ইসলামিক রিভাইভাল ইন ব্রিটিশ ইন্ডিয়া: দেওবন্দ, ১৮৬০–১৯০০
ইসলামিক রিভাইভাল ইন ব্রিটিশ ইন্ডিয়া: দেওবন্দ, ১৮৬০–১৯০০ (ইংরেজি: Islamic Revival in British India: Deoband, 1860-1900) মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা বারবারা ডি. মেটকাল্ফ রচিত একটি গবেষণা গ্রন্থ। ১৯৮২ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় প্রেস থেকে বইটি প্রকাশিত হয়। বইটির মূল আলোচ্য বিষয় ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার ছোট্ট গ্রাম দেওবন্দে সৃষ্টি হওয়া দেওবন্দ আন্দোলন ও দারুল উলুম দেওবন্দের প্রথম ৪০ বছর।
লেখক | বারবারা ডি. মেটকাল্ফ |
---|---|
মূল শিরোনাম | Islamic Revival in British India: Deoband, 1860-1900 |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
বিষয় | দেওবন্দ আন্দোলন |
প্রকাশিত | ১৯৮২ |
প্রকাশক | প্রিন্সটন বিশ্ববিদ্যালয় প্রেস |
মিডিয়া ধরন | |
পৃষ্ঠাসংখ্যা | ৪০২ |
আইএসবিএন | ৯৭৮১৪০০৮৫৬১০৭ |
ওসিএলসি | ৮৮৯২৫২১৩১ |
ওয়েবসাইট | princeton.edu |
বিষয়বস্তু
সম্পাদনাবইটির শুরুতে ইসলামি পুনর্জাগরণের ধরন বর্ণনা করা হয়েছে। তারপর অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে আলেমদের পরিবর্তন ব্যাখ্যা করা হয়েছে। এর পরবর্তী অধ্যায়ের শিরোনাম দেওবন্দ আন্দোলন ও মতবাদ। এ অধ্যায়ের প্রথম আলোচ্য বিষয় দারুল উলুম দেওবন্দ। তারপরের আলোচ্য বিষয় দারুল উলুম দেওবন্দ থেকে সৃষ্টি হওয়া ধর্মীয় নেতৃত্ব। লেখক দুইভাগে এই ধর্মীয় নেতৃত্ব নিয়ে আলোচনা করেছেন: মুফতি ও শায়খ এবং লেখক ও বিতার্কিক। এ অধ্যায়ের শেষ আলোচ্য বিষয় দেওবন্দি আলেমদের সামাজিক পরিবেশ। শেষ অধ্যায়ে লেখক দেওবন্দ আন্দোলনের সমসাময়িক আরও কিছু আন্দোলন নিয়ে আলোচনা করে গ্রন্থটির ইতি টেনেছেন।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- বোখারী, কামরান (৯ জানুয়ারি ২০২২)। "Cradle of Chaos: On the Deobandi sect" [বিশৃঙ্খলার পীঠস্থান: দেওবন্দি সম্প্রদায়ের উপর]। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২।
- রহমান, আনিসুর (২৮ জানুয়ারি ২০২১)। "A History of the Ulama in British India" [ব্রিটিশ ভারতে উলামাদের ইতিহাস]। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২।
- রবিনসন, ফ্রান্সিস (১৯৮৪)। "রিভিউ: ইসলামিক রিভাইভাল ইন ব্রিটিশ ইন্ডিয়া: দেওবন্দ, ১৮৬০–১৯০০"। মডার্ন এশিয়ান স্টাডিজ। ১৮ (২): ৩৩৭–৩৪৫। আইএসএসএন 0026-749X।
- ফ্রিডম্যান, ইয়োহানান (১৯৮৪)। "রিভিউ: ইসলামিক রিভাইভাল ইন ব্রিটিশ ইন্ডিয়া: দেওবন্দ, ১৮৬০–১৯০০"। ইন্টারন্যাশনাল জার্নাল অব মিডল ইস্ট স্টাডিজ। ১৬ (১): ১৫০–১৫২। আইএসএসএন 0020-7438।
- রিজভী, গওহর (১৯৮৩)। "রিভিউ: ইসলামিক রিভাইভাল ইন ব্রিটিশ ইন্ডিয়া: দেওবন্দ, ১৮৬০–১৯০০"। দি আমেরিকান হিস্টোরিক্যাল রিভিউ। ৮৮ (৪): ১০৫০–১০৫১। আইএসএসএন 0002-8762। ডিওআই:10.2307/1874144।
- শিমেল, অ্যানমেরি (১৯৮৪)। "রিভিউ: ইসলামিক রিভাইভাল ইন ব্রিটিশ ইন্ডিয়া: দেওবন্দ, ১৮৬০–১৯০০"। জার্নাল অব দি আমেরিকান অরিয়েন্টোল সোসাইটি। ১০৪ (২): ৩৭৮–৩৭৯। আইএসএসএন 0003-0279। ডিওআই:10.2307/602213।
- ফ্রিডম্যান, ইয়োহানান (১৯৮৩)। "রিভিউ: ইসলামিক রিভাইভাল ইন ব্রিটিশ ইন্ডিয়া: দেওবন্দ, ১৮৬০–১৯০০"। প্যাসিফিক অ্যাফেয়ার্স। ৫৬ (৩): ৫৬৪–৫৬৫। আইএসএসএন 0030-851X। ডিওআই:10.2307/2758230।
- রফ, উইলিয়াম আর. (১৯৮৩)। "রিভিউ: ইসলামিক রিভাইভাল ইন ব্রিটিশ ইন্ডিয়া: দেওবন্দ, ১৮৬০–১৯০০"। দ্য জার্নাল অব এশিয়ান স্টাডিজ। ৪২ (৩): ৭০৩–৭০৫। আইএসএসএন 0021-9118। ডিওআই:10.2307/2055574।
- শেকল, সি. (১৯৮৪)। "রিভিউ: ইসলামিক রিভাইভাল ইন ব্রিটিশ ইন্ডিয়া: দেওবন্দ, ১৮৬০–১৯০০"। বুলেটিন অব দি স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ, লন্ডন বিশ্ববিদ্যালয়। ৪৭ (২): ৩৭৪–৩৭৫। আইএসএসএন 0041-977X।
- মাইয়েলো, আমেডিও (১৯৮৪)। "রিভিউ: ইসলামিক রিভাইভাল ইন ব্রিটিশ ইন্ডিয়া: দেওবন্দ, ১৮৬০–১৯০০"। ওরিয়েন্ট মডার্নো। ৩ (৬৪) (৭/১২): ২৯৪–২৯৬। আইএসএসএন 0030-5472।