ঈশ্বর পাঠশালা
ঈশ্বর পাঠশালা বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি প্রাচীন বিদ্যালয়।
বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত দেশের প্রাচীন গ্রন্থাগার রামমালা গ্রন্থাগার। ১৯১২ সালে বাংলার লোকহিতৈষী মহেশচন্দ্র ভট্টাচার্য (১৮৫৮ - ১৯৪৪) ১৯১০ সালে প্রতিষ্ঠিত ঈশ্বর পাঠশালা টোল নামের সংস্কৃত স্কুলের গ্রন্থাগারটির বিস্তার ঘটিয়ে এটি পুনঃপ্রতিষ্ঠা করেন।
মহেশচন্দ্র তার মাতার স্মৃতি রক্ষার্থে ১৯১২ সালে রামমালা গ্রন্থাগার ও পিতার স্মৃতি রক্ষার্থে ১৯১৪ সালে ঈশ্বর পাঠশালা প্রতিষ্ঠা করেন। [১] তিনি ১৯১৬ সালে রামমালা ছাত্রাবাস প্রতিষ্ঠা করেছিলেন যেখানে বর্তমানে ৮৪ জন পুরুষ শিক্ষার্থী থাকেন। ১৯১৯ সালে এই সমাজসেবী দ্বারা প্রতিষ্ঠিত নিবেদিতা গার্লস ছাত্রাবাসে ৬২ ছাত্রী রয়েছে।
উল্লেখযোগ্য শিক্ষার্থীরা
সম্পাদনা- অম্লান দত্ত - প্রখ্যাত অর্থনীতিবিদ
- অজয় ভট্টাচার্য - কবি, গীতিকার, নাট্যকার ও চিত্রপরিচালক।
- উমেশচন্দ্র চক্রবর্তী - চিকিৎসক, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল
- প্রভাতচন্দ্র চক্রবর্তী - ব্রিটিশ বিরোধী বিপ্লবী
- আবদুল খালেক - পূর্ববঙ্গের আইনসভা সদস্য
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "A Lighthouse of Undivided India"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৭-০১-১৩। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৩।