উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Ragib (ব্যুরোক্র্যাট)
- নিচের আলোচনাটি ব্যুরোক্র্যাটশিপের একটি সফল আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
Ragib (ব্যুরোক্র্যাট) (Bureaucrat)
- (ভোট গণনাফল - ৮/০/০)
আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক, বর্তমানে আমার সম্পাদনার সংখ্যা ৫১৫০+ (Edit count: 5150+)। বিগত কয়েকমাস ধরে বাংলা উইকিপিডিয়াকে অগ্রসর করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই উইকিপিডিয়াতে বর্তমানে কোন ব্যুরোক্র্যাট নাই, যদিও ৪ জন প্রশাসক আছে। নতুন প্রশাসক নির্বাচন, যোগ করা, ইত্যাদি কাজে এখনও আমাদের meta wikiতে গিয়ে আবেদন পেশ করতে হচ্ছে। যেহেতু আমাদের কমিউনিটি এখন ক্রমবর্ধমান, সেই জন্য আমাদের একজন ব্যুরোক্র্যাট প্রয়োজন।
আমি তাই বাংলা উইকিপিডিয়াতে ব্যুরোক্র্যাট পদের জন্য আবেদন জানাচ্ছি। আশাকরি ব্যুরোক্র্যাট হওয়ার মাধ্যমে আমি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আরো অধিক সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হব। --রাগিব (আলাপ | অবদান) ০৬:২৬, ১০ জুলাই ২০০৬ (UTC)
- (ভোট দেয়ার জন্য নিম্নে সমর্থন, বিরোধিতা, বা নিরপেক্ষ অংশে (# --~~~~ (এবং কোন মন্তব্য, যদি থাকে)। ) যোগ করুন।)
- -- Peripatetic ০৬:৪৬, ১০ জুলাই ২০০৬ (UTC)
- সমর্থন করি। (ব্যুরোক্র্যাট শব্দটা আমলার চেয়ে ভালোই শোনায় :-)) --- 202.168.254.182 ০৮:৩৯, ১০ জুলাই ২০০৬ (UTC)
- --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৯:১৮, ১০ জুলাই ২০০৬ (UTC)
- অবশ্যই রাগিব হাসান ব্যুরোক্র্যাট হবার যোগ্য। আমি সমর্থন করি। --- User:Hermitage17.bn
- রাগিব হাসান এর প্রতি এই সমর্থন তালিকা তার অবদান এবং নিষ্ঠার পরিচায়ক-রাজিবুল ১২:১৩, ১০ জুলাই ২০০৬ (UTC)
- রাগিব হাসান বাংলা উইকিপিডিয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি যে কিনা প্রথম বুরোক্রেট হবার ক্ষমতা রাখে। আমি তাকে সমর্থন করি। ___ মুনতাসির(আলাপ|অবদান)
- বাংলা উইকিপিডিয়ায় অবশ্যই একজন ব্যুরোক্র্যাট প্রয়োজন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:১২, ১০ জুলাই ২০০৬ (UTC)
- নিঃসন্দেহে সমর্থন করি--mak ১৮:২৮, ১০ জুলাই ২০০৬ (UTC)
- সমর্থন। -- আবির ০২:০৩, ১৩ জুলাই ২০০৬ (UTC)
- নিরপেক্ষ