ইসোয়াতিনি ফুটবল অ্যাসোসিয়েশন
ইসোয়াতিনি ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Eswatini Football Association; এছাড়াও পূর্বে সোয়াজিল্যান্ড জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং সংক্ষেপে ইএফএ নামে পরিচিত) হচ্ছে ইসোয়াতিনির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১০ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৮ বছর পর ১৯৭৬ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ইসোয়াতিনির রাজধানী এম্বাবানেতে অবস্থিত।
ক্যাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৬৮[১] |
সদর দপ্তর | এম্বাবানে, ইসোয়াতিনি |
ফিফা অধিভুক্তি | ১৯৭৮[১] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৭৬ |
সভাপতি | আদাম এমথেথওয়া |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি ইসোয়াতিনির পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ইসোয়াতিনি প্রিমিয়ার লীগ এবং সোয়াজি কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ইসোয়াতিনি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আদাম এমথেথওয়া এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ফ্রেদেরিক এমঙ্গোমেজুলু।
কর্মকর্তা
সম্পাদনা- ২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | আদাম এমথেথওয়া |
সহ-সভাপতি | ভিক্তোর গামেজে |
নিকোদেমুস মাশওয়ামা | |
কমফোর্ট শংওয়ে | |
পিটার সিমেলানে | |
সাধারণ সম্পাদক | ফ্রেদেরিক এমঙ্গোমেজুলু |
কোষাধ্যক্ষ | ফ্রেদেরিক এমঙ্গোমেজুলু |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | |
প্রযুক্তিগত পরিচালক | ভেকিসিসা এমখন্টা |
ফুটসাল সমন্বয়কারী | ভেকিসিসা এমখন্টা |
জাতীয় দলের কোচ (পুরুষ) | ডোমিনিক কুনেনে |
জাতীয় দলের কোচ (নারী) | অ্যান্থনি এমদলুলি |
রেফারি সমন্বয়কারী | সিফিসো জোন্দো |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ ইসোয়াতিনি ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ ইসোয়াতিনি ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)