ইসমাইল সাবরি বিন ইয়াকোব

মালয়েশীয় রাজনীতিবিদ

দাতো সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকোব (জন্ম ১৮ জানুয়ারি ১৯৬০) একজন মালয় রাজনীতিবিদ যিনি মালয়েশিয়ায় নবম প্রধানমন্ত্রী হিসাবে ২১ আগস্ট ২০২১ তারিখ থেকে দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি পূর্ববর্তী প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের সরকারের অধীনে জুলাই থেকে আগস্ট ২০২১ পর্যন্ত মালয়েশিয়ার ত্রয়োদশ উপপ্রধানমন্ত্রী এবং মার্চ থেকে আগস্ট ২০২১ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ইয়াং আমাত বেরহোমাত
দাতো সেরি
ইসমাইল সাবরি ইয়াকোব
মালয়েশিয়ার ৯ম প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
২১ আগস্ট ২০২১ – ১০ অক্টোবর ২০২২
সার্বভৌম শাসকআল-সুলতান আব্দুল্লাহ
পূর্বসূরীমুহিদ্দীন ইয়াসিন
উত্তরসূরীআনোয়ার ইব্রাহীম
নির্বাচনী এলাকাবেরা
মালয়েশিয়ার ১৩শ উপ-প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
৭ জুলাই ২০২১ – ১৬ আগস্ট ২০২১
সার্বভৌম শাসকআল-সুলতান আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীমুহিদ্দীন ইয়াসিন
পূর্বসূরীওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল
নির্বাচনী এলাকাবেরা
ব্যক্তিগত বিবরণ
জন্মইবরাহিম সাবরি বিন ইয়াকোব
(1960-01-18) ১৮ জানুয়ারি ১৯৬০ (বয়স ৬৪)
Temerloh, Pahang, ফেডারেশন অফ মালায়া (বর্তমানে মালয়েশিয়া)
রাজনৈতিক দলUnited Malays National Organisation (UMNO)
(১৯৮৯ সাল থেকে)
অন্যান্য
রাজনৈতিক দল
Barisan Nasional (BN)
(since 1987)
Muafakat Nasional (MN)
(since 2019)
Perikatan Nasional (PN)
(since 2020)
দাম্পত্য সঙ্গীমুহাইনি জাইনাল আবিদিন (বি. ১৯৮৬)
সম্পর্ক
প্রাক্তন শিক্ষার্থীইউনিভার্সিটি অফ মালায়া (এলএলবি)
পেশারাজনীতিবিদ
জীবিকাউকিল
ওয়েবসাইটwww.ismailsabri.com

তথ্যসূত্র

সম্পাদনা