কিভাবে উইকিপিডায়ার একটি ইংরেজী পেজ অনুবাদ করবো বাংলা ভাষায় ?

সম্পাদনা

--Kawsar Siddiqui (আলাপ) ২০:২০, ৬ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি প্রথমে ঠিক করুন কোন নিবন্ধ অনুবাদ করবেন। এটা ইংরেজি উইকি থেকে দেখে নিন। এবার বাংলা উইকি-তে সেই নিবন্ধের বাংলা নাম বা সেই নাম দিয়ে, মোট কথা বাংলা উইকি-তে সার্চ করে নিশ্চিত হয়ে নিন ঐ নিবন্ধ টি বাংলা উইকি-তে নেই। এবার যদি দেখেন ঐ নিবন্ধটি নেই তবে অনুবাদ শুরু করুন। এছাড়াও কোন নিবন্ধ এই উইকি-তে আছে কিন্তু সম্পূর্ণ নয় তবে আপনি সেটাও ইংরেজি উইকি থেকে অনুবাদ করতে পারেন। ধন্যবাদ। --প্রত্যয় (স্বাগতম) ১৫:১২, ১৬ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ করতে গিয়ে কিছু অসুবিধের সম্মুখিন

সম্পাদনা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নিবন্ধ লেখার প্রতিযোগিতায় কাজ করতে গিয়ে কিছু অসুবিধে হচ্ছে। ইংরেজি থেকে বাংলা অনুবাদের সময় দুই ভাষার লাইনগুলো সবসময় পাশাপাশি থাকছেনা। হয়তো কারিগরি দিকটা এখনো সেভাবে রপ্ত করতে পারিনি, তাই এরকম ঘটছে। এব্যাপারে সহায়তা করলে উপকৃত হতে পারি। ধন্যবাদসহ, Sumasa sukan (আলাপ) ০৫:০৩, ২ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

১. ইউকিপিডিয়াতে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে কী কী করা প্রয়োজন

সম্পাদনা

Naee871 (আলাপ) ০৩:২২, ১৯ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"অনুবাদ" প্রকল্প পাতায় ফিরুন।