উইকিপিডিয়া:সম্মিলন
(উইকিপিডিয়া:MU থেকে পুনর্নির্দেশিত)
উইকিপিডিয়ানদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও নতুনদের আগ্রহী করে তুলতে বিশ্বের অন্যান্য দেশের মত নিয়মিতভাবে বাংলাদেশ এবং ভারতের কলকাতার বিভিন্ন স্থানে বাংলা উইকিপিডিয়ানদের মুখোমুখি সম্মিলন ঘটে। এ পাতাটি এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এর উপপাতাসমূহ প্রতিটি অনুষ্ঠান আয়োজনের বিষয়াদি চূড়ান্ত করতে ব্যবহৃত হয়। এই পাতাতে পূর্ববর্তী সম্মিলনসহ আসন্ন সম্মিলন সম্পর্কে তথ্য পাওয়া যাবে। ২০১৬ সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত সম্মিলনসমূহ উইকিমিডিয়া বাংলাদেশের নথিপত্রের ওয়েবসাইটের মিটআপ পাতাটিতে লিপিবদ্ধ করা হয়ে থাকে। বাংলাদেশের সম্মিলনগুলোর ক্ষেত্রে মিটআপ পাতাটি ব্যবহার করুন।
বিভিন্ন স্থানে আয়োজিত উইকিসম্মিলন
সম্পাদনাকার্যপদ্ধতি
সম্পাদনা- স্থানীয় উইকিপিডিয়ানদের সম্মিলনের জন্য আমন্ত্রন জানান।
- সম্মিলন আয়োজনের জন্য উইকিপিডিয়া:সম্মিলন পাতার একটি উপপাতা তৈরি অথবা ব্যবহার করুন। বাংলাদেশের সম্মেলনের ক্ষেত্রে উইকিমিডিয়া বাংলাদেশের নথিপত্রের ওয়েবসাইটের মিটআপ পাতাটি ব্যবহার করুন।
- সর্বসাধারণের নিমন্ত্রণের জন্য {{উইকিপিডিয়া:সম্মিলন/ঢাকা/নিমন্ত্রণ}} এর মত একটি টেমপ্লেট তৈরি করুন।
- উইকিপিডিয়ান ছাড়াও অন্যদের সম্মিলনের জন্য নিমন্ত্রণ জানান।
- উইকিপিডিয়া ছাড়াও অন্য মাধ্যমে উইকিপিডিয়ান নয় এমন ব্যবহারকারীদের মধ্যে সম্মিলন সম্পর্কে প্রচারণা চালান।
- অংশগ্রহণকারীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করুন।
- সম্মিলনের স্থান নির্ধারণ করুন।
- উইকিপিডিয়ানদের একটি তালিকা করুন যারা ভবিষ্যতে এবং নিয়মিত ভাবে নির্ধারিত স্থানে সম্মিলনের অংশ নিতে চান।
আগামী সম্মিলনসমূহ
সম্পাদনাআগামী সম্মিলনসমূহের সময়সূচী
সম্পাদনাঢাকা +/- | |
---|---|
ঢাকা ১ | ১২ নভেম্বর ২০১০ |
ঢাকা ২ | ১২ নভেম্বর ২০১০ |
ঢাকা ৩ | ১২ নভেম্বর ২০১০ |
ঢাকা ৪ | ১২ নভেম্বর ২০১০
|
কলকাতা +/- | |
কলকাতা ১ | ১১ ডিসেম্বর ২০১০
|
উইকিপিডিয়া:সম্মিলন |
ছবি
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনা- মেটা সম্মিলন (ইংরেজি)
- উইকিপিডিয়া সম্প্রদায়
- মিটআপ (বাংলাদেশ)
- ইভেন্টের নিরাপদ রাখা (ইংরেজি)
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে সম্মিলন সংক্রান্ত মিডিয়া রয়েছে।
উইকিমিডিয়া কমন্সে বাংলাদেশে উইকিপিডিয়া সম্মিলন সংক্রান্ত মিডিয়া রয়েছে।
উইকিমিডিয়া কমন্সে কলকাতায় উইকিপিডিয়া সম্মিলন সংক্রান্ত মিডিয়া রয়েছে।