ইস্টার্ন ফেডারেল ক্রেডিট ইউনিয়ন বীমা ভবন

ইস্টার্ন ফেডারেল ক্রেডিট ইউনিয়ন বীমা ভবন বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি আকাশচুম্বী ভবন। এটি মহানগরীর কেন্দ্রীয় ব্যবসায়িক অঞ্চল মতিঝিলে অবস্থিত। এটির উচ্চতা ১০১ মিটার (৩৩১ ফুট) এবং এটি মোট ২৭টি তলা নিয়ে গঠিত।[] এটি ইস্টার্ন ফেডারেল ক্রেডিট ইউনিয়ন ইন্স্যুরেন্স সদরদপ্তর। এটি ঢাকা শহরের আকাশচুম্বী ভবনগুলোর মধ্যে অন্যতম। ১৯৭২ সালে নির্মিত এই ভবনটি ১৯৮৫ সাল পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ আকাশচুম্বী ভবনের তালিকায় ছিল। পরে বাংলাদেশ ব্যাংক ভবন সম্পন্ন হলে এটি সেই মর্যাদা হারায়।

ইস্টার্ন ফেডারেল ক্রেডিট ইউনিয়ন বীমা ভবন
মানচিত্র
উচ্চতার রেকর্ড
বাংলাদেশ অঞ্চলের সর্বোচ্চ স্থাপনা (১৯৭২ থেকে ১৯৮৫ পর্যন্ত)[I]
পূর্ববর্তীজীবন বীমা টাওয়ার
পরবর্তীবাংলাদেশ ব্যাংক ভবন
সাধারণ তথ্য
ধরনবাণিজ্যিক ভবন
অবস্থানঢাকা ,  বাংলাদেশ
নির্মাণকাজের সমাপ্তি১৯৭২
স্বত্বাধিকারীইস্টার্ন ফেডারেল ক্রেডিট ইউনিয়ন ইন্স্যুরেন্স
উচ্চতা
ছাদ পর্যন্ত৮৬,৮২ মিটার (২৮৪.৮৪ ফুট)
শীর্ষ তলা পর্যন্ত২৭
কারিগরী বিবরণ
তলার সংখ্যা২৭

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Eastern Federal Credit Union Insurance Building, Dhaka - SkyscraperPage.com"skyscraperpage.com