উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/NahidSultan
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি সফল আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
- সমর্থন — ৭; বিরোধিতা — ০; নিরপেক্ষ — ০। প্রশাসকত্বের আবেদন সফল হিসেবে সমাপ্ত। — তানভির • আলাপ • ২০:২৭, ৩০ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (৭/০/০); শেষ হবে: ৩০ ডিসেম্বর ২০১৩ ২০:২৬ (ইউটিসি)
মনোনয়ন
আমি বাংলা উইকিপিডিয়ার নিয়মিত অবদানকারীদের মধ্যে একজন। গত ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত আমি প্রায় বাংলা উইকিতে ৪০০+ নিবন্ধ তৈরি করেছি, আমার ১২ হাজারের উপর সম্পাদনা রয়েছে। শুরু করার পর এখন পর্যন্ত আমি বাংলা উইকির প্রায় সকল নামস্থানেই অবদান রখেছি এবং নিয়মিত বাংলা উইকিকে সামনের দিকে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্ঠা চালাচ্ছি। বাংলা উইকিতে মূলত নির্দিষ্ঠ কোন কাজ না করে আমি বিভিন্ন সময় উইকিপিডিয়া পাতা অনুবাদ, সাহায্য, প্রবেশদ্বার, টেমপ্লেট, মডিউল পাতা তৈরি, ধ্বংসপ্রবণতা রোধ, চিত্র আপলোড ও নতুন ব্যবহারকারীদের সাহায্য ইত্যাদি করে থাকি। এছাড়া বর্তমানে অকার্যকর চিত্র বিষয়শ্রেণীর নিবন্ধগুলোতে চিত্র আপলোড করে যাচ্ছি। বাংলা উইকির নিরপেক্ষ নয় এমন নিবন্ধ নিরপেক্ষ করে তোলার জন্যও আপ্রাণ চেষ্ঠা করে যাচ্ছি।
বাংলা উইকি ছাড়াও আমি উইকিকমন্স, উইকিউপাত্ত, আউটরিচ প্রকল্পসমূহে কাজ করে থাকি। কমন্সে মূলত আমি ইংরেজি ও বাংলা উইকি থেকে ফাইল স্থানান্তরের কাজই বেশি করি। প্রশাসকদের সরঞ্জামগুলো ব্যবহার করে আমি ধ্বংসপ্রবণতা রোধ, পাতা অপসারণ, বাতিলকৃত কপিরাইট কন্টেন্টের সংস্করণগুলো অপসারণ, মিডিয়াউইকি নামস্থানের পাতাগুলো, উন্নয়ন প্রয়োজন কিন্তু সংরক্ষিত রয়েছে এমন পাতাগুলোর মান উন্নয়নের মত কাজগুলো করতে চাই। এছাড়া প্রশাসকদের প্রতি অন্যান্য ব্যবহারকরীদের অনুরোধগুলোও নিয়মিতভাবে সমাধান করার চেষ্ঠা করবো।
আশা করি বাংলা উইকিপিডিয়ার অভিজ্ঞ ও নিয়মিত সম্পাদকরা আমার এই আবেদনে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করবেন। এছাড়া, কারো কোন প্রশ্ন থাকলে আমি উত্তর দিতে আনন্দবোধ করব। ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী (আলাপ) ২০:২৬, ২৩ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
আবেদনকারীর প্রতি প্রশ্ন
প্রিয় প্রার্থী, আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে নিচের মৌলিক প্রশ্নগুলির উত্তর দিন:
- ১. আপনি কি প্রকারের ও কেন প্রশাসকত্বের কাজ করতে আগ্রহী?
- উ: প্রশাসকদের সরঞ্জামগুলো ব্যবহার করে আমি ধ্বংসপ্রবণতা রোধ, পাতা অপসারণ, বাতিলকৃত কপিরাইট কন্টেন্টের সংস্করণগুলো অপসারণ, মিডিয়াউইকি নামস্থানের পাতাগুলো, উন্নয়ন প্রয়োজন কিন্তু সংরক্ষিত রয়েছে এমন পাতাগুলোর মান উন্নয়নের মত কাজগুলো করতে চাই। এছাড়া প্রশাসকদের প্রতি অন্যান্য ব্যবহারকরীদের অনুরোধগুলোও নিয়মিতভাবে সমাধান করার চেষ্ঠা করবো।
- ২. বাংলা উইকিপিডিয়াতে আপনার সর্বশ্রেষ্ঠ অবদান কি এবং কেন?
- উ: আমি আমার উপরের বর্ননাতেই বলেছি আমি প্রায় সকল ক্ষেত্রেই অবদান রাখি। তবে, কিছু কাজ আমার কাছে ভালো মনে হয় যেমন, জলদস্যু নিয়ে নিবন্ধ যেটা এর পূর্বে বাংলা উইকিতে ছিল না; প্রবেশদ্বার: পশ্চিমবঙ্গ, চট্টগ্রাম, রাজনীতি; সাহায্য: তথ্যসূত্রের সাথে পরিচয়, উইকিপিডিয়া: যোগাযোগ পাতা তৈরি, তথ্যকেন্দ্র সাজানো।
- সামনে বাংলা উইকিপিডিয়াকে কি অবস্থায় দেখেতে চান ও সেক্ষেত্রে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি? --Aftab1995 (আলাপ) ০১:১১, ২৪ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- এক, বাংলা উইকি বাংলা ভাষার সবচেয়ে বড় বিশ্বকোষ হলেও দু:খের বিষয় হলো এখনো অনেকে বাংলা উইকির ক্ষেত্রে খুব একটা ভরসা রাখেন না। আমি বাংলা উইকিকে এমন একটি অবস্থানে দেখতে চাই যাতে সবার মন থেকে এই ধারণাটি দূর হয় এবং তথ্যের ক্ষেত্রে ও পড়ালেখাসহ সকল বিষয়ে বাংলা উইকিকে নির্ভরযোগ্য উৎস হিসেবে ব্যবহার করতে পারে। দুই, আমি মনে করি উপরোক্ত লক্ষ্যটি অর্জন করতে বাংলা উইকিতে নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে হবে। কম সংখ্যক নিয়মিত ব্যবহারকারীর পক্ষে আসলেই এতো বিশাল বিশ্বকোষ সম্বৃদ্ধ ও রক্ষণাবেক্ষণ করা কষ্টসাধ্য। আমাদের দেশে হাজার হাজার বাংলা ব্লগার প্রতিদিন ব্লগ লিখে থাকেন, তাদেরকে একটু উইকিতে উৎসাহিত করতে পারলে উইকির নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা বাড়বে বলে আমার বিশ্বাস। আমার পরিকল্পনা হলো সেইসব ব্লগে উইকি সম্পর্কে পজেটিভ লেখালেখি করা। ইতোমধ্যে আমি একটি লেখা লেখেছিলাম যা থেকে অনেকেই পজেটিভ মতামত দিয়েছেন এবং তিনজনকে একাউন্ট তৈরি করাতেও সমর্থ হই, যার একজন ভালো কিছু অবদান রেখেছেন। এছাড়াও বাংলা উইকি সম্পর্কিত ভিডিও টিউটোরিয়াল তৈরির পরিকল্পনা রয়েছে (একটি মোটামোটি তৈরিও করেছি)। উল্লেখ্য, যদিও এখনো অফলাইন কার্যক্রমের সাথে জড়িত হইনি তবে আগ্রহী। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:২৯, ২৪ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- আপনি কি কখনো কোন ব্যবহারকারীর সাথে বিরোধিতায় জড়িয়েছিলেন বা কোন ব্যবহারকারীর সাথে মতবিরোধ হয়েছিল? হলে কীভাবে তা প্রতিকার করেছিলেন? ভবিষ্যতে এরকম কোন অবস্থার সম্মুখীন হলে কিভাবে মিটাবেন?--প্রত্যয় (স্বাগতম) ১৩:০৩, ২৫ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- আসলে আমি বিরোধ শব্দটি ব্যবহার না করে মতের অমিলই বেশি ব্যবহার করতে চাচ্ছি। যাইহোক আমার উইকি সম্পাদনার সময় একবার একজন ব্যবহারকারীর সাথেই কপিরাইট সমস্যা নিয়ে মতরে অমিল হয়েছিল ও পরবর্তীতে দুজন আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করেছি এবং পাতা সংশোধন করার পর আমি নিজেই আমার চ্যালেঞ্জটি উঠিয়ে নিয়েছি। আমি মনে করি, একসাথে কাজ করতে হলে মাঝে মাঝে মতের অমিল হতেই পারে এবং এসকল ক্ষেত্রে আমি প্রথমেই উক্ত ব্যবহারকারীর সাথে সমস্যাটি নিয়ে আলোচনা করব যদি আমরা যথেষ্ঠ নীতিমালা মেনে মতৈক্যে পৌঁছাতে না পারি তাহলে সম্প্রদায়ের সিদ্ধান্তের ভিত্তিতে সমাধান করব। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৪৫, ২৬ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- আপনি কখন একটি পাতাকে সুরক্ষিত করবেন এবং কোন সময়ে একজন ব্যবহারকারীকে সম্পাদনা থেকে বাধা প্রদান করবেন?--প্রত্যয় (স্বাগতম) ১৩:০৩, ২৫ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- এক, পাতা সুরক্ষার ক্ষেত্রে আমি উইকিপিডিয়ার সুরক্ষানীতি মেনে সুরক্ষা করব। যেমন, কোন নিবন্ধে একটি নির্দিষ্ট সময়ব্যাপী বারবার ধ্বংসপ্রবণ সম্পাদনা, এছাড়া সম্পাদনা যুদ্ধ চলাকালে ঐক্যমতের ভিত্তিতে কোন পাতার বর্তমান সংস্করণের সুরক্ষা এবং এছাড়াও অনুরোধের পাতাগুলো উইকির নীতির বিবেচনায় সুরক্ষিত করব। দুই, বাধাপ্রদানের ক্ষেত্রে একের অধিক ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও উইকিপিডিয়ার জন্য ক্ষতিকর এমনসব ব্যবহারকারীর ধ্বংসপ্রবণ সম্পাদনা, যারা উইকিপিডিয়ার একাধিক ব্যবহারকারীর দেওয়া একাধিকবারের সতর্কতা উপেক্ষা করে চালিয়ে যাবেন। তবে নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রথমে নীতিমালা পাতাগুলো পড়ে সম্পাদনার ক্ষেত্রে উৎসাহিত করব। মোটের উপর বাংলা উইকির এই প্রেক্ষাপটে ব্যবহারকারীদের বাধাদানে একটু সতর্কতাই অবলম্বন করব। কয়েকজন ব্যবহারকারী একমত হলেই তবে বাধা দেওয়ার কথা চিন্তা করব যদি না জড়ুরি পরিস্থিতির সৃষ্টি হয় (যেমন, পাতায় আপত্তিকর তথ্য যোগ ও সকল সতর্কতা উপেক্ষা করা, পাতায় মাত্রারিক্তি বাজে তথ্য যোগ, ব্যবহারকারীদের গালিগালাজ করা ইত্যাদি)। অর্থাৎ উইকির নীতি মেনেই বাধাদান করব। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৪৫, ২৬ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন
- সমর্থন করছি - আশা করি, প্রশাসক হলে উইকির উন্নয়নে আরও বেশি মননিবেশ ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। --Aftab1995 (আলাপ) ০১:১১, ২৪ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন ব্যবহারকারী এই অধিকারের যোগ্য এবং আমার মনে হয় ব্যবহারকারী একজন ভাল মানের ও দক্ষ প্রশাসক হবেন। নাহিদ ভাইয়া আপনার ভাল কাজ চালিয়ে যান। --প্রত্যয় (স্বাগতম) ১৪:১২, ২৬ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন --- নাহিদভাই প্রশাসকত্বের জন্য অত্যন্ত যোগ্য বলে আমি মনে করি। উনি অসম্ভব ঠান্ডা মাথার মানুষ, সহনশীল ও নতুন ব্যবহারকারীদের প্রতি সহানুভূতিপ্রবণ। কোন বিষয়ে বিতর্ক উপস্থিত হলে তিনি মাথা ঠান্ডা রেখে নিরপেক্ষ মতামত দেন। উইকিতে উনি অত্যন্ত সক্রিয়। যখনই কোন সাহায্যের দরকার হয়, উনি সর্বদা হাসিমুখে প্রস্তুত থাকেন। এরকম এক অত্যন্ত ভালো মানুষ ও দক্ষ অবদানকারী বাংলা উইকির প্রশাসক হলে বাংলা উইকি অত্যন্ত সমৃদ্ধ হবে, এই বিষয়ে আমার তিলমাত্র সন্দেহ নেই। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৪৮, ২৬ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন --- নাহিদভাই প্রশাসকত্ত্বের যোগ্য। উনি প্রশাসক হলে উইকির উন্নয়নে আরো অনেক গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে পারবেন। - রাহাত (আলাপ) ০৫:১৩, ২৮ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন - উইকি সম্প্রসারণে আরও উদ্যোগী ভূমিকা নেবেন, এ আশাবাদ ব্যক্ত করছি। - Subrata Roy (আলাপ) ১৫:১৯, ২৮ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন - তিনি প্রশাসকত্ত্বের যোগ্য বলে আমি করি। আশা করি, প্রশাসক হলে উইকির উন্নয়নে আরও বেশি গুরুত্বপূর্ন ভুমিকা রাখবেন। --- ইয়াহিয়া (আলাপ) ১৬:১৮, ৩০ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন - পূর্ণ সমর্থন। আশা করি নাহিদভাই নিজের পছন্দের কাজগুলি ছাড়াও নীতিমালাগুলি অনুবাদে সাহায্য করবেন। ----জয়ন্ত (আলাপ - অবদান) ১৭:৪৮, ৩০ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
বিরোধিতা
মন্তব্য
- আমার উপর আস্থা রাখার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আর আমি এমনিতেও নীতিমালা পাতাগুলো মাঝে মাঝেই অনুবাদ করি, তবে এগুলো অনুবাদে আরো বেশি সময় দেওয়ার জন্য চেষ্ঠা করব। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:২০, ৩১ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]