একটি ই-রিডার (যাকে ই-বুক রিডার বা ই-বুক যন্ত্রও বলা হয়) হল এমন একটি বহনসক্ষম বৈদ্যুতিক যন্ত্র যা তৈরি করা হয়েছে ডিজিটাল ইলেক্ট্রনিক বই এবং সাময়িকপত্র পড়ার জন্য।

একটি তৃতীয় প্রজন্মের কিন্ডল
একটি বিইবুক রিডার

লেখা প্রদর্শন করতে পারে এমন যেকোন যন্ত্রই ই-রিডারের মত কাজ করে কিন্তু বিশেষ ই-রিডার কাজের জন্য তৈরি করা যন্ত্রগুলোতে বিশেষ ধরনের সুবিধা থাকে যা বহনযোগ্যতা, পড়া (বিশেষ করে রোদের আলোয়) এবং ব্যাটারির কার্যক্ষমতা ইত্যাদি। হাজার হাজার ছাপানো বই একটি মাত্র ই-রিডারে ডিজিটাল বই হিসেবে জমা থাকতে পারে এবং প্রয়োজনে আরও জমা রাখা যেতে পারে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা
  •   উইকিমিডিয়া কমন্সে ই-রিডার সম্পর্কিত মিডিয়া দেখুন।

টেমপ্লেট:ইবুক