ইয়ারদেন গার্ব (হিব্রু: ירדן ג'רבי‎‎, জন্ম ৮ জুলাই ১৯৮৯) একজন ইসরাইলি জুডো বিশ্বচ্যাম্পিয়েন। তিনি ২০১৬ অলিম্পিক গেমসে ৬৩' কেজি মহিলা জুডোয় ইসরাইলের হয়ে তামা জিতেন। ২০১৩ বিশ্ব জুডো চ্যাম্পিয়েন্সিপে ৬৩' কেজি মহিলা শাখায় স্বর্ণ পদক জিতেন। তিনি মাত্র ২৪ বছর বয়সে ৫ বার ইসরাইলি জুডো চ্যাম্পিয়েন্সিপ জিতেন। ২০০৯ সালে মাক্কাবিয়া গেমসে রৌপ্য পদক জয় করে।

ইয়ারদেন গার্ব
ব্যক্তিগত তথ্য
জন্ম (1989-07-08) জুলাই ৮, ১৯৮৯ (বয়স ৩৫)
ফার সাবা, ইসরাইল
উচ্চতা১.৬৯ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)<
ওজন63 kg
ওয়েবসাইট"yardengerbi.com"। ২০১৩-১২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
ক্রীড়া
দেশইসরাইল
ক্রীড়াজুডো
বিভাগমহিলা ৬৩' কেজি
ক্লাবমেইতাভ নেতানইয়া
প্রশিক্ষকশেনি হারস্কো
সাফল্য ও খেতাব
বিশ্ব ফাইনালবিশ্ব চ্যাম্পিয়েন্স (২০১৩)
জাতীয় ফাইনালইসরাইল চ্যাম্পিয়েন্স (২০০৭, ২০০৮, ২০০৯, ২০১১, ২০১২)
সর্বোচ্চ অবস্থান১ (২০১৩)

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

গার্ব ইসরাইলের একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাক নামগুলো হচ্ছে জর্ডান, গার্ব, ডেনুশ। তিনি বর্তমানে ইসরাইল ওপেন বিশ্ববিদ্যালয়তে অর্থনীতি এবং ব্যাবস্থাপনা পড়ছেন।

জুডো ক্যারিয়ার

সম্পাদনা

গার্ব মাত্র ৬ বছর বয়সে স্থানীয় ক্লাবে জুডো খেলা শুরু করেন। সেই ক্লাবে তাকে জুডো শেখায় ইসরাইল জাতীয় মহিলা জুডো দলের সাবেক কোচ শানি হার্স্কো।

২০০৭ সালে তিনি ইসরাইল চ্যাম্পিয়েন্সিপ জিতেন। ২০০৮ সালে ইসরাইল চ্যাম্পিয়েন্সিপ এবং অনূর্ধ্ব-২৩ ইসরাইল চ্যাম্পিয়েন্সিপ জিতেন। ২০০৯ সালে ইসরাইল চ্যাম্পিয়েন্সিপ এবং বিশ্বকাপ জিতেন। ২০০৯ সালে মাক্কাবিয়া গেমসে ২য় স্থান অধিকার করে।

২০১৩ বিশ্ব চ্যাম্পিয়েন্স

সম্পাদনা

২০১৩ সালের আগস্ট, মাত্র ২৪ বছর বয়সে ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৩ বিশ্ব জুডো চ্যাম্পিয়েন্সিপে স্বর্ণ জিতেন। ৬৩' কেজি শাখায় সেবার ৫ জন প্রতিযোগীকে পরাজিত করেন। ৫ জন প্রতিযোগিকে হারিয়ে সেবার বিশ্ব রেকর্ড করেন। ইসরাইলের হয়ে চ্যাম্পিয়েন্সিপ জেতার পর তার অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন "আমি ৩ টি বিয়ের প্রস্তাব পেয়েছি।

গার্ব ১ম ইসরাইলি,যিনি জুডো চ্যাম্পিয়েন্সির স্বর্ণ জিতেন। এর আগে আয়েল আরাদ (১৯৯১-তামা, ১৯৯৩-রৌপ্য), অরেন স্মাদজা ( ১৯৯৫- রৌপ্য), এবং এরিয়েল যেভি ( ২০০১-রৌপ্য) জিতে।

২০১৩ সালে 'দ্যা জেরুজালেম পোস্ট' পত্রিকার জরিপে ইসরাইলের 'ইসরাইল স্পোর্টস পার্সোনালিটি' নির্বাচিত হন।

২০১৪-২০১৫

সম্পাদনা

২০১৪ সালে রাশিয়ায় জুডো বিশ্বচ্যাম্পিয়েন্সিপের ফাইনালে হেরে গিয়ে রৌপ্য পদক জিতেন। ডিসেম্বরে গার্ব ইসরাইলের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন।

গার্ব ২০১৫ সালে ইউরোপিয়ান গেমসে তামা জিতেন। ১৭ অক্টোবর ২০১৫ সালে প্যারিস গ্র্যান্ড সামে জাপানের মিহো মিনেই এর কাছে হেরে তামা লাভ করেন। ২ সপ্তাহ পর ৩১ ডিসেম্বর আবুধাবি গ্র্যান্ড সামে ডাচ খেলোয়াড় জুল ফ্রান্সেনের কাছে হেরে আবারো তামা জিতেন।

রিও অলিম্পিক

সম্পাদনা

২০১৬ সালের ৯ আগস্ট ব্রাজিলের রিওতে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে ইসরাইলের হয়ে তামা জিতে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান মারিয়ানা সিল্ভার কাছে হেরে যান। এরপর দুইজন প্রতিযোগীকে হারিয়ে তামা লাভ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Sinai, Allon. "Israel's Gerbi takes gold at Judo World Championships"Jerusalem Post, August 29, 2013. Retrieved on August 30, 2013.
  2. "Israeli Sports", Jewish Sports Review, Vol. 9, No. 11, Issue 107, p. 20, January/February 2015. 
  3. "ג'רבי: אהיה מוכנה לריו, פולק: אנחנו נבחרת חזקה"ynet (in Hebrew). Retrieved 1 June 2016.
  4. "Israeli Judoist Wins Medal in Budapest, Hungary". Shalom Life. Retrieved September 9,2013.
  5. "Yarden Gerbi takes gold at Worlds, first for Israeli judoka". Jewish Telegraphic Agency. September 2, 2013. Retrieved September 8, 2013.

বহিঃসংযোগ

সম্পাদনা