ইমাম মাহদীর আবির্ভাবের আলামতসমূহ
ইামম মাহদির আবির্ভাবের আলামত বলতে এমন ঘটনাপ্রবাহকে বুঝানো হয়, যা ইসলামি পরকালবিদ্যা অনুসারে মাহদির আগমনের আগে লাগাতার ঘটতে থাকবে। এই আলামত বা লক্ষণগুলি ইসলামের সুন্নি এবং শিয়া শাখার উপর ভিত্তি করে পৃথকভাবে বর্ণনা করা হয়। ইসলামি পরকালবিদ্যা মতে, মাহদি হলেন একজন মসীহ বা ত্রাণকর্তা, যিনি মন্দ ও অন্যায় থেকে বিশ্বকে পরিত্রাণ দেওয়ার জন্য কেয়ামতের কিছু দিন আগে পৃথিবীতে উপস্থিত হবেন। তাকে নবি মুহাম্মদ সা. এর বংশধর বলা হয় এবং তিনি নবী ঈসা আ. এর আগে আবির্ভূত হবেন এবং মুসলিমদেরকে পুরো বিশ্ব শাসনে নেতৃত্ব দেবেন।