ইয়োহান গোমেস
ইয়োহান আরাত গোমেস (ইংরেজি: Johan Gomez; জন্ম: ২৩ জুলাই ২০০১; ইয়োহান গোমেস নামে সুপরিচিত) হলেন একজন মার্কিন পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মান ক্লাব আইন্ট্রাখট ব্রাউনশভাইগের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ইয়োহান আরাত গোমেস[১] | ||
জন্ম | ২৩ জুলাই ২০০১ | ||
জন্ম স্থান | টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র | ||
উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আইন্ট্রাখট ব্রাউনশভাইগ | ||
জার্সি নম্বর | ৪৪ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৫৬, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১৯ সালে, গোমেস মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ দলের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাইয়োহান আরাত গোমেস ২০০১ সালের ২৩শে জুলাই তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনাগোমেস মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ এবং মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালের ৫ই সেপ্টেম্বর তারিখে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। গোমেস ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্র অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][২][৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃষ্ঠা ১৫। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "USA" [মার্কিন যুক্তরাষ্ট্র]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৫ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Marko MItrović names 2024 U.S. Olympic Men's Soccer Team" [মার্কো মিত্রোভিচ ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্র অলিম্পিক পুরুষ ফুটবল দল ঘোষণা করেছেন]। ussoccer.com (ইংরেজি ভাষায়)। মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন। ৮ জুলাই ২০২৪। ২৫ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- {{ফিফা খেলোয়াড়}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- সকারওয়েতে {{সকারওয়ে}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- সকারবেসে {{সকারবেস}} টেমপ্লেটে আইডি নেই ও উইকিউপাত্তেও তা উপস্থিত নেই
- বিডিফুটবলে {{বিডিফুটবল}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- ট্রান্সফারমার্কেটে ইয়োহান গোমেস (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ইয়োহান গোমেস (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে {{ইএসপিএন এফসি}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।