ইরিনা গোরোভাইয়া
মার্কিন অভিনেত্রী
ইরিনা গোরোভাইয়া (রুশ: Ирина Горовая ; জন্ম ১৩ জুন ১৯৮৯), এছাড়াও আইরিন গোরোভাইয়া হিসাবেও পরিচিত, একজন মার্কিন অভিনেত্রী ও নৃত্যশিল্পী। [১] [২]
ইরিনা গোরোভাইয়া | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | মার্কিন |
কর্মজীবন | ২০০১–বর্তমান |
ওয়েবসাইট | www |
জীবনের প্রথমার্ধ
সম্পাদনাইরিনা গোরোভাইয়ার জন্ম ১৩ জুন ১৯৮৯, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। [১] তিনি নিউ ইয়র্কের ব্রুকলিনে বেড়ে ওঠেন। [১] তিনি বহু বছর ব্যালে নৃত্যশিল্পী হিসাবে, স্কুল অফ আমেরিকান ব্যালেতে প্রশিক্ষণের সাথে ছিলেন। গোরোভাইয়া লাগার্ডিয়া আর্টস হাই স্কুলেও নাটক অধ্যয়ন করেন। [২] তিনি ২০০০ সালে নিউ ইয়র্ক সিটি ব্যালে কোম্পানির সাথে দ্য নাটক্র্যাকারে অভিনয় করেছিলেন।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে Irina Gorovaia (ইংরেজি)