ইসলামের প্রাথমিক ইতিহাস

ইসলামের প্রাথমিক ইতিহাস বলতে বুঝায় সপ্তম শতাব্দীতে ইসলামের ইতিহাস। এছাড়াও ৬১০ খ্রিষ্টাব্দে মুহাম্মাদের ইসলামের বাণী প্রচারের সময় থেকে ৬৬১ খ্রিষ্টাব্দে রাশিদুন খিলাফতের সময়কাল এবং পরবর্তীতে অষ্টম শতক ও উমাইয়া খিলাফতের সময়কালসহ নবম শতাব্দীতে ইসলামি স্বর্ণযুগও ইসলামের প্রাথমিক ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত।

প্রথমিক উৎস

সম্পাদনা

সপ্তম শতকের ইসলামি উৎস

সম্পাদনা
  • ৬৯২ - কুব্বাত আস-সাখরাতে কুরআনের বাণী সংবলিত কারুকার্য।
  • সুলায়েম ইবনে কায়েসের বই (যিনি ৬৯৪-৭১৪-এ মৃত্যুবরণ করেছেন): এই বইটিতে ইসলামি পঞ্জিকার প্রথম শতাব্দীর কিছু হাদিস ও ঐতিহাসিক প্রতিবেদন রয়েছে। সুলায়েম ইবনে কায়েস ছিলেন প্রথম শিয়া লেখক যিনি ইবনে আল নাদিমের লিখিত আল-ফিরিস্তের বইতে লিখেছেন। এছাড়াও এই বইতে আল-মাসুদীর উল্লেখ আছে। দশম শতাব্দীর এককটি কপি উদ্ধার করা হয়েছে। যদিও শিয়া মুসলমানদের দ্বারা লিখিত পুরাতন বইয়ের মধ্যে এটি সবচেয়ে পুরাতন কিন্তু কয়েকজন শিয়া গবেষক এই বইরে কিছু অংশের সাথে একমত হতে পারেননি।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. See:* Sachedina (1981), pp. 54–55 * Landolt (2005), p. 59 * Modarressi (2003), pp 82–88 * Dakake (2007), p.270

গ্রন্থপঞ্জি

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা