ঈশ্বরকৃষ্ণ

ভারতীয় দার্শনিক

ঈশ্বরকৃষ্ণ (আনুমানিক ৩৫০-৪২৫ খ্রিষ্টাব্দ)[] হলেন ভারতীয় দার্শনিক ও ঋষি। তিনি সাংখ্যকারিকার লেখক।[] সাংখ্যকারিকা হল শাস্ত্রীয় সাংখ্য দর্শনের প্রাচীনতম টিকে থাকা প্রামাণিক গ্রন্থ।[]

সাংখ্যকারিকায় ঈশ্বরকৃষ্ণ নিজেকে আসুরি এবং পঞ্চশিখাকে আসুরি দ্বারা শেখানো কপিলের প্রয়োজনীয় শিক্ষাগুলো বর্ণনা করেছেন। পাঠ্যটি  সাংখ্য দর্শনের জ্ঞানতত্ত্ব, অধিবিদ্যাপরিত্রাণ তত্ত্ব সম্পর্কিত পাতিত বিবৃতি অন্তর্ভুক্ত করে। পাঠ্যটি সাংখ্য দর্শনের পূর্বের রচনাকেও নির্দেশ করে যাকে বলা হয় ষষ্ঠীতন্ত্র (ষাটটি বিষয়ের বিজ্ঞান) যা এখন হারিয়ে গেছে।[] ৬ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে পাঠ্যটি আমদানি করা হয়েছিল এবং চীনা ভাষায় অনুবাদ করা হয়েছিল।[] ১১ শতকের প্রথম দিকে ভারতে পার্সীয় পরিদর্শক আল বিরুনির নথি থেকে জানা যায় যে সাংখ্যকারিকা তার সময়ে ভারতে প্রতিষ্ঠিত ও সুনির্দিষ্ট পাঠ ছিল।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Sankhya | Internet Encyclopedia of Philosophy" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-২১ 
  2. Davies, John (২০১৩-১০-০৮)। Hindu Philosophy: The Sankhya Karika of Iswara Krishna (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন 978-1-136-38973-3 
  3. King 1999, পৃ. 63
  4. Larson 1998, পৃ. 147–149
  5. Larson 1998, পৃ. 150–151