উইকিপিডিয়া:ব্যবহারকারীর অভিজ্ঞতালব্ধ মতামত
উইকিপিডিয়া ব্যবহারে যেসকল ক্ষেত্রে আপনি সমস্যা পরিলক্ষিত করেন তা ইউজার এক্সপেরিয়েন্স টিমকে জানানোর জন্য আপনি এই পাতায় আমাদের জানান। আমরা ইতিমধ্যেই অনেক সমস্যা ও ইচ্ছা সম্মন্ধে জেনেছি, কিন্তু আমরা আরো সহজ ও কম অনানুষ্ঠানিকভাবে আপনার মতামত বা গল্প জানার ও জানানোর জন্য এই পাতাটিকে সাজিয়েছি।
আমরা আপনার পরিকল্পনাকে স্বাগত জানাই, কিন্তু অনুগ্রহ করে সম্ভাব্য সমাধান নিয়ে চিন্তার চেয়ে কোনো বিষয়ের সমস্যার প্রতি নজর দিন। আপনি যদি কোনো সমাধান বা নতুন কোনো সুবিধা প্রস্তাব করতে চান, তবে অনুগ্রহপূর্বক আমাদের জানান যে ঠিক কোন সমস্যাটিকে তা সমাধান করবে।
আপনার গল্প আমাদের জানান; জানান কোন বিষয়গুলো আপনাকে হতাশ করেছে। আমরা মনোযোগের সাথে আপনার মতামত পড়বো, এবং যতোটা সম্ভব তার প্রতিকার করার চেষ্টা করবো।
- অন্যান্য ভাষাসমূহের তালিকাটি একবার কলাপস করে রাখলে তা স্বয়ংক্রিয়ভাবে ঐ কম্পিউটারের জন্য পরবর্তীতে মনে রাখার কথা। এবং পরবর্তী সময়গুলোতে তা কলাপস অবস্থায় থাকার কথা ছিলো। কিন্তু একটি বাগ থাকার কারণে তা সম্ভব হচ্ছিলো না। গতকাল (১ জুলাই, ২০১০) বাগটি ফিক্স করা হয়েছে। এখন বাম পাশের কলামের প্রতিটি কলাপসিবল মেনু একই ভাবে ব্যবহারকারীরা ইচ্ছানুযায়ী কলাপস করতে পারবেন, এবং একবার করলে অবস্থাটি ঐ কম্পিউটারের জন্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে সংরক্ষিত হবে।