ইসলাম চ্যানেল
ইসলাম চ্যানেল হল একটি যুক্তরাজ্য ভিত্তিক, বিনামুল্যে প্রচারিত,ইংরেজি ভাষার ইসলাম কেন্দ্রিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, যা বিজ্ঞাপন ও অনুদানের অর্থায়নে পরিচালিত হয়। ২০০৮ সালে যুক্তরাজ্যের একটি সরকারী গবেষণা থেকে প্রাপ্ত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ৯৭.৩% মুসলিম এই চ্যানেলটি নিয়মিত দেখে। চ্যানেলটি মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় সম্প্রচারিত হয় এবং তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও অনলাইনে সার্বক্ষণিক সরাসরি সম্প্রচার পাওয়া যায়।
ইসলাম চ্যানেল | |
---|---|
উদ্বোধন | ২০০৪ সালের মার্চ |
মালিকানা | মোহাম্মদ আলী হারাথ |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
ফ্রি স্যাট | চ্যানেল ৬৯৩ |
স্কাই | চ্যানেল ৮১৩ |
ইউরোস্যাট ২৮এ | ১১৩৮০ বনাম ২৭৫০০ ২/৩ |
ইউটেলস্যাট হট বার্ড ১৩বি | ১০৭২৩এইচ ২৯৯০০ ৩/৪ |
স্ট্রিমিং মিডিয়া | |
ব্রডব্যান্ড | সরাসরি ইন্টারনেট সম্প্রচার |
জনপ্রিয় অনুষ্ঠানসমূহ
সম্পাদনাইসলাম চ্যানেল উল্লেখযোগ্য সংখ্যক বেশ কিছু অনুষ্ঠান সম্প্রচার করে যেগুলো বিনোদন, সাম্প্রতিক বিষয়, সামাজিক কর্মকাণ্ড, নারী ইস্যু ও ইসলামিক শিক্ষা বিষয়ে আলোকপাত করে।
দ্য হাসান এন্ড হাবিবাহ শো
সম্পাদনাহাসান আস-সালীমি এবং হাবিবাহ এলাহি নাম্নী বিবাহিত দম্পতি হলেন দ্য হাসান এন্ড হাবিবাহ শো নামের বিভিন্ন সামাজিক বিষয়াবলীর আলোকে নির্মিত এই আলোচনা(টক শো) অনুষ্ঠানটির যৌথ উপস্থাপক-উপস্থাপিকা।[১]
ইসলাম চ্যানেল কর্তৃক আয়োজিত কনফারেন্স বা আলোচনা-অনুষ্ঠানসমূহ
সম্পাদনাগ্লোবাল পিস এন্ড ইউনিটি (বিশ্বশান্তি এবং ঐক্য)
সম্পাদনাযারা বক্তব্য রেখেছিলেন:
- মোহাম্মদ আলী হারাস
- ভন রিডলি
- ইউসুফ এস্টেস
- দাউদ ওয়র্নসবি
- ন্যাটিভ দ্বীন
- ব্রাদার ডাশ
- সালমা ইয়াকুব
- ইমরান খান(ক্রিকেটার)
- জাকির নায়েক
- ইয়াসির কাজি
- নিক ক্লেগ
- ইকবাল স্যাক্রোনি
- জর্জ গ্যালোওয়ে
- রিচার্ড ফকনার
- কাজি হুসাইন আহমেদ
- সাঈদ আনোয়ার(ক্রিকেটার)
- সাইমন হিউস
- জুয়েল হেওয়ার্ড
- তাহির উল কাদরি
- জেমস কান
- সারাহ জোসেফ
অনুষ্ঠানে জেইন ভিখা, আহমেদ বুখাতির এবং জুনাইদ জামশেদ সরাসরি ইসলামী নাশিদ পরিবেশন করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ":: Islam Channel :: - Programme Details"। ৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৮।