ইসমাত জাহান

বাংলাদেশী রাজনীতিবিদ

ইসমাত জাহান (জন্ম ১৯৬০) ইউরোপীয় ইউনিয়নে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন এর স্থায়ী পর্যবেক্ষক। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত, তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বেলজিয়াম লুক্সেমবার্গ, এবং ইউরোপীয়ান কমিউনিটিস-এ দায়িত্বপালন করেছেন এবং ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন।[]

ইসমাত জাহান
ইউরোপীয় ইউনিয়নের ইসলামী সহযোগিতা সংস্থার স্থায়ী পর্যবেক্ষক মিশন এর প্রধান
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
জুলাই ২০১৬
পূর্বসূরীআগশিন মেহদীদেভ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি
কাজের মেয়াদ
২০০৭ – ২০০৯
রাষ্ট্রপতিইয়াজউদ্দিন আহম্মেদ
পূর্বসূরীইফতেখার আহমেদ চৌধুরী
উত্তরসূরীআবুল কালাম আব্দুল মোমেন
নেদারল্যান্ডসে বাংলাদেশ রাষ্ট্রদূত
কাজের মেয়াদ
২০০৫ – ২০০৭
পূর্বসূরীলিয়াকত আলী চৌধুরী
উত্তরসূরীমিজানুর রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৬০
বাংলাদেশ

শিক্ষা

সম্পাদনা

বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে (পররাষ্ট্র বিষয়ক) ১৯৮২ সালে তিনি কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরু করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে, তিনি ফ্লেচার স্কুল, ফ্লেচার স্কুল, টাফ্টস ইউনিভার্সিটি থেকে আইন এবং কূটনৈতিক বিষয়ে এম এ করেছেন, ক্রস নিবন্ধিত কোর্স নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটিতে কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফরেন সার্ভিসের ফেলোও ছিলেন।

কূটনৈতিক কর্মজীবন

সম্পাদনা

তার কূটনৈতিক কর্মজীবনে, ইসমাত জাহান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি নিউইয়র্ক সিটি, জেনেভা, এবং নয়া দিল্লিতে বাংলাদেশের বিদেশে স্থায়ী মিশনসমূহে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৫-২০০৭ পর্যন্ত তিনি নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগের পূর্বে,[] তিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ-এর এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহু-বৈদেশিক অর্থনৈতিক বিষয়ক উইংস এর।

জুলাই ২০১৬-এ, তিনি ইউরোপিয়ান ইউনিয়নে ওআইসি-এর স্থায়ী পর্যবেক্ষক মিশন প্রধান হিসাবে নিযুক্ত হন।[]

তিনি নেদারল্যান্ডস এর অধিবাসী ইউনিভার্সিটি ক্যাথলিক ডি লোভেন, বেলজিয়াম এর আরবি ভাষার অধ্যাপক জোহানেস ডেঞ্জ হিজারকে বিয়ে করেন। তার এই বিয়ে ছিল প্রথমবারের মত একজন বাংলাদেশী কূটনীতিকের সাথে এক অ-বাংলাদেশী নাগরিকের বিয়ে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. A Directory of World Leaders & Cabinet Members of Foreign Governments: 2008
  2. Ismat Jahan appointed Permanent Representative, Permanent Mission of ... United News of Bangladesh - May 14, 2007
  3. "Bangladesh diplomat Ismat Jahan to lead OIC in European Union"। bdnews। ২৭ জুন ২০১৬। ৬ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০১৯