ইয়োশিহিকো নোদা
ইয়োশিহিকো নোদা (ইংরেজি:Yoshihiko Noda) (জন্ম: ২০ মে ১৯৫৭) ২০১১ সালের সেপ্টেম্বর থেকে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। তিনি ডায়েটেজাপানি ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসেবে মনোনয়ন পান। ২ সেপ্টেম্বর ২০১১ সালে তিনি জাপানের সম্রাট আকিহিতো কর্তৃক নিয়োগ লাভ করেন। তিনি সাবেক প্রধান মন্ত্রী নাওতো কানের স্থলাভিষিক্ত হবেন।[১]
ইয়োশিহিকো নোদা | |
---|---|
জাপানের প্রধানমন্ত্রী Designate | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২ সেপ্টেম্বর ২০১১ | |
সার্বভৌম শাসক | আকিহিতো |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৮ জুন ২০১০ | |
প্রধানমন্ত্রী | নাওতো কান |
পূর্বসূরী | নাওতো কান |
কাজের মেয়াদ ১৬ সেপ্টেম্বর ২০০৯ – ৮ জুন ২০১০ | |
প্রধানমন্ত্রী | ইউকিয়ো হাতোইয়ামা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২০ মে ১৯৫৭ ফুনাবাশি, জাপান |
রাজনৈতিক দল | জাপানি ডেমোক্রেটিক পার্টি (১৯৯৮–বর্তমান) |
অন্যান্য রাজনৈতিক দল | জাপান নিউ পার্টি (১৯৯২-১৯৯৪) |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ইয়োশিহিকো নোদা জিতলেন জাপানের নেতৃত্ব, বিবিসি, ২৯ আগস্ট ২০১১.
বহিঃসংযোগ
সম্পাদনা- অফিসিয়াল ওয়েবসাইট জাপানী ভাষায়।