ইবনে তাইমিয়া রচিত গ্রন্থসমূহ
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(ইমাম ইবনে তাইমিয়াহ রচিত গ্রন্থসমূহ থেকে পুনর্নির্দেশিত)
ইবনে তাইমিয়াহ রচিত মোট গ্রন্থের সংখ্যা প্রায় ৫০০। ইসলামি জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় তার একাধিক রচনা বিদ্যমান।
উল্লেখযোগ্য গ্রন্থের তালিকা
সম্পাদনা- মাজমু আল-ফাতাওয়া আল-কুবরা (ইবনে তাইমিয়াহ -এর প্রদানকৃত ফাতাওয়ার বড় একটি সঙ্কলন) মোট ৩৬ খণ্ড।
- মিনহাজুস সুন্নাহ আন-নববীয়্যাহ (নবী -এর সুন্নৎ-এর পথ) চার খণ্ড।
- আল-আকিদাহ আল-ওয়াসিতিয়্যাহ। আকিদাহ বিষয়ক গ্রন্থ।
- আল-জাওয়াব আল-সাহীহ লি-মান বাদ্দালা দ্বীন আল মাসিহ ("এমন লোকদের প্রতি যথাযথ প্রতিক্রিয়া যারা মশীহের দীন (ধর্ম)কে দূষিত করেছে "; খ্রিস্টধর্মের প্রতি একজন মুসলিম ধর্মত্বাত্তিকের প্রতিক্রিয়া) – তুলনামূলক ধর্মতত্ত্ব বা খ্রিস্টান ধর্ম সম্পর্কে গ্রন্থ। সাত খণ্ড।
- দার তা'আরুদ আল-আকল ওয়া আল-নাকল ("কারণ এবং [ধর্মীয়] ঐতিহ্যের মধ্যে দ্বন্দ্ব দূরীকরণ") আল-মুওয়াফাকা নামেও পরিচিত। ১০ খণ্ড।
- আল-আকিদাহ আল-হামাবিয়্যাহ
- আল-আসমা ওয়াস-সিফাত (আল্লাহর নাম ও গুণাবলী) ২ খণ্ড।
- কিতাবুল ঈমান (ইমানের বই)
- আস-সারিম আল-মাসলুল 'আলা শাতিম আর-রাসূল (রসুলের অপমানকারীদের বিরুদ্ধে টানা তালওয়ার)
- ফাতাওয়া আল-কুবরা
- ফাতাওয়া আল-মিসরিয়্যা
- আর-রাদ্দ 'আলা আল-মানতিকিয়্যিন (তার্কিকদের অভিশাপ)
- নাকদ আত-তা'সিস (প্রতিষ্ঠানের সমালোচনা)
- আল-উবুদিয়্যাহ
- ইকতিদা আস-সিরাতুল মুস্তাকিম (সোজা পথের অনুসরণ)
- আল-সিয়াসা আল-শারিয়্যা (শরিয়ত অনুযায়ী শাসনের বই)
- আত-তাওয়াসসুল ওয়াল-ওয়াসিলা
- শারহে ফুতুহ আল-গাইব (আব্দুল কাদির জিলানি রহঃ রচিত ফুতুহ আল-গাইবের ভাষ্য)
- আল-হিসবা ফি আল-ইসলাম (অর্থনীতি বিষয়ক গ্রন্থ)
- মাজমুআতুর রাসাইলিল কুবরা (২৮ টি নিবন্ধের সমষ্টি) ২ খণ্ড।
- মুকাদ্দিমাতুত তাফসীর
- আত-ত্বালিক আল-মুক্বাররার[১]
- আস-সারিম আল-মাসলুল আলা শাতিম আর-রাসুল
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ হেলাল, ইমরান (২০২১)। হাম্বলি মাযহাবের ক্রমবিকাশ। হাম্বলী ফিকহ্। পৃষ্ঠা ১৩।