উইকিপিডিয়া:উইকিপিডিয়ার এনড্রয়েড অ্যাপ বাংলাতে ব্যবহার/ইংরেজি


চিত্র-১
চিত্র-২
চিত্র-৩
অ্যাপটি মোবাইলে প্রথম খোলার পর চিত্র-১ এর মত দেখাবে। আপনি Skip-এ ক্লিক করে সরাসরি চিত্র-৩ এ চলে যাবে অথবা যদি >-এ ক্লিক করেন তাহলে সর্বশেষ ধাপে চিত্র-২ এর মত GET STARTED লেখা দেখতে পাবেন। GET STARTED-এ ক্লিক করলে চিত্র-৩-এ নিয়ে যাবে। চিত্র-৩ এর GOT IT-এ ক্লিক করলে চিত্র-৫ (এটিই অ্যাপের প্রধান পাতা) এ নিয়ে যাবে, তবে আপনি CUSTOMIZE-এ ক্লিক করলে কাস্টমাইজ করার কিছু অপশন পাবেন (চিত্র-৪ এর ন্যায়)।
চিত্র-৪
চিত্র-৫
চিত্র-৬
এবার চিত্র-৫ এর সবার উপরে ডানপাশে ভার্টিকাল ডটের উপর ক্লিক করলে চিত্র-৬ এর ন্যায় অপশন আসবে। সেখানে লেখা Settings-এ ক্লিক করুন।
চিত্র-৭
চিত্র-৮
চিত্র-৯
এবার চিত্র-৭ এর Wikipedia language লেখায় ক্লিক করলে চিত্র-৮ এর মত ভাষা নির্বাচনের অপশন আসবে। বাংলা ভাষা নির্বাচন করলে চিত্র-৯ এর ন্যায় আপনার অ্যাপে বাংলা উইকিপিডিয়া সেট হয়ে যাবে।
চিত্র-১০
চিত্র-১১
চিত্র-১২
এবার পিছনে গিয়ে অনুসন্ধান বাক্সে অনুসন্ধান করুন। অনুসন্ধানের সময় চিত্র-১১ এ যেমনটি দেখতে পাচ্ছেন BN লেখা রয়েছে, তারমানে আপনি যাই অনুসন্ধান করবেন বাংলা উইকিপিডিয়ার ফলাফল দেখাবে। BN এর স্থলে অন্য ভাষার কোড ব্যবহার করলে নিবন্ধটি উক্ত ভাষায় দেখাবে।