ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।[৬] এটি ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামি ব্যাংক। ব্যাংকটি ১৯৮৩ সালের[৭] ১৩ই মার্চ কোম্পানি আইন, ১৯১৩-এর অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়।[৮] ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত বাণিজ্যিক ব্যাংক যার ৩৬.৯১% স্থানীয় এবং ৬৩.০৯% বিদেশি বিনিয়োগ রয়েছে।[১] মোট ৬২৩ টি শাখা[৩][৯] নিয়ে এই ব্যাংকটি দেশের সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সর্ববৃহৎ ব্যাংক হিসেবে স্থান পেয়েছে।[১০] এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মূলধনি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতে দেশের সবচেয়ে লাভজনক ব্যাংক।[১১][১২] ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন ২০,০০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ১৬,৬৩৬.২৮ মিলিয়ন টাকা।[১] যুক্তরাজ্য ভিত্তিক শতাব্দী পুরাতন অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ এ প্রকাশিত প্রতিবেদনে ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ৯ বছর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে বিশ্বের ১,০০০ শীর্ষ ব্যাংকের তালিকায় একমাত্র ও প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত করে।[১৩]
ধরন | বেসরকারি বাণিজ্যিক ব্যাংক |
---|---|
শিল্প | ব্যাংকিং, অর্থনৈতিক সেবা |
প্রতিষ্ঠাকাল | ঢাকা, বাংলাদেশ (১৩ মার্চ, ১৯৮৩)[১] |
সদরদপ্তর | ৪০, দিলকুশা, ঢাকা , |
বাণিজ্য অঞ্চল | বাংলাদেশ ও বহির্বিশ্ব |
প্রধান ব্যক্তি | ওবায়েদ উল্লাহ আল মাসুদ (চেয়ারম্যান)[২] মুহাম্মদ মুনিরুল মওলা (ব্যবস্থাপনা পরিচালক)[৩] |
পণ্যসমূহ | ব্যাংকিং সেবা, এটিএম সেবা, গ্রাহক ব্যাংকিং, ব্যবসায়িক ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং |
আয় | ৳৮৮.৭৪ বিলিয়ন[৪] (২০১৯) |
৳৪৩.৭৯.৭৪ বিলিয়ন[৪] (২০১৯) | |
৳৫.৪৮ বিলিয়ন[৪] (২০১৯) | |
মোট সম্পদ | ৳১,১৪২.১৮ বিলিয়ন[৪] (২০১৯) |
মোট ইকুইটি | ৳৭৯.৮০ বিলিয়ন[৪] (২০১৯) |
কর্মীসংখ্যা | ২০,৮৭৮ [৫] |
ওয়েবসাইট | ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড |
ইতিহাস
সম্পাদনা১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান দ্বিতীয় ওআইসি (ইসলামি সহযোগিতা সংস্থা) সম্মেলনে যোগদান করেন। সেখানে মুসলিম রাষ্ট্রগুলোর একটি আন্তর্জাতিক ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ১৯৭৪ সালের আগস্টে জেদ্দায় ওআইসি অর্থমন্ত্রীদের সম্মেলনে বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ আইডিবি সনদে স্বাক্ষর করেন। ১৯৭৮ সালের এপ্রিলে সেনেগালের ডাকারে অনুষ্ঠিত ইসলামী পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন ওআইসি সদস্যদেরকে ধীরে ধীরে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার জন্য পদ্ধতিগত প্রচেষ্টা চালানোর সুপারিশ করে। এরই ধারাবাহিকতায় ১৯৭৯ সালে নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মহসিন দুবাই ইসলামি ব্যাংকের অনুরূপ বাংলাদেশে একটি ইসলামি ব্যাংক প্রতিষ্ঠার জন্য পররাষ্ট্র সচিবের কাছে লেখা এক চিঠিতে সুপারিশ করেন। এর পরপরই ডিসেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং উইং বাংলাদেশে ইসলামি ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের অভিমত জানতে চায়। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে তৎকালীন গবেষণা পরিচালক এ এস এম ফখরুল আহসান ১৯৮০ সালে ইসলামি ব্যাংকগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য দুবাই ইসলামি ব্যাংক, মিসরের ফয়সাল ইসলামি ব্যাংক, নাসের সোশ্যাল ব্যাংক এবং আন্তর্জাতিক ইসলামী ব্যাংক সমিতির কায়রো অফিস পরিদর্শন করেন। ১৯৮১ সালে তিনি বাংলাদেশে ইসলামি ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করে একটি প্রতিবেদন পেশ করেন।[১৪]
১৯৮০ সালের ১৫-১৭ ডিসেম্বর ইসলামী অর্থনীতি গবেষণা ব্যুরোর উদ্যোগে ঢাকায় ইসলামি ব্যাংকিংয়ের ওপর একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৯৮১ সালের মার্চে ওআইসিভূক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলন সুদানের রাজধানী খার্তুমে অনুষ্ঠিত হয়। সম্মেলনে পেশকৃত এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, বাংলাদেশে ইসলামি ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ১৯৮১ সালে এপ্রিল মাসে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে লেখা এক পত্রে পাকিস্তানের অনুরূপ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শাখাগুলোতেও পরীক্ষামূলকভাবে পৃথক ইসলামি ব্যাংকিং কাউন্টার চালু করে এ জন্য পৃথক লেজার রাখার পরামর্শ দেওয়া হয়। ১৯৮১ সালের ২৬ অক্টোবর থেকে সোনালী ব্যাংক স্টাফ কলেজে ইসলামি ব্যাংকিংয়ের ওপর এক মাস স্থায়ী সার্বক্ষণিক আবাসিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। এ কোর্সে বাংলাদেশ ব্যাংক, সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিআইবিএম ও প্রস্তাবিত ঢাকা আন্তর্জাতিক ইসলামী ব্যাংক লিমিটেড (বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড)-এর ৩৭ কর্মকর্তা অংশ নেন।[১৪]
১৯৮২ সালে নভেম্বর মাসে ইসলামী উন্নয়ন ব্যাংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেন। এ সময় তারা বাংলাদেশে বেসরকারি খাতে যৌথ উদ্যোগে একটি ইসলামি ব্যাংক প্রতিষ্ঠায় আইডিবির অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে ইসলামি ব্যাংকিং প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি করার ব্যাপারে ‘ইসলামী অর্থনীতি গবেষণা ব্যুরো’ (আইইআরবি) এবং বাংলাদেশ ইসলামী ব্যাংক সমিতি (বিবা) অগ্রণী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহুমাত্রিক চেষ্টার ফলস্বরূপ ১৯৮৩ সালের ১৩ মার্চ ঢাকায় আন্তর্জাতিক ইসলামী ব্যাংক লিমিটেড নামে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরীয়াভিত্তিক ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮৩ সালের ২৮ মার্চ পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক ইসলামী ব্যাংক লিমিটেড নামে বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংকের প্রস্তুতিমূলক কাজ করা হয় এবং এ নামেই তখন পর্যন্ত ব্যাংকের সাইনবোর্ড ও প্রচার-পুস্তিকা ব্যবহার করা হয়। মফিজুর রহমান ২৯ মার্চ পর্যন্ত ব্যাংকের প্রকল্প পরিচালক ছিলেন। এরপর ৩০ মার্চ থেকে এ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে কার্যক্রম শুরু করে।[১৫] বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মীর কাশেম আলী সহ[১৬] ১৯জন বাংলাদেশি ব্যক্তিত্ব, ৪টি বাংলাদেশি প্রতিষ্ঠান এবং আইডিবিসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের ১১টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা এবং সৌদি আরবের দু’জন বিশিষ্ট ব্যক্তিত্ব বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় উদ্যোক্তারূপে এগিয়ে আসেন।[১৪][১৭][১৮] ব্যাংকের মনোগ্রাম তৈরি করেন শিল্পী ও ক্যালিগ্রাফার সবিহউল আলম।
দ্য ইকোনমিস্ট-এর মতে, "ইসলামী ব্যাংক চীনের বাইরে পোশাক শিল্পের প্রধান উৎপাদন ভিত্তি হিসেবে বাংলাদেশের উত্থানকে অর্থায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল।[৫]
২০১৭ সালের হিসাব অনুসারে, ইসলামী ব্যাংক বাংলাদেশে ইসলামী ব্যাংকিং সম্পদ এবং আমানতের ৯০% পরিচালনা করে থাকে, সামগ্রিকভাবে দেশের বৃহত্তম বেসরকারী ঋণদাতা, যার ১২ মিলিয়ন আমানতকারী এবং ১০ বিলিয়ন ডলারের ব্যালেন্স শীট রয়েছে।[৫] প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটি জামায়াত নিয়ন্ত্রিত ব্যাংক হিসেবে পরিচিত ছিল।[১৯] ২০১৭ সালে, বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালকদের অপসারণ করে এবং পরিচালনা পর্ষদ ও মালিকানাতে পরিবর্তন আসে। তাদের পরিবর্তে সরকারের ঘনিষ্ঠ লোকদের নিয়ে আসা হয়। এরপর ব্যাংকটির বড় অংশের শেয়ার ও মালিকানা চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের অধীনে চলে যায়।[২০][২১][২২] তারপর থেকে, ব্যাংকটি আর্থিক সংকটে পড়ে।[২৩][২৪]
ব্যবসায়িক তথ্য
সম্পাদনাপ্রধান অংশীদারগণ
সম্পাদনা- ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)[২৯]
- জর্ডান ইসলামীক ব্যাংক, জর্ডান
- ইসলামীক ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ কর্পোরেশন, দোহা, কাতার
- বাহরাইন ইসলামীক ব্যাংক, বাহরাইন
- ইসলামীক ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং এস.এ.
- মুদ্রা বিনিময় ও বাণিজ্যের জন্য আল-রাজি কোম্পানি
- শেখ আহমেদ সালাহ জমজুম, জেদ্দা, কেএসএ
- ফুয়াদ আব্দুলহামিদ আল-খতিব (প্রয়াত), কে.এস.এ
- দুবাই ইসলামী ব্যাংক
- দ্য পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটি, সাফাত
- কুয়েত ফিন্যান্স হাউস
- কুয়েতের তিনটি মন্ত্রণালয়[৩০]
ব্যাংকটির ৬৩.০৯% শেয়ার উপরিউক্ত বিদেশী অংশীদারগণের আর বাকি ৩০.৯১% এর মালিকানা বাংলাদেশের ৬০,০০০ শেয়ারহোল্ডারগণ।
ডিজিটাল সেবা
সম্পাদনা- আই ব্যাংকিং।
- সেলফিন।
- এসএমএস ব্যাংকিং।
- মোবাইল ব্যাংকিং।
- এটিএম সেবা।
- এজেন্ট ব্যাংকিং সেবা।
- সিআরএম/সিডিএম সেবা।
পুরস্কার
সম্পাদনা- দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ‘সার্ক অ্যানিভ্যার্সারি এওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স’ এর প্রথম পুরস্কারে ভূষিত করে।[৩১]
- মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ত্রৈমাসিক পত্রিকা ‘গ্লোবাল ফাইন্যান্স’, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ১৯৯৯, ২০০০, ২০০৪, ২০০৫ এবং ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের সেরা ইসলামী ব্যাংক হিসেবে ভূষিত করে।[৩২][৩৩][৩৪][৩৫][৩৬][৩৭][৩৮]
- দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় বা বৈদেশিক রেমিট্যান্স আসে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। দেশে ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের পুরস্কারস্বরূপ সেন্টার ফর এনআরবি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ২০১৯, ২০২০, ২০২১ এবং ২০২২ সালে গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করে।[৩৯][৪০] বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০১৯ ও ২০২০ সালের রেমিট্যান্স পুরস্কার পেয়েছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।[৪১]
- ‘দ্য এশিয়ান ব্যাংকার’ কর্তৃক ২০২২ সালে ‘বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক’ হিসেবে স্বীকৃতি লাভ।[৪২]
সামাজিক কল্যাণমূলক কার্যক্রম
সম্পাদনাইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। বৃহৎ পরিসরে সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকটি ৩৮ মিলিয়ন টাকা ফান্ডের ইসলামী ব্যাংক ফাউন্ডেশন নামে পৃথক একটি ফাউন্ডেশন গঠন করেছে। প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সামাজিক কল্যাণ, শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।[৪৩][৪৪]
ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সামাজিক কল্যাণমূলক কার্যক্রমসমূহ মধ্যে রয়েছে:[৪৫]
- ইসলামী ব্যাংক হাসপাতাল
- ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ [৪৬] রাজশাহী
- কমিউনিটি হাসপাতাল
- মনোরোম: ইসলামী ব্যাংক নৈপুণ্য ও ফ্যাশন ঘর
- সেবা কেন্দ্র
- ইসলামী ব্যাংক প্রযুক্তি ইন্সটিটিউট
- ইসলামী ব্যাংক আন্তর্জাতিক স্কুল ও কলেজ
- ইসলামী ব্যাংক ফিজিথেরাপী ও পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্র
- উন্নয়ন আলোচনা কেন্দ্র
- বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র
বিতর্ক
সম্পাদনা২০২২ সালের নভেম্বর মাসে দৈনিক প্রথম আলো পত্রিকায় ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ শিরোনামে প্রকাশিত সংবাদে ইসলামী ব্যাংক থেকে ভুয়া নথিপত্র ও ঠিকানা ব্যবহার করে একাধিক কোম্পানি সর্বমোট ৭ হাজার ২৪৬ কোটি টাকা ঋণ তুলে নেওয়ার বিষয় উঠে আসে।[৪৭][৪৮] একই মাসের ২৭ তারিখ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত পৃথক সংবাদে আরজেএসসি থেকে রেজিস্ট্রেশনের ১৪ দিন পর ভুয়া ঠিকানা ব্যবহার করে ইসলামী ব্যাংক থেকে ৯০০ কোটি টাকা ঋণ নেয় অন্য একটি কোম্পানি।[৪৯] ৩০ নভেম্বর একাধিক পত্রিকায় প্রকাশিত সংবাদে, এস আলম গ্রুপ ব্যাংকটি থেকে বিভিন্ন সময়ে ৩০ হাজার কোটি টাকা ঋণ তুলে নেয়, যেখানে নিয়মানুসারে গ্রুপটি ২১৫ কোটি টাকা ঋণ নেওয়ার অধিকার রাখে।[৫০] ২০২০ সালের মার্চ মাসে, ইসলামি ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক সরিয়ে নেওয়ার বিষয়েও প্রশ্ন উঠে।[৫১][৫২] ইসলামি ব্যাংকের উক্ত ঘটনাবলির প্রেক্ষিতে তদন্তের জন্য এসব কোম্পানিকে নতুন করে ঋণ ছাড় বন্ধ রাখতে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক[৫৩][৫৪] এবং রিট আবেদন করার পরামর্শ দেয় হাইকোর্ট।[৫৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "এক নজরে ইসলামী ব্যাংক"। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২৬ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট, ২০১৩। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ"। কালের কণ্ঠ। ২৩ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ "ব্যবসায়িক (কর্পোরেট) তথ্য"। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ১২ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অগাস্ট, ২০১৩। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ ক খ গ ঘ ঙ "Independent Auditors' Report to The Shareholders of Islami Bank Bangladesh Limited" (পিডিএফ)। ৩১ ডিসেম্বর ২০১৯। ১ ডিসেম্বর ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২।
- ↑ ক খ গ "Islamic banking grows in Bangladesh, no thanks to the authorities"। The Economist। ২০১৭-০৮-২৪। আইএসএসএন 0013-0613। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৯।
- ↑ "ইসলামী ব্যাংকিং-এর অগ্রগতি ও জনপ্রিয়তা"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২০।
- ↑ এস. দোহা। "ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড : একটি পর্যালোচনা"। দৈনিক সংগ্রাম। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট, ২০১৩। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ S M Mahfuzur Rahman। "ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড"। বাংলাপিডিয়া। ২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "ইসলামী ব্যাংকের শাখা মির্জাপুরে"। প্রথম আলো। ৩ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪।
- ↑ "'জামায়াত মুক্ত' করতেই ইসলামী ব্যাংকে রদবদল?"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।
- ↑ বড় মূলধনি ১০ কোম্পানি, এবং বাণিজ্য, প্রথম আলো, ৯ সেপ্টেম্বর ২০১৯, পৃষ্ঠা ৬
- ↑ "ইসলামী ব্যাংকের মালিক কে?"। Bangla Tribune। ২০২১-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৮।
- ↑ "IBBL among world's top 1000 banks"। Daily Sun (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-১৭। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৯।
- ↑ ক খ গ মোহাম্মদ আবদুল মান্নান। "বাংলাদেশে ইসলামী ব্যাংকিং"। মাসিক দ্বীন দুনিয়া। সংগ্রহের তারিখ ২৮ অগাস্ট, ২০১৩। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ শাহ আবদুল হান্নান। "ইসলামী ব্যাংক ব্যবস্থা"। www.mamannan.com। ১৫ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অগাস্ট, ২০১৩। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "কে এই মীর কাসেম"। Bangla Tribune। ২০২১-০৭-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।
- ↑ "জামায়াতে ইসলামীতে মীর কাসেমের গুরুত্ব"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।
- ↑ আব্দুল্লাহ, শেখ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "এখনো ইসলামী ব্যাংকের লাখ শেয়ার মীর কাসেমের নামে"। bangla.bdnews24.com। ২০২১-০৭-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।
- ↑ "ব্যাংকের পর্ষদ সভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও এমডি পরিবর্তনইসলামী ব্যাংকে 'শান্তিপূর্ণ' বদল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২।
- ↑ "এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের সাড়ে ৮ কোটি শেয়ার কিনল" (ইংরেজি ভাষায়)। ২০১৭-১০-০৮। ২০২২-১২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৩।
- ↑ Editor। "এস আলম গ্রুপের প্রতিষ্ঠানগুলো লাভজনক কি?"। www.amadershomoy.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৩।
- ↑ "ইসলামী ব্যাংকের দখল নিয়ে বেক্সিমকো, বসুন্ধরা ও এস আলম গ্রুপের দ্বন্দ্ব"। projonmonews24.com। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৩।
- ↑ "Islami Bank Bangladesh has declined since a boardroom coup in 2017"। The Economist। ৪ এপ্রিল ২০১৯।
- ↑ "মালিকানা বদলের পর ১৫ মাসেই ইসলামী ব্যাংক সংকটে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২।
- ↑ "About IBBL:Corporate Information"। islamibankbd.com। ২০২৩-০১-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৩।
- ↑ "About IBBL:IBBL at a glance"। www.islamibankbd.com। ২০২৩-০১-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৩।
- ↑ "Advance Services: ATM Booth info"। www.islamibankbd.com। ২০২৩-০১-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৩।
- ↑ "Advance Services: CRM Booth info"। www.islamibankbd.com। ২০২৩-০১-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৩।
- ↑ মোঃ ফজলুর রহমান। "ইসলামী ব্যাংকিংয়ের ভূমিকা"। ডেইলি স্টার। ১৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "About IBBL: Foreign Placement Holders"। www.islamibankbd.com। ২০২৩-০১-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৩।
- ↑ "https://www.banglanews24.com/print/250479"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৩।
|title=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "US magazine says IBBL best Islamic financial institution in Bangladesh"। Bangladesh Business News। ১৬ অক্টোবর ২০১০। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৫।
- ↑ "Best Islamic Finance Institutions - 2008"। Global Finance। ১৯ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৫।
- ↑ "Islamic Financial Institutions Awards - 2009"। Global Finance। ১ জুন ২০০৯। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৫।
- ↑ "Islamic Bank Awards 2011: By Country"। Global Finance। ১ জুন ২০১১। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৫।
- ↑ "World's Best Islamic Financial Institutions 2012: Country Awards"। Global Finance। ৬ জুন ২০১২। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৫।
- ↑ "World's Best Islamic Financial Institutions 2013: Country Winners"। Global Finance। ২ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৫।
- ↑ "US magazine says IBBL best Islamic financial institution in Bangladesh"। Bangladesh Business News (ইংরেজি ভাষায়)। ২০১০-১০-১৬। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০১।
- ↑ "'গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড' পেল ইসলামী ব্যাংক"। www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৩।
- ↑ টেলিভিশন, Ekushey TV | একুশে। "গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক"। Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৩।
- ↑ ডেস্ক, বাণিজ্য। "রেমিট্যান্স পুরস্কার পেল ইসলামী ব্যাংক"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৩।
- ↑ "বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংকের স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২।
- ↑ "ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড"। ব্যাংক ইনফো বিডি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "ফান্ডের উৎস"। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। ১৫ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "বিশেষ কার্যক্রমসমূহ"। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। Archived from the original on ৩০ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২১।
- ↑ "ইসলামী ব্যাংকে 'ভয়ংকর নভেম্বর'"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২।
- ↑ উদ্দীন, এ কে এম জামীর (২০২২-১১-২৯)। "ইসলামী ব্যাংকের ৭২৪৬ কোটি টাকা ঋণের তদন্তে বাংলাদেশ ব্যাংক"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-০১।
- ↑ "How a 24-year-old greenhorn is 'blessed' with a Tk900cr loan"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২।
- ↑ "S Alam Group lifts Tk 30,000cr loans from IBBL alone"। নিউ এইজ বিডি। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২।
- ↑ "ইসলামী ব্যাংক থেকে কেন পর্যবেক্ষক সরিয়ে নিয়েছিল বাংলাদেশ ব্যাংক"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২।
- ↑ "বড় অনিয়ম জেনেও চুপ ছিল কেন্দ্রীয় ব্যাংক"। দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "তদন্তে নেমেছে কেন্দ্রীয় ব্যাংক, ৮ প্রতিষ্ঠানের ঋণ ছাড় বন্ধ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২।
- ↑ "Central bank suspends Islami Bank's Tk9,135cr loan disbursement to 11 cos"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২।
- ↑ "ইসলামী ব্যাংকে 'ভয়ংকর নভেম্বর': রিট করার পরামর্শ হাইকোর্টের"। জাগো নিউজ ২৪। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২।