ইলা মজুমদার (৯ সেপ্টেম্বর ১৯৪১ - ৩ মে ২০০১) একজন বাংলাদেশী শাস্ত্রীয় সংগীত শিল্পী ছিলেন। সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমী তাকে সম্মাননা প্রদান করে। তিনি শাস্ত্রীয় সংগীতকার বারীণ মজুমদারের স্ত্রী ছিলেন।[]

ইলা মজুমদার
জন্ম(১৯৪১-০৯-০৯)৯ সেপ্টেম্বর ১৯৪১
মৃত্যু৩ মে ২০১১(2011-05-03) (বয়স ৬৯)
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীবারীণ মজুমদার (বি. ১৯৬০; তার মৃত্যু ২০০১)
সন্তানপারথা মজুমদার
বাপ্পা মজুমদার

প্রাথমিক এবং কর্মজীবন

সম্পাদনা

১৯৫৪ সাল থেকে মজুমদারকে তার ভবিষ্যত স্বামী বারীণ মজুমদার সংগীত শেখানো।[] তিনি ১৯৬১ সালে তার মাস্টার্স দর্শনশাস্ত্র সম্পন্ন করেন। ১৯৮১-২০০৩ সালে তিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে শিক্ষক হিসাবে কাজ করেছিলেন। তিনি ন্যাশনাল মিউজিক কলেজে ১৫ বছরের জন্য পার্ট টাইম শিক্ষক হিসেবেও কাজ করেন।[]

মজুমদার সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার, সঙ্গীত সুরকার পার্থ শারোতি মজুমদার এবং ময়নাম শিল্পী পার্থ প্রতিম মজুমদারের মা ছিলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ঝাঁপ দিন: শামীমা আক্তার (২০১২)। "মজুমদার, ইলা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "Noted Classical Vocalist Ila Majumdar No More"দ্য ডেইলি স্টার। মে ৪, ২০১১। সংগ্রহের তারিখ জুন ১২, ২০১৭ 
  3. Zahangir Alom (মে ৩, ২০১৭)। "Music runs in his blood"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ জুন ১০, ২০১৭