ইসাবেল সার্লি
হিলদা ইসাবেল গোরিন্দো সার্লি (স্পেনীয় উচ্চারণ: [isaˈβel ˈsarli]; জন্ম জুলাই ৯, ১৯৩৫), ডাকণাম, কোকা, একজন আর্জেন্টাইন অভিনেত্রী এবং গ্ল্যামর মডেল; যিনি কৃত্রিম[১] যৌনউত্তেজক চলচ্চিত্রের জন্য পরিচতি। সার্লি নিজ দেশে সাংস্কৃতিক আইকন এবং উৎকৃষ্ট যৌনতার প্রতীক হিসেবে বিবেচিত হন।
ইসাবেল সার্লি | |
---|---|
জন্ম | হিলদা ইসাবেল গোরিন্দো সার্লি জুলাই ৯, ১৯৩৫ কনকর্ডিয়া, এন্টি রিওজ, আর্জেন্টিনা |
জাতীয়তা | আর্জেন্টিনীয় |
নাগরিকত্ব | আর্জেন্টিনা |
পেশা |
|
কর্মজীবন | ১৯৫৪–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | আর্মান্ডো বো (বি. ১৯৫৬; আর্মান্ডোর মৃত্যু পর্যন্ত ১৯৮১) |
সন্তান |
|
প্রাথমিক জীবন
সম্পাদনাহিলদা ইসাবেল সার্লি গোরিন্দো টিটো কনকর্ডিয়া, এন্টার রিওস প্রোভাইন্সে, আতি দরিদ্র পরিবারে জন্ম নেন। যখন তার তিন বছর বয়স, তার বাবা পরিবার ছেড়ে চলে যান।
অভিনেত্রী হবার পূর্বে তিনি সচিব হিসেবে কাজ করতেন। কিন্তু সৌন্দয্যের কারণে তিনি আর্জেন্টাইন ম্যাগাজিনে মডেলিং শুরু করেন। সার্লি ডাকণাম ছিল "কোকা", যা এসেছে সম্ভবত তার কোক-বোতল আকৃতির শরীরের কারণে বা কোমল পানীয়র প্রতি তার আসক্তি থেকে।[২]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাইসাবেল আর্মান্ডো বোকে বিয়ে করেন এবং বোর মৃত্যু পর্যন্ত সংসারজীবন কাটান। তবে তিনি এরপর আর বিয়ে করেন নি।
সার্লি বর্তমানে বুয়েন্স আইরসে তার কন্যা ইসাবিলিটার সাথে বাস করেন।
চলচ্চিত্র তালিকা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Trerotola, Diego (২০ এপ্রিল ২০১২)। "Coca Camp"। Página/12 (Spanish ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৩।
- ↑ Corliss, Richard (২০১০-০৮-০৭)। "Isabel Sarli: A Sex Bomb at Lincoln Center"। TIME। ২০১১-০৪-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-১৩।
বহিঃসংযোগ
সম্পাদনাইন্টারনেট মুভি ডেটাবেজে ইসাবেল সার্লি (ইংরেজি)