ইয়োজেফ ফন স্টার্নবের্গ

ইয়োজেফ ফন স্টার্নবের্গ ([Josef von Sternberg, অ্যামেরিকায় জোসেফ স্টার্নবার্গ নামে পরিচিত] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) (২৯শে মে, ১৮৯৪ - ২২শে ডিসেম্বর, ১৯৬৯) ছিলেন অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক। প্রথম দিককার auteur চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে তিনি অন্যতম। পরিচালনা ছাড়াও নিজের ছবির অনেক কাজ করতেন, যেমন: চিত্রগ্রহণ, রচনা এবং সম্পাদনা। পরবর্তী যুগের পরিচালকদের স্টার্নবের্গের ছবির বিশেষ প্রভাব পরীলক্ষিত হয়। সবচেয়ে বেশি প্রভাব লক্ষ করা যায় নয়ার চলচ্চিত্র আন্দোলনে। mise-en-scene, আলোকসজ্জা এবং মৃদু লেন্সের ব্যবহারে তিনি ছিলেন অদ্বিতীয়। তার আন্তর্জাতিকভাবে বিপুল জনপ্রিয়তা পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দ্য ব্লু অ্যাঞ্জেল (১৯৩০), [] আন্ডারওয়ার্ল্ড (১৯২৭)। [][]

ইয়োজেফ ফন স্টার্নবের্গ

তিনি মরক্কো (১৯৩০) এবং সাংহাই এক্সপ্রেস (১৯৩২) এর জন্য শ্রেষ্ঠ পরিচালকের জন্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Sarris, 1998. P. 219
  2. Weinberg, 1967. P. 34: "... the genre it so eloquently established started a vogue that lasted an entire generation until the outbreak of the Second World War ..."
  3. Sarris, 1966. P. 15: "... the first in a tradition" of the [gangster] genre.
  4. Sarris, 1998. p. 499

বহিঃসংযোগ

সম্পাদনা