উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Nasir8891
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি সফল আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
- সমর্থন — ৮; বিরোধিতা — ০; নিরপেক্ষ — ০। প্রশাসকত্বের আবেদন সফল হিসেবে সমাপ্ত। — তানভির • আলাপ • ২০:০৫, ৩১ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (৮/০/০); শেষ হবে: ১৩:২৭, ১ নভেম্বর ২০১২ (ইউটিসি)
মনোনয়ন
আমি বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী। উইকিপিডিয়াতে বিভিন্ন বিষয়ের নিবন্ধে আমি নিয়মিত অবদান রাখছি। সম্প্রতি আমি বাংলা ভাষা আন্দোলন, বাংলাদেশ সামরিক বাহিনী, পর্যায় সারণী সংস্লিষ্ট নিবন্ধ, টেমপ্লেট, ও আনুষঙ্গিক পাতাগুলো তৈরী এবং মান উন্নয়নের জন্য কাজ করছি। তবে নিবন্ধ তৈরী ও মান উন্নয়নের পাশাপাশি উইকিপিডিয়া নীতিমালা, সাহায্য এবং প্রশাসন সংক্রান্ত পাতাগুলো অনুবাদের সাথে যুক্ত আছি। বেশ কিছু দিন থেকে টুইংকল গ্যাজেটে ব্যবহৃত টেমপ্লেটগুলোর মান উন্নয়নের জন্য কাজ করছি। এবং খুব শিঘ্রই বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলোর তালিকা তৈরী এবং সেগুলোর ছবি সংগ্রহ সংক্রান্ত একটি প্রকল্প শুরু করার প্রস্তুতি নিচ্ছি।
বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি আমি উইকিমিডিয়া কমন্সের একজন নিয়মিত অবদানকারী। কমন্সে আমার নিজের তোলা ৯টি কোয়ালিটি ইমেজ রয়েছে। এছাড়া কমন্সে আমার আপলোড করা ছবির সংখ্যা ১০০০ এর কিছু বেশি। এছাড়া ট্রান্সলেট উইকিতে মিডিয়াউইকি, উইকিপিডিয়া মোবাইলসহ একাধিক প্রকল্প নিয়মিত অনুবাদ করে থাকি। এবং মেটা সহ অন্যান্য আরও বেশ কিছু উইকিমিডিয়া প্রকল্পে আমি নিয়মিত অবদান রাখছি।
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে আমি প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহন করে আসছি, এবং বর্তমানে একটি সফটওয়্যার কোম্পানিতে প্রোগ্রামার হিসাবে কাজ করছি। উইকিসিন্ট্যাক্স, পিএইচপি, সিএসএস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট সহ সি,সি++,জাভা, পাইথন ইত্যাদি প্রোগ্রামিং ভাষায় আমার দক্ষতা রয়েছে। কিছুদিন আগে বাংলাউইকিপিডিয়ার পিডিএফ ডাউনলোড টুলটির মান উন্নয়নের কাজ শুরু করেছিলাম, যদিও বিশেষ কোনো অগ্রগতি হয়নি, বর্তমানে নারায়ম এক্সটেনশনের মান উন্নয়ের কাজ করছি। পাশাপাশি উইকিপিডিয়া মোবাইল, উইকি লাভস মনুমেন্ট মোবাইল ইত্যাদি অ্যাপগুলো টেস্ট, বাগ রিপোর্ট, অনুবাদের সাথে আমি সক্রিয়ভাবে যুক্ত আছি। খুব সম্প্রতি মিডিয়াউইকি সফটওয়্যার, এখানে ব্যবহৃত এক্সটেনশন এবং গ্যাজেটগুলোতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। আমি মনে করি, প্রশাসকের অধিকার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াতে বিভিন্ন ধরনের গ্যাজেট ও স্ক্রিপ্ট সংযোজন ও মান উন্নয়ের অবদান রাখতে পারবো। এখানে উল্লেখ্যা যে একমাত্র বাংলাদেশি হিসাবে এই বছর আমি বার্লিন হ্যাকাথনে অংশগ্রহন করেছিলাম।
উইকিপিডিয়ার উন্নয়নে আমার সম্পৃক্ততা কেবলমাত্র অনলাইনেই নয়। বিগত বছরগুলোতে আমি উইকিপিডিয়ার উপর একাধিক কর্মশালা পরিচালনা এবং আয়োজনের সাথে যুক্ত আছি। প্রতিবছর পহেলা বৈশাখ এবং একুশে ফেব্রুয়ারীর দিন বাংলা উইকিপিডিয়াকে আরও জনপ্রিয় করার লক্ষে বিডিওএসএনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের আয়োজক হিসাবে যুক্ত আছি। এছাড়া আমি প্রথম বাংলা উইকিপিডিয়া আনকনফারেন্স আয়োজক হিসাবে কাজ করেছি। ২০১০ সালে আমি গিদানস্ক উইকিম্যানিয়া, এবং ২০১১ সালে আমি উইকি কনফারেন্স ইন্ডিয়াতে অংশগ্রহন করেছিলাম। উইকিপিডিয়া নিয়ে একাধিক জাতীয় দৈনিক পত্রিকাশ আমার লেখা নিবন্ধ ছাপা হয়েছে। আমার নিজের ব্লগে আমি উইকিপিডিয়া সংস্লিষ্ট বিভিন্ন টিপস ও টিউটোরিয়াল লিখে থাকি। এছাড়া নতুন ব্যবহারকারীদের উদ্দেশ্যে আমি বাংলাউইকিপিডয়ার একটি সহায়িকা প্রকাশ করেছি। এছাড়া উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠার শুরু থেকেই এর সাথে যুক্ত আছি এবং বর্তমানে অস্থায়ী নির্বাহি কমিটির সদস্য হিসাবে আছি।
প্রশাসকদের সরঞ্জামগুলো ব্যবহার করে আমি ধ্বংসপ্রবণতা রোধ, পাতা অপসারণ, মিডিয়াউইকি নামস্থানের পাতাগুলো, উন্নয়ন প্রয়োজন কিন্তু সংরক্ষিত রয়েছে এমন পাতাগুলোর মান উন্নয়নের মত কাজগুলো করতে চাই। এছাড়া প্রশাসকদের প্রতি অন্যান্য ব্যবহারকরীদের অনুরোধগুলোও নিয়মিতভাবে সমাধান করার চেষ্ঠা করবো।
আমি সুনির্দিষ্ট কিছু কারণে মনে করি বাংলাউইকিপিডিয়াতে নতুন প্রশাসক নিয়োগ জরুরী। গত প্রায় ২বছর সময়ে মধ্যে নতুন কোনো প্রশাসক নিয়োগ দেয়া হয়নি, কিন্তু এই সময়ের মধ্যে বাংলা উইকিপিডিয়ার আকার ও কাজের পরিমান বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সক্রিয় তালিকায় থাকা প্রশাসকদের অনেকেই উইকিপিডিয়াতে নিয়মিত সময় দিতে পারছেন না। যার ফলে অনেক ক্ষেত্রেই আলোচনায় সিদ্ধান্ত গ্রহন সম্ভব হচ্ছে না। ব্যবহারকরী আলাপ পাতার বার্তার জবাব দেয়া, অনুরোধকৃত পাতা অপসারণের মত কাজগুলোতেও দীর্ঘসূত্রিতা হচ্ছে, বা জবাব পাওয়া যাচ্ছে না। নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে এই ধরনের অবস্থার উন্নয়নের করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। এর পাশাপাশি অন্যান্য উইকি প্রকল্পে ব্যবহৃত হচ্ছে এবং বাংলা উইকিপিডিয়ার জন্য প্রয়োজনীয় বিভিন্ন এক্সটেনশন সংযোজন এবং মান উন্নয়নের মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে ব্যবহারকারী এবং অবদানকারীদের জন্য আরও আকর্ষনীয় করে তোলার সুযোগ রয়েছে। প্রশাসক অধিকারের মাধ্যমে এই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে আমি এখানে আবেদন করছি।
নাসির খান সৈকত • আলাপ • ১৩:২৮, ১৮ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
আবেদনকারীর প্রতি প্রশ্ন
সমর্থন
- সমর্থন-পূর্ণ সমর্থন করছি। সৈকত অনেকদিন ধরেই নিয়মিত উইকিপিডিয়ায় কাজ করে যাচ্ছে। তার কাজ এবং সহযোগিতা বেশ উপকারি। আমার আশা ও বিশ্বাস, প্রশাসক হলে ও বাংলা উইকিকিকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবে। উইকিপিডিয়ার বিভিন্ন কারিগরি বিষয়েও সৈকত অনেকদিন ধরে কাজ করছে। আমি তার আবেদনে পূর্ণাঙ্গ সমর্থন জানাচ্ছি। --নুরুন্নবী চৌধুরী হাছিব • আলাপ • ১৩:৪২, ১৮ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন-পূর্ণ সমর্থন করছি। নাসিরের ডেডিকেশন আমার ভাল লাগে। ওর নিরবে কাজ করাটাও। ও অনেকদিন ধরে কাজ করছে। আমার কাছে এটিও বেশ ভাল লাগছে যে রাগিবের চেষ্টায় আমরা বাংলা উইকিপিডিয়ার জন্য প্রচারণা শুরু করার পর থেকে অনেকখানি পথ পাড়ি দিয়েছি। অনেকে এসেছেন, চলে গেছেন। কিন্তু যারা আসার পর নিয়মিত হয়েছেন এমন সংখ্যা কম। সৈকত অনেকদিন ধরেই নিয়মিত উইকিপিডিয়ায় কাজ করে যাচ্ছে। নিজের কাজের পাশাপাশি অন্যদের সহযোগিতা করা, নতুন কোন খবর থাকলে সেটি হাসিব-বাদলের সহযোগিতায় মিডিয়াতে প্রচারের ব্যবস্থা করা এই সবই তার কাজের অংশ হয়ে গেছে এখন। আমার মনে হয় নাসির প্রশাসক হলে বাংলা উইকিকিপিডিয়ার বিকাশে ও আরো অবদান রাখতে পারবে। আমি তার আবেদনে পূর্ণাঙ্গ সমর্থন জানাচ্ছি। Munirhasan (আলাপ) ১৬:১১, ১৮ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন-আমিও সমর্থন জানাচ্ছি। বাংলা উইকির মানোন্নয়ন আর গতিশীলতা বৃদ্ধিতে সৈকত ভাই ভাল অবদান রেখে চলেছেন।------খালেদ (আলাপ) ১৭:১০, ১৮ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন-কমরেড নাসির খান সৈকতকে পূর্ণাঙ্গ সমর্থন জানাচ্ছি। ভারতবর্ষের নানা ভাষার মধ্যে উইকিপিডিয়া জগতে বাংলাকে আরও উপরে নিয়ে যেতে তরুন প্রশাসকদের উপস্থিতি নিঃসন্দেহে 'উইকি আন্দোলন'কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।---আশা (আলাপ) ১৭:৫৫, ১৮ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন-সৈকতের উইকিপিডিয়ার প্রতি ডেডিকেশন অনেক দিনের। সে উইকিমিডিয়ার বিভিন্ন কাজেও অনেকদিন থেকে জড়িত। প্রশাসকত্বের সুবিধাদি উইকিপিডিয়ার স্বার্থে সৈকত সঠিকভাবে কাজে লাগাতে পারবে বলে আমার বিশ্বাস।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:১৮, ১৯ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন — বাংলা উইকিপিডিয়ায় কারিগরীজ্ঞান সম্পন্ন ব্যবহারকারীর বড্ড অভাব। নাসির ভাই সে অভাব অনেকটাই পূরণ করতে পারবেন বলে আশা করি। উইকিপিডিয়ার প্রতি তাঁর আত্নত্যাগ আরও বৃদ্ধি পাক, এই শুভকামনা! — তানভির • আলাপ • ১৪:১০, ২৩ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন — ওপ্স! আমি এমনিতেই অনিয়মিত, তার উপর খেয়ালও করিনি। পূর্ণ সমর্থন রইলো। তাছাড়া 'তানভির' - 'নাসির', উইকিপিডিয়ার সাথে সমার্থক হয়ে গেছে কিভাবে জানি। অবশ্যই আমাদের এখন আরেকজন প্রশাসক দরকার, এবং নাসির একজন যোগ্য উইকিপিডিয়ান। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৫৮, ২৩ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন - উইকিপিডিয়াকে সম্প্রসারণে জনাব নাসিরের ভূমিকা তারুণ্যময় ও উজ্জ্বীবিতপূর্ণ। প্রশাসক হবার মতো গুণাবলী তিনি ইতিমধ্যেই অর্জন করেছেন। সুতরাং, প্রশাসক হবার আগ্রহকে অবশ্যই নিয়মিত সকল ব্যবহারকারীর সম্মান জানানো উচিত বলে মনে করছি। অবশ্যই সমর্থন এবং আগাম শুভেচ্ছা সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৬:৩৬, ২৩ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]