উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/CosMos bot
অবদান • সম্পাদনা সংখ্যা • বৈশ্বিক সম্পাদনা সংখ্যা • লগ • বাধা দান • বাধাদানের লগ • অধিকার লগ • ফ্ল্যাগ অনুমোদন
- নাম: CosMos bot
- পরিচালক: [[::User:Rahul amin roktim|Rahul amin roktim]]
- কাজ: নিবন্ধ ঠিক করণ, বানান শুদ্ধ করা, আলাপ পাতা তৈরি, সম্ভাবনাময়য় সব কিছু করা সম্ভব ।
- প্রোগ্রামিং ভাষা: Visual Basic .NET
- সম্পাদনার মোড: ম্যানুয়াল
- সম্পাদনার হার: 10
- বিস্তারিত: এই বটের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব কারন এটির সম্পূর্ণ আমার তৈরি ।
~ Rahul amin roktim (talk) ১১:০২, ৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
আলোচনা
সম্পাদনাঅপেক্ষা করুন। প্রিয় রাহুল অনুগ্রহ করে নিজস্ব অ্যাকাউন্ট থেকে বট পরিচালনা থেকে বিরত থাকুন। আমি লক্ষ্য করছি আপনি আপনার নিজস্ব অ্যাকাউন্ট থেকে বট স্ক্রিপ্ট পরিচালনা করে মিনিটে সর্বোচ্চ ১০টি সম্পাদন করেছেন যা সাম্প্রতিক পরিবর্তন পাতাকে ফ্লাড করে। অনুগ্রহ করে এ ধরনের কাজ থেকে বিরত থাকুন। এছাড়াও বটটি সম্পাদনা সঠিক নয়। যেমন: এখানে বটটির সম্পাদনা সারাংশ বলছে অংগ বানান ঠিক করছে কিন্তু বাস্তবে সে তা করেনি। আপনি নিজেও যদি করে থাকেন তবে সম্পাদনাটি ভুল হয়েছে। প্রথমত <ref/> এর পর স্পেস হয় যা বট মুছে ফেলেছে। এছাড়াও সেকশন হেডিংয়ে লেখার আগে স্পেস রাখা স্ট্যান্ডার্ড যা বটটি মুছে ফেলেছে। আমি আশা করবো আপনি বটটির স্ক্রিপ্ট পরীক্ষা করে দেখবেন আর এই সম্পাদনাগুলো পরীক্ষা করে আগের অবস্থায় ফিরিয়ে আনুন। আর আলাপ পাতার তৈরির জন্য অন্যান্য বট কাজ করছে তাই এ মুহুর্তে এটির প্রয়োজন নেই। — তানভির • ১৬:১৩, ১৫ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
- মন্তব্য - একদম নতুন ব্যবহারকারীকে বট অনুমোদন দেওয়ার পক্ষে আমার মত নেই। রাহুল একদন নতুন ব্যবহারকারী ও উইকিতে কাজ করার অভিজ্ঞতাও নেই বললেই চলে। এরমধ্যেই উনি অনুমোদন না নিয়ে বট চালিয়ে বেশ কয়েকটি অপ্রয়োজনীয় সম্পাদনা করেছেন, যা এখনো ঠিক করা হয়নি। বট অনুমোদনের বিপক্ষে আমার মত রইল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৪০, ১৫ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
- করা হয়নি ব্যবহারকারী অপেক্ষাকৃত নতুন ও উইকিপিডিয়ার স্ট্যান্ডার্ড ম্যানুয়াল অফ স্টাইল সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই।
- তদুপরি উনার উল্লেখিত কাজের জন্য অন্যন্য সক্রিয় বট রয়েছে। — তানভির • ০৫:২১, ১৯ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
@Wikitanvir: -- আমার বটের ভুল সম্পাদনার হার অনেক কমিয়ে আনা হয়েছে ।