উইকিপিডিয়া:আমাদের সাথে যোগাযোগ/লাইসেন্স
পাঠক
কীভাবে কোন নিবন্ধের সমস্যা সম্পর্কে রিপোর্ট করতে হয়, বা আরো তথ্য খুঁজে বের করতে।
নিবন্ধের বিষয়
আপনার, আপনার কোম্পানি, বা আপনি প্রতিনিধিত্ব করেন এরকম কারো নিবন্ধে সমস্যা সম্পর্কিত।
লাইসেন্স
কীভাবে উইকিপিডিয়ার তথ্য কপি করতে হয়, আপনার নিজস্ব দান, বা আপনার তথ্যের অনধিকার ব্যবহার সম্পর্কে রিপোর্ট।
দাতা
প্রক্রিয়া সম্পর্কে জানুন, কীভাবে দান করবেন, এবং আপনার প্রেরিত টাকা কীভাবে খরচ হয়, এ সম্পর্কিত তথ্য।
গণমাধ্যম
আপনি যদি গণমাধ্যমের সদস্য হিসেবে উইকিপিডিয়ায় যোগাযোগ করতে চান।
আপনি কি উইকিপিডিয়ায় পাওয়া গিয়েছে এরকম কিছু নিজে ব্যবহার করতে চান? উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ; আমাদের অধিকাংশ বিষয়বস্তু কপি ও যে কোন উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। বিষয়বস্তুর ব্যাতিক্রমতার ক্ষেত্রে যুক্তিসম্মতভাবে ব্যবহার হয়ে থাকে। যে ফাইলটি যুক্তিসম্মতভাবে ব্যবহার করা হয়েছে আপনি সেই ফাইলের পাতায় প্রবেশ করলে দেখতে পারবেন, এটি কোন কোন দেশে কপিরাইটের আওতাধীন এবং লাইসেন্সের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ঠ ফাইলের লাইসেন্স অনুচ্ছেদে পাওয়া যাবে। যুক্তিসম্মত ব্যবহার সুনির্দিষ্টভাবে মোটা অক্ষরে লেখা উচিত। লাইসেন্স শর্তের আওতামুক্ত বাকী সকল ফাইল বা বিষয়বস্তু মুক্ত লাইসেন্সের আওতাধীন ও আপনি যে কোন কাজে ব্যবহার করতে পারবেন। সুনির্দিষ্ট তথ্যের জন্য দেখুন, উইকিপিডিয়া বিষয়বস্তুর পূণঃব্যবহার। আমরা উইকিপিডিয়ার সকল বিষয়বস্তুর যেমন, লেখা, ছবি, বা সাউন্ড ফাইলের সুনির্দিষ্ট উৎস বের করার সর্বোচ্চ চেষ্ঠা করি। তারপরও, আমরা নিশ্চয়তা দিতে পারবো না, সকল মিডিয়া ফাইল সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে কিনা। যদি কোন চিত্রের বর্ননা পাতায় সেটি পাবলিক ডোমেইনের আওতাধীন উল্লেখ থাকে, তারপরও আপনার অনুসন্ধান করে দেখা উচিত দবিটি সঠিক কিনা বা আপনি যে কাজে এটি ব্যবহার করতে চান তা আইন দ্বারা সিদ্ধ কিনা।
আপনি এখানে পাওয়া এমন কোন বিষয়ে উদ্বিগ্ন যা কপিরাইট লঙ্ঘন করেছে? যদি আপনি উদ্বিগ্ন থাকেন যে, আমরা আপনার কপিরাইটযুক্ত কাজ সঠিকভাবে ব্যবহার করিনি, তাহলে আপনি ই-মেইল করতে পারেন: info-bnwikimedia.org ঠিকানায়। আপনি উক্ত বিষয়বস্তুর আইনসঙ্গত স্বত্বাধিকারী এটা প্রমান করার জন্য দয়া করে বিষয়বস্তুর ঠিকানা, বা শিরোনাম এবং যুক্তিযুক্ত প্রমান সরবরাহ করুন। আপনি প্রথাগত ওসিআইএলএলএ অনুরোধ ব্যবহার করতে ইচ্ছুক হলে, আপনার ডিএমএসি সরানোর অনুরোধ অব্যশই আমাদের নিযুক্ত এজেন্টের কাছে করতে হবে। যদি আপনি কপিরাইট স্বত্তাধীকারী নাও হয়ে থাকেন, তবুও তথ্য জানানোর জন্য আপনাকে স্বাগতম। কিভাবে এই ইস্যুতে যোগাযোগ করবেন সেজন্য দেখুন, কপিভায়ো ১০১; বিকল্পপন্থায়, আপনি উপরের ই-মেইল ঠিকানাটি ব্যবহার করতে পারেন।
আপনি উইকিপিডিয়াতে বিভিন্ন বিষয়বস্ত যেমন, ছবি ইত্যাদি দানও করতে পারেন। আপনি ছবিটি নিজেই আপলোড করতে পারেন ও এটি নিবন্ধে যুক্ত করতে পারেন, বা আপনি photosubmissionwikimedia.org ঠিকানায় ই-মেইল করতে পারেন। যদি আপনি ইমেইল করতে ইচ্ছুক হন, তবে দয়া করে এটার কপিরাইট এবং মুক্ত লাইসেন্সের অধীনে প্রকাশ করার জন্য ছবিটির মালিকানা সংক্রান্ত প্রমান, বা মুক্ত লাইসেন্সের আওতাধীন সকল প্রশ্নের বর্ননা দিয়ে পাঠান। আমাদের প্রস্তাবিত লাইসেন্স হল, ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন-শেয়ারএলাইক ৩.০ লাইসেন্স। কমন্সের ইমেইল ফর্মটি এই উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। দয়া করে মনে রাখবেন, ইমেইল দ্বারা পাঠানো জমা প্রক্রিয়ার জন্য কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। অবশেষে, যদি আপনার দান ইতোমধ্যেই অনলাইনে থেকে থাকে তাহলে, আপনি এখানকার নীতিমালাগুলো অনুসরণ করুন। আপনার কপিরাইটের আওতাধীন বিষয়বস্তু দানের জন্য আরো দেখুন, কপিরাইটযুক্ত বিষয়বস্তু দান।