ইয়াং আর্টিস্ট পুরস্কার

(ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ড থেকে পুনর্নির্দেশিত)

ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান ইয়াং আর্টিস্ট ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত সম্মাননা। এটি প্রবর্তনের সময় ইয়ুথ ইন ফিল্ম অ্যাওয়ার্ড নামে পরিচিত ছিল। ১৯৭৮ সালে মৌরিন ড্রাগন[] উদীয়মান তরুণ শিল্পীদের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এটি প্রতিষ্ঠা করেন।[][] এছাড়া এই প্রতিষ্ঠান শারীরিক বা আর্থিকসংকটগ্রস্থ তরুণ শিল্পীদের বৃত্তি প্রদান করে থাকে।

ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড
ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড
বিবরণটেলিভিশন, সঙ্গীত, চলচ্চিত্র ও থিয়েটারে তরুণ শিল্পীদের উৎকর্ষ
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাইয়ং আর্টিস্ট ফাউন্ডেশন
প্রথম পুরস্কৃত১৯৭৯
ওয়েবসাইটhttp://www.youngartistawards.org

ইয়ং আর্টিস্ট ফাউন্ডেশনই প্রথম প্রতিষ্ঠান যা অনূর্ধ্ব-১৮ বছর বয়সী টেলিভিশন, চলচ্চিত্র, থিয়েটার ও সঙ্গীতশিল্পীদের অবদানের স্বীকৃতি প্রদানের জন্য আনুষ্ঠানিক পুরস্কার বিতরণের আয়োজন করে।[]

ইতিহাস

সম্পাদনা

সর্বপ্রথম ১৯৭৮-১৯৭৯ সালের তরুণ শিল্পীদের ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরবর্তী বিশ বছরে এই পুরস্কার ইয়ুথ ইন ফিল্ম/ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ডস নামে পরিচিত ছিল। পরে এই নাম সংক্ষিপ্ত করে ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ড করা হয়। ২১তম ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান ২০০০ এর মার্চে অনুষ্ঠিত হয়।[][]


অনুষ্ঠান

সম্পাদনা

হলিউড, ক্যালিফোর্নিয়া-এর শেরাটন ইউনিভার্সাল হোটেল-এ আয়োজিত একটি ভোজ অনুষ্ঠানে ১৯৭৯ সালের অক্টোবরে প্রথম ইয়ুথ ফিল্ম অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

তরুণদের চলচ্চিত্র পুরস্কার/ তরুণ শিল্পীদের পুরস্কার — অনুষ্ঠান
১ম তরুণ শিল্পী পুরস্কার ১৯৭৮/১৯৭৯ শেরাটন ইউনিভার্সাল হোটেল ইউনিভার্সাল সিটি অক্টোবর ১৯৭৯
২য় তরুণ শিল্পী পুরস্কার ১৯৭৯/১৯৮০ শেরাটন ইউনিভার্সাল হোটেল ইউনিভার্সাল সিটি ১৮ অক্টোবর, ১৯৮০
৩য় তরুণ শিল্পী পুরস্কার ১৯৮০/১৯৮১ (অজানা) (অজানা) ডিসেম্বর ১৯৮১
চলচ্চিত্র পুরষ্কারে ৪র্থ যুব ১৯৮১/১৯৮২ শেরাটন ইউনিভার্সাল হোটেল ইউনিভার্সাল সিটি ২১ নভেম্বর, ১৯৮২
৫ম তরুণ শিল্পী পুরস্কার ১৯৮২/১৯৮৩ বেভারলি হিলটন হোটেল বেভারলি হিলস ৪ ডিসেম্বর, ১৯৮৩
৬ষ্ঠ তরুণ শিল্পী পুরস্কার ১৯৮৩/১৯৮৪ (অজানা) (অজানা) ২ ডিসেম্বর, ১৯৮৪
৭ম তরুণ শিল্পী পুরস্কার ১৯৮৪/১৯৮৫ অ্যাম্বাসেডর হোটেল লস অ্যাঞ্জেলেস ১৫ ডিসেম্বর, ১৯৮৫
৮ম তরুণ শিল্পী পুরস্কার ১৯৮৫/১৯৮৬ অ্যাম্বাসেডর হোটেল লস অ্যাঞ্জেলেস নভেম্বর ২২, ১৯৮৬
৯ম তরুণ শিল্পী পুরস্কার ১৯৮৬/১৯৮৭ হলিউড প্যালাডিয়াম হলিউড ৫ ডিসেম্বর, ১৯৮৯
১০ম তরুণ শিল্পী পুরস্কার ১৯৮৭/১৯৮৮ রেজিস্ট্রি হোটেল ইউনিভার্সাল সিটি মে ৬, ১৯৮৯
১১তম তরুণ শিল্পী পুরস্কার ১৯৮৮/১৯৮৯ (অজানা) (অজানা) মার্চ/এপ্রিল ১৯৯০
১২তম তরুণ শিল্পী পুরস্কার ১৯৮৯/১৯৯০ (অজানা) (অজানা) শেষ ১৯৯০/১৯৯১ এর প্রথম দিকে
১৩তম তরুণ শিল্পী পুরস্কার ১৯৯০/১৯৯১ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সের একাডেমি উত্তর হলিউড ১ ডিসেম্বর, ১৯৯১
১৪তম তরুণ শিল্পী পুরস্কার ১৯৯১/১৯৯২ স্পোর্টসম্যান'স লজ স্টুডিও সিটি ১৬ জানুয়ারী, ১৯৯৩
১৫তম তরুণ শিল্পী পুরস্কার ১৯৯২/১৯৯৩ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি ফেব্রুয়ারি ৫, ১৯৯৪
১৬তম তরুণ শিল্পী পুরস্কার ১৯৯৩/১৯৯৪ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি মার্চ ১৯, ১৯৯৫
১৭তম তরুণ শিল্পী পুরস্কার ১৯৯৪/১৯৯৫ (অজানা) (অজানা) ১৯৯৬
১৮তম তরুণ শিল্পী পুরস্কার ১৯৯৫/১৯৯৬ (অজানা) (অজানা) ১৯৯৭
১৯তম তরুণ শিল্পী পুরস্কার ১৯৯৬/১৯৯৭ (অজানা) (অজানা) মার্চ ১৪, ১৯৯৮
২০তম তরুণ শিল্পী পুরস্কার ১৯৯৭/১৯৯৮ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি মার্চ ৬, ১৯৯৯
২১তম তরুণ শিল্পী পুরস্কার ১৯৯৮/১৯৯৯ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি মার্চ ১৯, ২০০০
২২তম তরুণ শিল্পী পুরস্কার ১৯৯৯/২০০০ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি এপ্রিল ১, ২০০১
২৩তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস ২০০০/২০০১ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি এপ্রিল ৭, ২০০২
২৪তম তরুণ শিল্পী পুরস্কার ২০০২ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি মার্চ ২৯, ২০০৩
২৫তম তরুণ শিল্পী পুরস্কার ২০০৩ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি মে ৮, ২০০৪
২৬তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস ২০০৪ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি ৩০ এপ্রিল, ২০০৫
২৭তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস ২০০৫ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি মার্চ ২৫, ২০০৬
২৮তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস ২০০৬ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি মার্চ ১০, ২০০৭
২৯তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস ২০০৭ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি মার্চ ৩০, ২০০৮
৩০তম তরুণ শিল্পী পুরস্কার ২০০৮ গ্লোব থিয়েটার ইউনিভার্সাল সিটি ২৯ মার্চ, ২০০৯
৩১তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস ২০০৯ বেভারলি গারল্যান্ড হোটেল স্টুডিও সিটি ১১ এপ্রিল, ২০১০
৩২তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস ২০১০ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি মার্চ ১৩, ২০১১
৩৩তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস ২০১১ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি মে ৬, ২০১২
৩৪তম ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ডস ২০১২ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি মে ৫, ২০১৩
৩৫তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস ২০১৩ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি মে ৪, ২০১৪
৩৬তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস ২০১৪ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি মে ১৫, ২০১৫
৩৭তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস ২০১৫ স্পোর্টসম্যানস লজ স্টুডিও সিটি মার্চ ১৩, ২০১৬
৩৮তম ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ডস ২০১৬ অ্যালেক্স থিয়েটার গ্লেনডেল মার্চ ১৭, ২০১৭
৩৯তম তরুণ শিল্পী পুরস্কার ২০১৭ সাউথ পার্ক থিয়েটার লস অ্যাঞ্জেলেস
৪০তম তরুণ শিল্পী পুরস্কার ২০১৮ অ্যাভালন হলিউড হলিউড জুলাই ১৪, ২০১৯
৪১তম তরুণ শিল্পী পুরস্কার ২০১৯ ভার্চুয়াল অনলাইন নভেম্বর ২৪, ২০২০
৪২তম তরুণ শিল্পী পুরস্কার ২০২০ ভার্চুয়াল অনলাইন নভেম্বর ৬, ২০২১
৪৩তম তরুণ শিল্পী পুরস্কার ২০২১ টিবিএ লস অ্যাঞ্জেলেস ২ অক্টোবর, ২০২২

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Young Artist Awards President's Message"। ১৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১০ 
  2. Crouse, Richard (২০০৫)। Reel Winners (illustrated সংস্করণ)। Dundurn Press Ltd.। পৃষ্ঠা 42–43। আইএসবিএন 1550025740ওসিএলসি 9781550025743 |oclc= এর মান পরীক্ষা করুন (সাহায্য) 
  3. Riggs, Thomas (২০০৭)। Thomas Riggs, সম্পাদক। Contemporary Theatre, Film and Television74। Gale / Cengage Learning। আইএসবিএন 0787690473ওসিএলসি 9780787690472 |oclc= এর মান পরীক্ষা করুন (সাহায্য) 
  4. "The 21st Annual Young Artist Awards"। ৩ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১০ 

বহিঃসংযোগ

সম্পাদনা