উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/নিরীক্ষক/২০১৫
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: ব্যর্থ
আমি ১০৪টি এডিট করেছি।আমি ডেইলি বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা করি।আমি উইকিপিডিয়ার নিয়মকানুন ও POLICY মেনে চলি ।আর Feature এ ও মেনে চলব Mr.Harry potter07 (আলাপ) ০৬:৩০, ১২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- করা হয়নি বর্তমানে আপনার অবদান পর্যালোচনা করে আমি আসলে আপনাকে এই অধিকারটি দিতে পারিছ না। উইকিপিডিয়া:নিরীক্ষক অধিকারটি কি কাজে লাগে, এটিই আমার মনে হয় আপনি এখনো বুঝে উঠেননি। সম্পাদনা চালিয়ে যান, আশা করি ভবিষ্যতে পেয়ে যাবেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- যুদ্ধমন্ত্রী ভাইয়া মোট কতটি এডিট করা লাগবে নিরীক্ষক হতেড় হলে?আর পরিক্ষক হতে হলে কয়টি এডিট লাগবে,
Mr.Harry potter07 (আলাপ) ১০:৪১, ১২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- এখানে আসলে মোট ইডিটের কোন ব্যাপার নেই। ব্যবহারকারীর সম্পাদনা মানের উপর এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে সাধারণত প্রশাসকরা এটি বিবেচনা করে থাকেন। আগেই বলেছি, আপনি এখনো মনে হয় জানেনই না অধিকারটি আসলে কি কাজে লাগে। এছাড়া আমার অধিকারটি আপনাকে দিতে আপত্তি নাই যদি আপনি আমাকে বলেন আসলে অাপনি এই অধিকারটি দিয়ে কি করবেন। --যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- উইকিডিয়ার আর্টিকেল সুরক্ষা এবং অবৈধ এডিট দ্রুত অপসারণের জন্য আমার এই অধিকার প্রয়োজন।{Mr.Harry potter07 (আলাপ) ১১:১৮, ১২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)}
- যে পাতগুলোতে এই অধিকার প্রয়োজন সেগুলো পূর্বে থেকেই সুরক্ষিত, এই উত্তরটির মাধ্যমে আসলে অপনার অধিকারটি আবেদনের উদ্দেশ্য বুঝতে চেয়েছিলাম। যাইহোক, সম্প্রদায়ের বিশ্বাস অর্জনের সবচেয়ে ভালো ও প্রথম ধাপ হলো স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারটি অর্জন করা। সম্পাদনা চালিয়ে যান।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩০, ১২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- উইকিডিয়ার আর্টিকেল সুরক্ষা এবং অবৈধ এডিট দ্রুত অপসারণের জন্য আমার এই অধিকার প্রয়োজন।{Mr.Harry potter07 (আলাপ) ১১:১৮, ১২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)}
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: ব্যর্থ
আমি বিগত কয়েকদিন যাবৎ উইকিপিডিয়ায় বিভিন্ন ভুল ত্রুটি সংশোধন করেছি এবং ভবিষ্যৎ এ এরকম করতে চাই। আমি যেন আমার এ কাজ আরও ভালভাবে করতে পারি তাই নিরীহ্মক হতে ইচ্ছা প্রকাশ করছি। Mahafuzur9 (আলাপ) ০৮:০৪, ১৫ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
- করা হয়নি। আপনার অবদান পর্যালোচনা করে বর্তমানে আপনাকে এই অধিকার দেয়া যাচ্ছে না। তাছাড়া যদি কোন ব্যবহারকারীর রোলব্যাকার অথবা স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার থাকে তবে তিনি নিরীক্ষক অধিকারের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হয়ে থাকেন। আপনি চাইলে উইকিপিডিয়া:নিরীক্ষক অধিকারটি কি কাজে লাগে চাইলে তা পড়ে নিতে পারেন। ---মহীন রীয়াদ (আলাপ) ০৮:৩৪, ১৫ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: ব্যর্থ
আমি বাংলা উইকিপিডিয়ায় তুলনামূলকভাবে নতুন হলেও নিয়মিত অবদান রাখার চেষ্টা করছি। আমি বাংলা উইকিপিডিয়ায় ১৫৫০+ টির বেশি সম্পাদনা করেছি। বাংলা উইকিপিডিয়ায় আমার রোলব্যাকার আর স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকার রয়েছে। বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ সুরক্ষা এবং অবৈধ সম্পাদনা দ্রুত অপসারণের ক্ষেত্রে দ্রুতশীল উদ্যোগ নেয়ার জন্য আমার নিরীক্ষক অধিকার প্রয়োজন। এছাড়াও নিরীক্ষক হওয়ার জন্য প্রত্যেকটি শর্ত পূরণ করেছি।
- আমি নিবন্ধিত এবং নিয়মিত বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা করি।
- বাংলা উইকিপিডিয়ার নিয়ম অনুযায়ী আমার সম্পাদনার ইতিহাস রয়েছে।
- ধ্বংসপ্রবণতা সম্পর্কে আমার জ্ঞান রয়েছে।
- বাংলা উইকিপিডিয়ার জীবিত ব্যক্তির জীবনী, কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা, রচনাশৈলী নির্দেশনা, কোনো মৌলিক গবেষণা নয়, নিরপেক্ষতা সংক্রান্ত নীতিমালার সাথে আমি পরিচিত এবং সম্পাদনার সময় তা মেনে চলি। ★ Sethtalk ০৯:৫১, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- মন্তব্য: ব্যবহারকারীর যদিও সম্পাদনায় উন্নতি ঘটছে কিন্তু ম্যাচিউরিটির অভাব রয়েছে। গত দুই মাসে বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে ব্যবহারকারী কম করে হলেও ৭/৮টি অধিকারের আবেদন করেছেন যা হ্যাট কালেক্টিং এর মধ্যে পরে (অন্য ব্যাপারগুলো বাদই দিলাম)। এ ব্যাপারে বিভিন্ন আবেদনে আমি নিজে ব্যবহারকারীকে বেশ কয়েকবার বলেছিও কিন্তু অবস্থার উন্নতি হয়েছে বলে মনে হয় না। গতকাল রোলব্যাক এর আবেদন করে আজকে নিরীক্ষক হিসেবে আবেদন করেছেন। উইকিপিডিয়া সম্পাদনার চাইতে অধিকারের আবেদন করতেই সম্ভবত ব্যবহারকারী বেশি আগ্রহী। আগামী ছয় মাসের মধ্যে ব্যবহারকারীর যে কোন অধিকারের আবেদন আমি সফল হিসেবে গৃহীত করার বিপক্ষে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২২, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য। আমি আবেদন করলে আপনি একটা কথা বলেন আমি উইকিপিডিয়ায় সম্পাদনা থেকে অধিকারের পরে বেশি আগ্রহী। এটা বলেন কেন?? আমি উইকিপিডিয়াতে আমার পছন্দ এর জন্য কাজ করি। কোন অধিকারের জন্য না। দরকার হলে দেবেননা। কিন্তু এই কথা আমাকে বারবার বলবেন না। ★ Sethtalk ১০:২৯, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- এটা কেন বলি সেটার প্রমাণ দিচ্ছি কিন্তু সবচেয়ে হাস্যকর যে ব্যাপারটা সেটা হলো আপনি ব্যাপারগুলো সিরিয়াসলি নিচ্ছেন না। শুধুমাত্র গত নভেম্বর মাসে আপনি বিভিন্ন প্রকল্পে অধিকারের যে আবেদনগুলো করেছেন,
- এটা কেন বলি সেটার প্রমাণ দিচ্ছি কিন্তু সবচেয়ে হাস্যকর যে ব্যাপারটা সেটা হলো আপনি ব্যাপারগুলো সিরিয়াসলি নিচ্ছেন না। শুধুমাত্র গত নভেম্বর মাসে আপনি বিভিন্ন প্রকল্পে অধিকারের যে আবেদনগুলো করেছেন,
- বাংলা উইকিবইয়ে প্রশাসক হওয়ার আবেদন (১৩ নভেম্বর)
- OTRS-এর জন্য ভুল পাতায় আবেদন (১৪ নভেম্বর) (অধিকারটি সম্পর্কে আপনি না জেনেই যে আবেদন করেছেন তা Billinghurst এর সম্পাদনা সারাংশ দেখলে বোঝা যায়)
- ইংরেজি উইকিবইয়ে রিভিউয়ার-এর জন্য আবেদন (১৫ নভেম্বর)
- ইংরেজি উইকিবইয়ে আপলোডার-এর জন্য আবেদন (২৯ নভেম্বর)
- কমন্সে প্যাট্রোল-এর জন্য আবেদন (১০ নভেম্বর)
- কমন্সে ফাইল মুভার-এর জন্য আবেদন (১২ নভেম্বর)
- মেটাতে Stryn-এর আলাপ পাতায় বাংলা উইকিবইয়ে প্যাট্রোলারের জন্য আবেদন (২৯ নভেম্বর)
এছাড়াও, বাংলা উইকিপিডিয়ার ব্যর্থ আবেদনের তালিকাতে চোখ বুলালে দেখবেন এই ব্যবহারকারী ও বিভিন্ন সময় এই ব্যবহারকারী কর্তৃক ব্যবহৃত সক-এর অসংখ্য আবেদন। যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি, এই ব্যবহারকারীই সক পাপেট ও আমাকেসহ কয়েকজন প্রশাসককে গালিগালাজ করার কারণে বাংলা উইকিপিডিয়ায় অন্য ইউজারনেইমগুলো ব্লক রয়েছে। প্রথমে মনে করেছিলাম, নতুন করে আসাতে অবস্থার কিছু পরিবর্তন হয়েছে কিন্তু সেটা এখন আর মনে হচ্ছে না। এছাড়া এখনো ব্যবহারকারী একের অধিক একাউন্ট ব্যবহার করছেন বলে আমার ধারণা (প্রমাণ চাইলে নতুন করে সক-এর আলোচনা শুরু করতে আমার আপত্তি নাই।) ব্যক্তিগত আক্রমনের অ্যাটিচিউড যদিও ঠিক হয়েছে কিন্তু উইকিপিডিয়া তথা অন্যান্য প্রকল্পে স্পষ্টতই এখনো অজ্ঞতা রয়েছে। বিভিন্ন সময় এই ব্যবহারকারীর পিছনে যে সময় নষ্ট হচ্ছে সেটা না হয় বাদই দিলাম। একজন ইউজারের পিছনে সময় দেওয়া আমার মতে যথেষ্ঠ হয়েছে, তিনি শুধরালে ভালো না শুধরালে বাধাদানের নতুন আলোচনা শরু করা যেতে পারে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৩৮, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- @নাহিদ ভাই আমি পূর্বের জন্য দুঃখিত। বর্তমানে আমি চেষ্টা করতেছি ভালো ব্যবহারকারীর হওয়ার। আপনি ঠিক। আমি অনভিজ্ঞ, এটা ঠিক। কিন্তু আমি কোন সক পাপেট ইউজ করতেছিনা। বর্তমানে একটা বট এক্যাউন্ট আছে। তা ছাড়া কিছু না। আপনি চাইলে চেক ইউজারে দিতে পারেন। এই এক্যাউন্ট প্রচুর কষ্টের। আমি মেটাতে বুঝতে পারিনি ওটার কি কাজ। আমি ভাবছিলাম। এটা কোন সদস্যপদ। আর বাংলা উইকবইয়ে পরীক্ষক চেয়েছিলাম মূলত আমার তৈরি পাতাগুলো এখনো অপরিক্ষিত। আর ইংরেজি উইকিবইয়ে আমি কিন্তু কারণ উল্লেখ করেছি। আর কমন্সে চেয়েছিলাম আমার ছবিগুলো আমার তোলা। কারোর না। আপনি আমাকে কিছু উপায় বলুন যাতে আমি ভালো ইউজার হতে পারি। আমাকে মাফ করবেন। ★ Sethtalk ১৪:৫১, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- মন্তব্য: নাহিদ ভাইয়ের বক্তব্যে সমর্থন করতে বাধ্য হচ্ছি। এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় যত না উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তার চেয়ে অনেক বেশি আগ্রহী বিভিন্ন উইকিতে অধিকার পাওয়ার ব্যাপারে। নিরীক্ষকের মতো গুরুত্বপূর্ণ অধিকার, সম্পূর্ণ অনভিজ্ঞ এই ব্যবহারকারীকে দেওয়া এই মুহুর্তে কখনোই উচিত নয় বলে মনে করি। সক পাপেটের ব্যাপারেও পুনরায় তদন্ত হওয়া জরুরী বলে মনে হচ্ছে। এই ব্যবহারকারীর উদ্দেশ্য লক্ষ্য করে আগামী এক বছর কোন ধরণের অধিকার দেওয়ার বিরুদ্ধে আমার মত রইল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৫৭, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- করা হয়নি বিভিন্ন অধিকার পাওয়ার দিকে নজর না দিয়ে উইকিপিডিয়া সম্পাদনার দিকে নজর দিতে ব্যবহারকারীকে অনুরোধ করা হচ্ছে। --আফতাব (আলাপ) ১৬:২৮, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- মন্তব্য: নাহিদ ভাইয়ের বক্তব্যে সমর্থন করতে বাধ্য হচ্ছি। এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় যত না উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তার চেয়ে অনেক বেশি আগ্রহী বিভিন্ন উইকিতে অধিকার পাওয়ার ব্যাপারে। নিরীক্ষকের মতো গুরুত্বপূর্ণ অধিকার, সম্পূর্ণ অনভিজ্ঞ এই ব্যবহারকারীকে দেওয়া এই মুহুর্তে কখনোই উচিত নয় বলে মনে করি। সক পাপেটের ব্যাপারেও পুনরায় তদন্ত হওয়া জরুরী বলে মনে হচ্ছে। এই ব্যবহারকারীর উদ্দেশ্য লক্ষ্য করে আগামী এক বছর কোন ধরণের অধিকার দেওয়ার বিরুদ্ধে আমার মত রইল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৫৭, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)