয়াজ
  • পোষ্টকার্ড - পোস্টকার্ড
  • পোষ্টমাস্টার - পোস্টমাস্টার
  • ফেরারী - ফেরারি
  • বাদামী - বাদামি
  • সরকারী - সরকারি
  • বেসরকারী - বেসরকারি
  • মেরুণ - মেরুন
  • লাইব্রেরী - লাইব্রেরি
  • জানুয়ারী - জানুয়ারি
  • ফেব্রুয়ারী - ফেব্রুয়ারি
  • অগাস্ট - আগস্ট
  • আগষ্ট - আগস্ট
  • সেপ্টেম্বার - সেপ্টেম্বর
  • অক্টোবার - অক্টোবর
  • নভেম্বার - নভেম্বর
  • ডিসেম্বার - ডিসেম্বর
  • শরীয়ত - শরিয়ত
  • সোসাইটী - সোসাইটি
  • সেক্রেটারী - সেক্রেটারি
  • হুশিয়ার - হুঁশিয়ার
  • এসোসিয়েসন - এসোসিয়েশন
  • সেঞ্চুরী - সেঞ্চুরি
  • কর্পোরেসন - কর্পোরেশন
  • অক্ষুন্ন - অক্ষুণ্ন
  • অগ্রনী - অগ্রণী
  • অগ্রনি - অগ্রণী
  • অগ্রণি - অগ্রণী
  • অরন্য - অরণ্য
  • আনবিক - আণবিক
  • আরোহন - আরোহণ
  • আরহন - আরহণ
  • উচ্চারন - উচ্চারণ
  • উদাহরন - উদাহরণ
  • করন - করণ
  • গন - গণ
  • জীবানু - জীবাণু
  • তরুন - তরুণ
  • ঘর্ষন - ঘর্ষণ
  • ঘর্ষনে - ঘর্ষণে
  • নারায়ন - নারায়ণ
  • পরিবহন - পরিবহণ
  • পরিবহনে - পরিবহণে
  • পরীক্ষন - পরীক্ষণ
  • পরিক্ষণ - পরীক্ষণ
  • পরিক্ষন - পরীক্ষণ
  • প্রানী - প্রাণী
  • বানিজ্য - বাণিজ্য
  • বর্ননা - বর্ণনা
  • বর্ণালী - বর্ণালি
  • ব্রাহ্মন - ব্রাহ্মণ
  • লক্ষ্মন - লক্ষ্মণ
  • মিশ্রন - মিশ্রণ
  • মিশ্রনে - মিশ্রণে
  • শ্রাবন - শ্রাবণ
  • ঝরণা - ঝরনা
  • ধরণ - ধরন
  • কোষধক্ষ - কোষাধ্যক্ষ
  • ধর্ষন - ধর্ষণ
  • পরিসেবা - পরিষেবা
  • মনিষী - মনীষী
  • মহর্ষী - মহর্ষি
  • মুমুর্ষু - মুমূর্ষু
  • মূমুর্ষু - মুমূর্ষু
  • পঞ্জীকা - পঞ্জিকা
  • শ্রদ্ধাঞ্জলী - শ্রদ্ধাঞ্জলি
  • পান্ডুলিপি - পাণ্ডুলিপি
  • গ্রন্থী - গ্রন্থি
  • রেস্তোরা - রেস্তোরাঁ
  • বহির্প্রকাশ - বহিঃপ্রকাশ
  • বহির্সংযোগ - বহিঃসংযোগ
  • ইহুদী - ইহুদি
  • পাকিস্তানী - পাকিস্তানি
  • টেষ্ট ম্যাচ - টেস্ট ম্যাচ
  • লক্ষহীন - লক্ষ্যহীন
  • সাক্ষ - সাক্ষ্য
  • জলোচ্ছাস - জলোচ্ছ্বাস
  • প্রতিদ্বন্দী - প্রতিদ্বন্দ্বী
  • প্রতিদন্দ্বী - প্রতিদ্বন্দ্বী
  • প্রতিদন্দী - প্রতিদ্বন্দ্বী
  • প্রতিদ্বন্দ্বি - প্রতিদ্বন্দ্বী
  • উত্তীর্ন - উত্তীর্ণ
  • সত্বা - সত্ত্বা
  • ত্বরন - ত্বরণ
  • স্বত্ত্ব - স্বত্ব
  • অন্তসত্ত্বা - অন্তঃসত্ত্বা
  • ভ্রাতৃত্ত্ব - ভ্রাতৃত্ব
  • রাজত্ত - রাজত্ব
  • রাজত্ত্ব - রাজত্ব
  • কর্তৃত্ত্ব - কর্তৃত্ব
  • পল্লি - পল্লী
  • ঝিল্লী - ঝিল্লি
  • স্বত্তাধিকারী - স্বত্বাধিকারী
  • স্বত্ত্বাধিকারী - স্বত্বাধিকারী
  • সত্বাধিকারী - স্বত্বাধিকারী
  • সতন্ত্র - স্বতন্ত্র
  • সদেশ - স্বদেশ
  • সনামধ্যন - স্বনামধন্য
  • সনির্ভর - স্বনির্ভর
  • সয়ংক্রিয় - স্বয়ংক্রিয়
  • অগ্রীম - অগ্রিম
  • গ্রীস - গ্রিস
  • বৃটিশ - ব্রিটিশ
  • বৃহষ্পতি - বৃহস্পতি

--বেলায়েত (আলাপ | অবদান) ১০:৪৫, ১৭ জুন ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

পল্লি/পল্লী - দুইই রাখুন। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানান অভিধান বলছে, দুটিই ঠিক। অন্যগুলির ক্ষেত্রে কোনো আপত্তি নেই। ধন্যবাদ --অর্ণব দত্ত ১৬:২০, ১৭ জুন ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

সরকারী বানানটিই সর্বত্র ব্যবহৃত হয়, তাই না? অন্ততঃ বাংলাদেশের যাবতীয় "সরকারী" প্রতিষ্ঠানের অফিশিয়া নামের ক্ষেত্রে "সরকারী"" বানানটিই রয়েছে। যেমন "চট্টগ্রাম সরকারী কলেজ"। সরকারি-তে একাডেমীর সুপারিশ থাকলেও "সরকারী" বানানটি এখনো সর্বত্র প্রচলিত। "পাকিস্তানী" বানানটিও সর্বত্র চালু। কোরবানীও।বর্ণালী শব্দটি পদার্থবিদ্যার বইতে পড়েছি বলে মনে হয়। কাজেই ঈ-ই পরিবর্তন কেবল ইংরেজি শব্দের ক্ষেত্রেই আপাতত করলে ভালো হয়। --রাগিব (আলাপ | অবদান) ১৯:১২, ১৭ জুন ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
কারণ পশ্চিমবঙ্গে যাবতীয় সরকারি প্রতিষ্ঠানের নামে সরকারি বানানটি প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত। আভিধানিকভাবে পাকিস্তানি বানানটিও স্বীকৃত। তাই এই দুটি ক্ষেত্রে ই-কারও বিকল্পে রাখা হোক। আমি অবশ্য বাংলাদেশি বানানটির বিরোধিতা করি, কারণ বাংলাদেশীরা নিজেরা এই বানানে ঈ-কার ব্যবহার করেন। কোরবানী ইত্যাদি আরবি-ফারসি-উর্দু বানানের একাধিক বিকল্প চোখে পড়ে। একটি উদাহরণ হজ বানানটি; এটি হজ্ব-ও লেখা হয়। পশ্চিমবঙ্গের মুসলমানেরা হজ/হজ্ব দুইই ব্যবহার করেন। এইসব ক্ষেত্রে সকল রূপান্তরগুলিকেই স্বীকৃতি দেওয়া ভাল। আকাদেমির বিধানে বর্ণালি শুদ্ধ। সেক্ষেত্রে বর্ণালীর বিকল্প বানানে বর্ণালি রাখা যেতে পারে। --অর্ণব দত্ত ০১:৪৮, ১৮ জুন ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

সঠিক বানান

সম্পাদনা

স্বত্তাধিকারী / স্বত্বাধিকারী সঠিক বানান কোনটি 103.155.99.34 (আলাপ) ০৯:২২, ২১ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

স্বত্বাধিকারী সঠিক কারণ এটা মালিকানা বুঝায়। 103.230.104.56 (আলাপ) ০৬:১২, ১৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ফেরারী/ফেরারি সঠিক বানান 119.148.61.105 (আলাপ) ০৮:১৮, ৩ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

হুশিয়ার সঠিক বানান

সম্পাদনা

হুশিয়ার সঠিক বানান 37.111.242.146 (আলাপ) ০৮:১৪, ৩০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপিডিয়ায় ব্যবহৃত শব্দসমূহ" প্রকল্প পাতায় ফিরুন।