ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন
(ইলেক্ট্রোফিলিক প্রতিস্থাপন থেকে পুনর্নির্দেশিত)
জৈব রসায়ন-এ ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার একটি প্রকৃতি, যাতে কোনো যৌগে অবস্থিত কার্যকরী মূলককে ইলেক্ট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত করা হয়।[১] সাধারণত অ্যারোম্যাটিক যৌগের ক্ষেত্রেই এর উপস্থিতি বেশি লক্ষণীয়।
ইলেকট্রন আকর্ষী অ্যারোম্যাটিক প্রতিস্থাপন
সম্পাদনাঅ্যারোম্যাটিক রিং-এ যুক্ত কোনো পরমাণুকে ইলেকট্রন আকর্ষী দ্বারা প্রতিস্থাপিত করা হয়। অ্যারোম্যাটিক নাইট্রেশন, হ্যালোজিনেশন, অ্যারোমেটিক সালফোনেশন, অ্যাসাইলেশন, ফ্রিডেল–ক্রাফট বিক্রিয়ার ক্ষেত্রে এটি দেখা যায়।
ইলেকট্রন আকর্ষী অ্যালিফ্যাটিক প্রতিস্থাপন
সম্পাদনানিউক্লিওফিলিক অ্যালিফ্যাটিক প্রতিস্থাপনের অনুরূপ এই পদ্ধতিতে চারটি প্রকারভেদ দেখা যায়, SE1, SE2(ফ্রন্ট), SE2(ব্যাক) এবং SEi (Substitution Electrophilic)।
যেমন–
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Electrophilic Substitution Reaction - Mechanism, Types, Examples"। BYJUS (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১০।