|
আপনার নিবন্ধের বিষয়বস্তু উল্লেখযোগ্য না হলে বা কপিরাইট লঙ্ঘন করলে অথবা সঠিকভাবে উৎসনির্দেশ না করলে গ্রহণ করা হবে না।
- উল্লেখযোগ্যতা
- নিবন্ধের বিষয়বস্তু এমন নির্ভরযোগ্য উৎসে থাকতে হবে, যা বিষয়টির উপর নিরপেক্ষ এবং স্বাধীন। যেমন একাডেমিক জার্নাল, বই, সংবাদপত্র, ম্যাগাজিন এবং তথ্য যাচাইয়ে বিশ্বস্ত গণমাধ্যম। খেয়াল করুন, সামাজিক যোগাযোগমাধ্যম, প্রেস বিজ্ঞপ্তি (যাকে প্রেস রিলিজও বলে) বা কর্পোরেট/পেশাগত প্রোফাইলকে নির্ভরযোগ্য উৎস হিসেবে গণ্য করা যায় না।
- কপিরাইট
- সূত্র থেকে কোনো লেখা হুবহু কপি-পেস্ট করা বা কেবল দুয়েকটা বাক্য বা শব্দ এদিক-ওদিক করে এখানে যুক্ত করা উচিত নয়। বরং, সেই উৎস যা বলছে তা নিজের ভাষায় সংক্ষেপে তুলে ধরুন।
- উৎসনির্দেশ
-
- নির্ভরযোগ্য ও স্বাধীন উৎসগুলি (উপরে দেখুন) অ-স্বাধীন উৎসগুলির চেয়ে অগ্রাধিকার পায়।
- অ-স্বাধীন সূত্র (যেমন কোম্পানির ওয়েবসাইট বা প্রেস রিলিজ) শুধুমাত্র মৌলিক তথ্য যাচাই করতে ব্যবহার করা যেতে পারে।
- ব্লগ, সোশ্যাল মিডিয়া, এবং চটকদার সংবাদ সাধারণত গ্রহণযোগ্য নয়।
- একটি তথ্যসূত্র তৈরি করতে, নিম্নরূপ
<ref></ref> ব্যবহার করুন
বিজকো ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।<ref>https://www.nytimes.com/bizco</ref>
- কীভাবে বিভিন্ন ধরনের উপকরণ উদ্ধৃত করা যায় সে সম্পর্কে আরও বিস্তারিত বিবরণ আমাদের তথ্যসূত্রের ভূমিকা নির্দেশনায় পাওয়া যাবে।
|
|