ইয়োকোহামা এফ মারিনোস

ইয়োকোহামা এফ মারিনোস (ইংরেজি: Yokohama F. Marinos, জাপানি: 横浜F・マリノス) হচ্ছে ইয়োকোহামা ভিত্তিক একটি জাপানি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জাপানের শীর্ষ স্তরের ফুটবল লিগ জে১ লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৭২ সালে তারিখে নিসান মোটর ফুটবল ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে। ইয়োকোহামা এফ মারিনোস তাদের সকল হোম ম্যাচ ইয়োকোহামার নিসান স্টেডিয়ামে আয়োজন করে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৭২,৩২৭। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন গ্রিক সাবেক ফুটবল খেলোয়াড় আঞ্জ পোস্তেকোগলু এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রিওজি কুরোসাওয়া। জাপানি মধ্যমাঠের খেলোয়াড় তাকুইয়া কিদা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

ইয়োকোহামা এফ মারিনোস
পূর্ণ নামইয়োকোহামা এফ মারিনোস
ডাকনামমারিনোস, ত্রিরঙ
প্রতিষ্ঠিত১৯৭২; ৫৩ বছর আগে (1972)
মাঠনিসান স্টেডিয়াম
ধারণক্ষমতা৭২,৩২৭
মালিকনিসান (৮০%)
সিটি ফুটবল গ্রুপ (২০%)
সভাপতিজাপান রিওজি কুরোসাওয়া
ম্যানেজারগ্রিস আঞ্জ পোস্তেকোগলু
লিগজে১ লিগ
২০২০৯ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, ইয়োকোহামা এফ মারিনোস এপর্যন্ত ১৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি জে১ লিগ, ২টি এম্পেরর'স কাপ এবং ২টি জাপান সকার লিগ শিরোপা রয়েছে। অন্যদিকে এশীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার উভয়েই হচ্ছে এশিয়ান কাপ উইনার্স কাপ শিরোপা। ইউজি নাকাজাওয়া, নাওকি নাতসুকা, ইউজো কুরিহারা, শুনসুকে নাকামুরা এবং শোজি জোর মতো খেলোয়াড়গণ ইয়োকোহামা এফ মারিনোসের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইয়োকোহামা এফ মারিনোস"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ মে ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা