উইকিপিডিয়া:নির্বাচিত তালিকা

(উইকিপিডিয়া:Featured lists থেকে পুনর্নির্দেশিত)

উইকিপিডিয়ায় নির্বাচিত তালিকা

এই তারকাটি উইকিপিডিয়ায় নির্বাচিত বিষয়ের প্রতীক।
এই তারকাটি উইকিপিডিয়ায় নির্বাচিত বিষয়ের প্রতীক।

নির্বাচিত তালিকা হলো সেইসব নিবন্ধ, যা উইকিপিডিয়ার সম্পাদক ও ব্যবহারকারীদের মতে সেরা তালিকার মধ্যে পড়ে। এই পাতায় তালিকাভুক্ত হওয়ার পূর্বে, তালিকাসমূহ প্রস্তাবিত নির্বাচিত তালিকা পাতায় নির্বাচিত তালিকার মানদণ্ড অনুযায়ী কার্যকারিতা, পরিপূর্ণতা, যথাযথতা, নির্ভরযোগ্যতা, নিরপেক্ষতা, রচনাশৈলী এবং গদ্য যাচাইকৃত হয়ে থাকে।

বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় সর্বমোট ০৪টি নির্বাচিত তালিকা রয়েছে। নির্বাচিত তালিকাগুলি ঐসব নিবন্ধের পাতার উপরে ডান দিকে একটি ক্ষুদ্র তারকা চিহ্ন () দ্বারা নির্দেশিত থাকে। সর্বশেষ নির্বাচিত তালিকার জন্য, নির্বাচিত লগ দেখুন। যে সকল তালিকা ইতোমধ্যে আর মানদণ্ড পূরণ করছে না সেগুলি নির্বাচিত তালিকা অপসারণের প্রস্তাবনা পাতার মাধ্যমে নির্বাচিত তালিকা থেকে অপসারণের জন্য প্রস্তাব করা যেতে পারে।

নির্বাচিত সূচিপত্র:

নির্বাচিত তালিকা সরঞ্জাম:

বিষয়বস্তু