ঈশ্বর (চিহ্ন)

বাংলা চিহ্ন
(ঈশ্বার থেকে পুনর্নির্দেশিত)

ঈশ্বর বাংলা বর্ণমালার একটি চিহ্ন যা দ্বারা প্রকাশ করা হয়।[]

ব্যবহার

সম্পাদনা

স্বর্গীয় অথবা মৃত হিন্দু ব্যক্তির নামের আগে এই চিহ্ন বসে ।

বৈশিষ্ট্য

সম্পাদনা

ঈশ্বর চিহ্ন ও চন্দ্রবিন্দু চিহ্নের (ঁ) এর মাঝে প্রায় সবসময়ই বিভ্রান্তি ঘটে। তবে ঈশ্বরের ডান হাতটি বাঁ হাতের চেয়ে লম্বা।

উদাহরণ

সম্পাদনা
  • ৺রামকৃষ্ণ দেব
  • ৺বিমল তালুকদার
  • ৺ময়ূরমুকুটধারী

কম্পিউটিং কোড

সম্পাদনা
অক্ষর
ইউনিকোড নাম বাংলা চিহ্ন ঈশ্বর
এনকোডিং দশমিক হেক্স
ইউনিকোড 2554 U+09FA
ইউটিএফ-৮ 224 167 186 E0 A7 BA
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র ৺ ৺

তথ্যসূত্র

সম্পাদনা
  1. AG, Compart। "Find all Unicode Characters from Hieroglyphs to Dingbats – Unicode Compart"www.compart.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০২