উইকিপিডিয়া:উইকিপত্রিকা/পরবর্তী সংখ্যা/উইকিমিডিয়া সংবাদ
প্রবন্ধে প্রদর্শনের প্রাকদর্শন: | এটি একটি উইকিপত্রিকা প্রবন্ধ, এবং এটিকে একটি সম্পূর্ণ প্রবন্ধ হিসেবে চিহ্নিত করা উচিত নয়। এর বিষয়বস্তু সম্পাদক দল এবং শেষ পর্যন্ত প্রধান সম্পাদক কর্তৃক পর্যালোচনা সাপেক্ষ বিষয়। এর বিষয়বস্তু সমন্বয়ক দল এবং শেষ অবধি প্রধান সম্পাদকের মাধ্যমে পর্যালোচনার পরিসরের অধীনে রয়েছে। অনুগ্রহ করে এই খসড়াটির সাথে সংযোগ করবেন না কারণ এটি অসমাপ্ত এবং এর ইউআরএল প্রকাশের পরে পরিবর্তিত হবে। আপনি যদি অবদান রাখতে চান এবং একটি উইকিপত্রিকা প্রবন্ধের শর্তাবলির সাথে পরিচিত হয়ে থাকেন, তাহলে উন্নতিসাধনকল্পে নির্দ্বিধায় সাহসী হতে পারেন!
Meghmollar2017 দ্বারা ১৯:০১, ১১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি) (১০ ঘণ্টা আগে) সর্বশেষ সংশোধিত (পুনঃসতেজ) |
প্রকাশিত হলো উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪ এর ফলাফল
সম্প্রতি উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে
উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪ এর ফলাফল প্রকাশিত
সম্পাদনা২০১৫ সাল থেকে প্রতিটি অংশগ্রহণকারী স্থানীয় সম্প্রদায় প্রতি বছরের নভেম্বর মাস জুড়ে একটি বার্ষিক নিবন্ধ তৈরির প্রতিযোগিতা আয়োজন করে। এতে তাদের নিজস্ব দেশ ব্যতীত এশিয়া সম্পর্কিত নিবন্ধ তৈরি করা হয়। ভারত ও বাংলাদেশ ব্যতীত এশিয়ার অন্যান্য দেশ সম্বন্ধীয় নিবন্ধের সংখ্যা ও গুণমান বৃদ্ধি করাই হল বাংলা উইকিপিডিয়ায় এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশিত হলো সর্বশেষ ২০২৪ সংস্করণের আয়োজনের ফলাফল।
প্রতিযোগিতাটির এবারের আসরে অংশ নিয়ে নিবন্ধ জমা দিয়েছেন মোট ৩১ জন। জমা দেয়া ১৯৬ টি নিবন্ধের মধ্যে ১৯২ টি পর্যালোচনা শেষে গৃহীত হয়েছে। সর্বোচ্চ ৫০ টি নিবন্ধ গৃহীত হওয়ার মাধ্যমে এশীয় দূত হয়েছেন মোঃ মালেক ইসলাম। দ্বিতীয় এশিয়া দূত মোঃ সাকিবুল হাসান এর ৩৮ টি নিবন্ধ গৃহীত হয়েছে।
জগদীশচন্দ্র বসু বিজ্ঞান এডিটাথন ২০২৪
সম্পাদনাআনন্দময় বিজ্ঞান জগৎ-এর আয়োজনে এবং Meghmollar2017 ও WaqilOmatrik-এর যৌথ সমন্বয়ে উইকিপিডিয়ায় প্রথমবারের মতো আয়োজিত হয়ে গেল জগদীশচন্দ্র বসু বিজ্ঞান এডিটাথন ২০২৪।
এই মুহূর্তে বাংলা উইকিমিডিয়ায় নিবন্ধের সংখ্যা ১,৬১,৬০৫টি হলেও বিদ্যমান মানসম্মত বিজ্ঞানবিষয়ক ও পাঠ্যক্রম-সহায়ক নিবন্ধের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশেষত বাংলাদেশের পাঠ্যক্রমের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রয়োজনীয় নিবন্ধগুলো বাংলা উইকিপিডিয়ায় ভালো অবস্থায় নেই। তাই বাংলা উইকিপিডিয়ায় বাংলাদেশের বিজ্ঞান বিষয়ক শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত বিষয়াবলি এবং মহাকাশবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত নিবন্ধসমূহের সামগ্রিক মানোন্নয়ন করার লক্ষ্যে আয়োজিত হয়ে গেল জগদীশচন্দ্র বসু বিজ্ঞান এডিটাথন ২০২৪। উইকিপিডিয়ায় বাংলা ভাষায় পাঠ্যসূচিভুক্ত মানসম্মত বিষয়বস্তুর স্বল্পতা দূরীভূত করার উদ্দেশ্য নিয়ে আয়োজকেরা প্রতিবছর বিজ্ঞান এডিটাথন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুবাদ বা নতুন নিবন্ধ তৈরিতে অংশ নিতে আগ্রহী ব্যবহারকারীরা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে নিবন্ধ তালিকা থেকে নিবন্ধ বেছে নিয়েছেন। অনুবাদকৃত নিবন্ধ জমা দিলে তা পর্যালোচনা করে গ্রহণ বা সংশোধনের জন্য পাঠানো হয়েছে। এডিটাথনে অংশগ্রহণের স্মারক হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া যেকোনো একটি নিবন্ধ গৃহীত হলেই একটি উইকিপদক প্রদান করা হবে। শীর্ষ তিনজন ব্যবহারকারীকে বিশেষ উইকিপদক, মুদ্রিত সনদ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হবে। এডিটাথনটিকে বাংলা উইকিপিডিয়ায় বাংলাদেশের বিজ্ঞান বিষয়ক শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত বিষয়াবলি এবং মহাকাশবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে একটি কার্যকরী উদ্যোগের শুরু বলে মনে করা হচ্ছে।