ইলিয়াস কান্ধলভি
মুহাম্মদ ইলিয়াস কান্ধলভি ছিলেন ভারতের একজন ইসলামি পণ্ডিত। তিনি ১৮৮৫ সালে ব্রিটিশ ভারতের যুক্তপ্রদেশের কান্ধলা নামে একটি ছোট শহরে জন্ম গ্রহণ করেন। সাধারণ মুসলিমদের মধ্যে ইসলামি নীতি ও আদর্শের ঘাটতিজনিত কারণে ১৯২০ এর দশকে তিনি তাবলিগ জামাত নামে একটি নিরেট সংস্কারবাদী আন্দোলনের সূচনা করেন। এই আন্দোলন ইসলামের মৌলিক মূল্যবোধ প্রচার করে এবং সকল মুসলিমকে নামাজ, রোজাসহ অন্যান্য ইবাদতের কুরআন-সুন্নাহ সমর্থিত সহিহ পদ্ধতি শিক্ষা দেয়ার কাজ করে। এর সদস্যদের সকল কার্যক্রম ধর্মপ্রণোদিত ও সেচ্ছায় সম্পাদিত হয়। সেই সাথে অন্যান্যদের এতে যোগ দিতে উৎসাহ দেয়া হয়। বিশৃংখলা দূরে রাখতে তাবলিগ জামাতে রাজনীতি ও মতভেদপূর্ণ ফিকহি বিষয় নিয়ে আলোচনা করা হয় না। তার মৃত্যুর পর মুহাম্মদ ইউসুফ কান্ধলভি তাবলিগ জামাতের আমির নিযুক্ত হন।[১][২][৩] মাওলানা ইলিয়াস রহ. ও তাঁর দীনি দাওয়াত তার একটি জীবনী গ্রন্থ।[৪]
মুহাম্মাদ ইলয়াস কান্ধলভি | |
---|---|
জাতীয়তা | ভারতীয় |
জাতিভুক্ত | ভারতীয় |
যুগ | ২০ শতক |
পেশা | দা'ঈ |
সম্প্রদায় | সুন্নি |
মাজহাব | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
উল্লেখযোগ্য ধারণা | তাবলিগ জামাত প্রতিষ্ঠা |
শিক্ষায়তন | দারুল উলুম দেওবন্দ |
তাবলিগ জামাতের প্রথম আমির | |
উত্তরসূরী | মুহাম্মদ ইউসুফ কান্ধলভি |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Esposito, John L. EspositoJohn L. (২০০৩-০১-০১)। Esposito, John L., সম্পাদক। Ilyas, Muhammad (ইংরেজি ভাষায়)। Oxford University Press। আইএসবিএন 978-0-19-512558-0। ডিওআই:10.1093/acref/9780195125580.001.0001/acref-9780195125580-e-1016?rskey=hdfi0z&result=1।
- ↑ পরিষদ, সম্পাদনা (জুন ১৯৮২)। সংক্ষিপ্ত ইসলামি বিশ্বকোষ ২য় খণ্ড। শেরেবাংলা নগর, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃষ্ঠা ২৬৮,২৬৯। আইএসবিএন 954-06-022-7।
- ↑ খাতুন, আয়েশা (২০১৭)। স্বাধীনতার পর হাদিস সাহিত্যে ভারতের অবদান। ভারত: সুন্নি ধর্মতত্ত্ব বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১১২–১১৩। hdl:10603/54426।
- ↑ Oxford।
বহিঃসযোগ
সম্পাদনা- আলপার, ওমর মাহির (২০০১)। KANDEHLEVÎ, Muhammed İlyas। টিডিবি এনসাক্লোপিডিয়া অব ইসলাম (তুর্কি ভাষায়)। ২৪। ইস্তাম্বুল, তুরস্ক: ইসলামি গবেষণা কেন্দ্র, ধর্ম বিষয়ক অধিদপ্তর। পৃষ্ঠা ২৯৫–২৯৬। আইএসবিএন 9789753894142।
- রবিউল হক, মুহাম্মাদ (২৮ নভেম্বর ২০২০)। "যেভাবে তাবলিগের কাজ শুরু করেন হযরতজী ইলিয়াস কান্ধলভি"। যুগান্তর।
- মুজাব, মুহাম্মদ (২০০১)। ইসলামিক সায়েন্সেস ইন ইন্ডিয়া এন্ড ইন্দোনেশিয়া: এ কম্পারেটিভ স্টাডি। ভারত: সুন্নি ধর্মতত্ত্ব বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৫৪–১৬১। hdl:10603/58830।
- নূরুর রহমান, মাওলানা (২০১০)। তাযকেরাতুল আওলিয়া-৬। ঢাকা, বাংলাদেশ: এমদাদিয়া পুস্তকালয় (প্রাঃ) লিমিটেড। পৃষ্ঠা ২০৯।
- শাকির, উবায়দুল্লাহ (২০১৬)। আকাবিরে উম্মাতের সোনালী জীবন। বাংলাবাজার, ঢাকা: আশরাফিয়া বুক হাউজ। পৃষ্ঠা ১৭।