উইকিপিডিয়া:অধিকারের আবেদন/পর্যবেক্ষক

পর্যবেক্ষক

সম্পাদনা
(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

অনেক দিন ধরে সম্পাদনা করছি। ধ্বংসপ্রবণতা সহ মৌলিক বিষয়গুলো সম্পর্কে অনেকদিন ধরে অবগত। নতুন পাতাসমূহ পর্যবেক্ষণ করে পাতাটি দ্রুত অপসারণ যোগ্য হলে সেটি করার অনুরোধ বা ট্যাগ যুক্ত করে দেই। পর্যবেক্ষক অধিকার থাকলে সেটি পুনরায় পর্যবেক্ষকদের পর্যবেক্ষণ করা প্রয়োজন হবে না। আইপি থেকে করা বিভিন্ন পাতায় ধ্বংসপ্রবণতা রোধেও কাজ করেছি।

অনেক গুরুত্বপূর্ণ পাতায় নিরীক্ষক অধিকার না থাকার কারণে সম্পাদনা করলে সেটা নিরীক্ষকদের যাচাই করতে হয়। আবার টহলঘরে দীর্ঘ সময় ধরে অমিংমাসিত বিষয়গুলো পরে থাকে, নিরীক্ষণ অধিকার না থাকার কারণে নিরীক্ষণ করতে পারি না।

নিরীক্ষক হতে পর্যবেক্ষক হওয়া আবশ্যক। পর্যবেক্ষক হওয়ার সব মানদণ্ডে উত্তীর্ণ হই বলে মনে করি। তাই পর্যবেক্ষক অধিকারের আবেদন করছি। ইমদাদ তাফছীর (আলাপ) ১২:২৭, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  মন্তব্য: @Emdad Tafsir, আপনার দ্রুত অপসারণের প্রস্তাব দেওয়া মাইজভান্ডারিয়া তরিকা, অত্থসালিনী, ঢিশক্যাঁও, আব্দুল হান্নান চৌধুরী (অধ্যাপক), মীর মোশারফ হোসেন সড়ক নিবন্ধগুলো অপসারণ করা হয়নি! উল্লেখযোগ্য নিবন্ধেও দ্রুত অপসারণের ট্যাগ দিয়েছেন! Ahmed Reza Khan (আলাপ) ১৩:০৭, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ, কিছু পাতায় যখন ট্যাগ দেওয়া হয়েছে তখন নিবন্ধটি পরীক্ষামূলক ছিল। আবার কিছু ক্ষেত্রে ভুল ট্যাগিং ছিল। ইমদাদ তাফছীর (আলাপ) ১৩:১৭, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Emdad Tafsir, আপনি আজ ঢিশক্যাঁও নিবন্ধে 'নি৭' অনুযায়ী দ্রুত অপসারণের ট্যাগ দিয়েছেন, যা ভুল! এই নিবন্ধটি উল্লেখযোগ্য। তবে নিবন্ধটিতে যান্ত্রিক অনুবাদ রয়েছে। তাও নতুন নিবন্ধ টহল নীতিমালা অনুযায়ী এখনই নিবন্ধটিতে পরিষ্করণের ট্যাগ দেওয়া যাবে না, যেহেতু নিবন্ধটি তৈরির ৪৮ ঘণ্টা হয়নি এখনো। Ahmed Reza Khan (আলাপ) ১৩:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
মুভিটাকে গুরুত্বপূর্ণ মনে হয়নি, একারণে যুক্ত করেছিলাম। যান্ত্রিক অনুবাদের কারণে রিচেক করিনি গুগল সার্চ করে।
এটা ভুল ট্যাগিং ছিল বুঝতে পেরেছি।
ধন্যবাদ। ইমদাদ তাফছীর (আলাপ) ১৩:৪৯, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি, টুপি সংগ্রহের প্রচেষ্ঠা। —শাকিল (আলাপ · অবদান) ১৩:৫৯, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

অধিকারের জন্য আবেদন করলে টুপি সংগ্রহের প্রচেষ্টা হয় কীভাবে জানি না।
প্রথমেই উল্ল্যেখ করেছি নিরীক্ষক হতে চাই কারণ অনেক পাতাতেই নিরীক্ষক সুরক্ষা দেওয়া থাকে। সম্পাদনার পর অন্য নিরীক্ষকদের এটি নিরীক্ষা করতে হয়। আর অনেক অমিংমাসিত সম্পাদনা ঝুলে থাকে ৩-৪ দিন পর্যন্তও ঝুলে থাকতে দেখেছি।
নিরীক্ষক হতে পর্যবেক্ষক হওয়া আবশ্যক তাই পর্যবেক্ষকের আবেদন করলাম।
আমার সম্পাদনা অভিজ্ঞতা বা কোনো ভুল থাকলে জানাতে পারেন বা অধিকারের জন্য বিশ্বাসযোগ্য না হলে জানাতে পারেন কিন্তু টুপি সংগ্রহের প্রচেষ্টা বলাটা অবজ্ঞেয়। ইমদাদ তাফছীর (আলাপ) ১৪:৫৩, ৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
একসাথে একাধিক অধিকারের আবেদন, পূর্ববর্তী আবেদন ব্যর্থ হওয়ার কয়েকদিনের মাঝেই পুনরায় অধিকারের আবেদনকে টুপি সংগ্রহের প্রচেষ্ঠা হিসাবে গন্য করা হয়। —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৬, ৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]