ইমতিয়াজ হোসেন (প্রকৌশলী)
বাংলাদেশী প্রকৌশলী ও শিক্ষাবিদ
ইমতিয়াজ হোসেন একজন বাংলাদেশী প্রকৌশলী ও শিক্ষাবিদ। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সাবেক উপাচার্য।[১]
ইমতিয়াজ হোসেন | |
---|---|
উপাচার্য | |
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি | |
কাজের মেয়াদ ১ এপ্রিল ২০০৮ – ৩১ মার্চ ২০১৬ | |
পূর্বসূরী | মুহাম্মদ ফাজলী ইলাহী |
উত্তরসূরী | মুনাজ আহমেদ নূর |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় |
পেশা | প্রকৌশলী, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
শিক্ষাজীবন
সম্পাদনাতিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
সম্পাদনাইমতিয়াজ হোসেন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির যন্ত্রকৌশল অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১][৩]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Prof Imtiaz new VC of IUT"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩ এপ্রিল ২০০৮। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Dr. Md. Imtiaz Hossain"। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Former VCs/Director Generals/Directors"। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২২।